রামপুরহাটের বকটুই গ্রামে গণ হত্যার ঘটনা নিয়ে উত্তাল গোটা পশ্চিমবঙ্গ। আগুনে পুড়ে মৃত্যু হয়েছে কমপক্ষে ১২ জনের। থমথমে পরিবেশ হয়ে রয়েছে গ্রামটিতে। সেইসঙ্গে জারি রয়েছে রামপুরহাট গণহত্যার। এরই মাঝে বিস্ফোরক দাবি করে বসলেন বিজেপি নেতা অমিত মালব্য।
তিনি টুইট করে জানান, ‘এই ঘটনায় ‘প্রত্যক্ষদর্শী নিখোঁজ হয়ে গিয়েছেন। এর জন্য পুলিশের কাছে অভিযোগও দায়ের করা হয়েছে। কিন্তু কেউ কি অবাক হয়েছেন? পশ্চিমবঙ্গে গত এক সপ্তাহে ২৬টি রাজনৈতিক নেতা খুন হয়েছে। বাংলার স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের অরাজকতার জন্য সরাসরি দায়ী।’
এদিকে ইতিমধ্যে বকটুই গ্রামে গিয়ে হাজির হয়েছে ফরেন্সিক ও সিটের সদস্যরা। চলছে নমুনা সংগ্রহের কাজ। এদিকে আতঙ্কে গ্রাম ছেড়েছে নিহত তৃণমূল উপপ্রধান ভাদু শেখের পরিবার। গ্রাম ছাড়ছেন আরও মানুষ। ঘটনার একদিন পেরিয়ে গেলেও এখনও খড়ের গাদা থেকে ধোঁয়া বেরোচ্ছে।
The eye witness of Rampurhat massacre has gone missing. Police complaint has been filled for the same. Is anyone even surprised?
West Bengal has seen 26 political murders in last one week. Mamata Banerjee, as Home Minister of Bengal, is directly responsible for such lawlessness.
— Amit Malviya (@amitmalviya) March 23, 2022