ঘাটালের জলছবি বদলাতে রাজ্য সরকারের বড় পদক্ষেপ

বর্ষপূর্তি অনেক কিছুরই হয়, কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যানের বর্ষপূর্তি (Ghatal)  যেন পরিকল্পনার, বাস্তবায়নের নয়। ঘাটাল পশ্চিম মেদিনীপুর জেলার একটি পুর এলাকা, যা প্রতি বছরই(Ghatal)  বন্যার…

Medinipur Residents Urge CM Mamata Banerjee to Visit More Often

বর্ষপূর্তি অনেক কিছুরই হয়, কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যানের বর্ষপূর্তি (Ghatal)  যেন পরিকল্পনার, বাস্তবায়নের নয়। ঘাটাল পশ্চিম মেদিনীপুর জেলার একটি পুর এলাকা, যা প্রতি বছরই(Ghatal)  বন্যার কবলে পড়ে। বর্ষাকালে শহর থেকে গ্রাম, সর্বত্রই জলবন্দি পরিস্থিতি তৈরি হয়। কেলেঘাই ও কপালেশ্বরী নদী ঘিরে থাকা ঘাটালের প্রধান সমস্যা হল জলনিকাশি। এই সমস্যার সমাধানেই বহু বছর আগে তৈরি হয়েছিল ‘ঘাটাল মাস্টার প্ল্যান’(Ghatal)  

এই মাস্টার প্ল্যানটি বাস্তবায়িত হলে ঘাটালের বহু বছরের(Ghatal)  জলবদ্ধতা সমস্যার কিছুটা হলেও সুরাহা সম্ভব হতো। কিন্তু পরিকল্পনা বাস্তবায়নে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বরাবরই(Ghatal)  আর্থিক সহযোগিতার অভাব রয়েছে বলে অভিযোগ রাজ্য সরকারের। কেন্দ্রীয় সরকার প্রকল্প অনুমোদন করলেও কোনও অর্থ ছাড় করেনি। রাজ্য অভিযোগ করেছে, বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার শুধু নথিপত্রে সই করেছে, অথচ এক টাকাও দেয়নি(Ghatal)  

   

এই পরিস্থিতিতে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে যে(Ghatal)  নিজেদের অর্থেই এই প্রকল্প বাস্তবায়ন করবে। ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ এখন শুরু হয়েছে, যার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ কাজ (Ghatal)  হল কৃত্রিম নদীপথ তৈরি। এই কৃত্রিম নদীপথের মাধ্যমে অতিরিক্ত বৃষ্টির জল দ্রুত বাইরে বের করে দেওয়ার ব্যবস্থা করা হবে। এর ফলে প্রতি বর্ষায় ঘাটালবাসী যে দুর্ভোগের সম্মুখীন হন, তা অনেকটাই লাঘব হবে বলে মনে করা হচ্ছে(Ghatal)  

এই প্রকল্প বাস্তবায়নে সময় লাগবে আনুমানিক দু’বছর।(Ghatal)  রাজ্য সরকার জানিয়েছে, কাজ দ্রুত গতিতে এগোচ্ছে। চার দশকের বেশি সময় ধরে এই প্রকল্প নিয়ে শুধু রাজনৈতিক তর্কবিতর্ক চলেছে। বাম আমলে শুরু হওয়া এই প্রকল্প আজও পুরোপুরি বাস্তবায়িত হয়নি কেন্দ্রীয় সরকারের অনীহায়, এমনটাই দাবি রাজ্যের(Ghatal)  

Advertisements

বিরোধীরা যদিও এই দাবিকে রাজনৈতিক নাটক বলে অভিহিত করেছে।(Ghatal)  তাদের অভিযোগ, শাসক দল দীর্ঘদিন ধরেই এই প্রকল্প নিয়ে ভোটের আগে (Ghatal)  প্রচার চালিয়ে মানুষের কাছ থেকে সমর্থন আদায় করেছে, অথচ প্রকৃত কাজ হয়নি। পাল্টা হিসেবে শাসকদল বলেছে, প্রকল্পের বাস্তবায়ন এখন রাজ্য সরকার নিজেই করছে এবং আগামী দু’বছরের মধ্যেই ঘাটালের চেহারা বদলে যাবে।(Ghatal)  

ঘাটালবাসীর দীর্ঘদিনের দাবি পূরণের দিকেই এগোচ্ছে রাজ্য। বাস্তবায়ন শেষ হলে বন্যা পরিস্থিতির অনেকটাই উন্নতি হবে, এমনটাই আশ্বাস রাজ্য সরকারের(Ghatal)