বন্দে ভারত এক্সপ্রেসের সাফল্যের পরে এবার ভারতের রেল পরিষেবায় (Vande Bharat Express) যোগ হতে চলেছে আরও এক মাইলস্টোন— বন্দে ভারত স্লিপার ট্রেন। ঘণ্টায় ১৬০ কিলোমিটার গতিতে ছুটতে সক্ষম এই ট্রেন ইতিমধ্যেই কারখানা থেকে পরীক্ষামূলকভাবে ছাড়াও দিয়েছে।(Vande Bharat Express) লখনউ-এর রিসার্চ ডিজ়াইন অ্যান্ড স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন (RDSO) গতির প্রাথমিক মহড়ার পরে কিছু প্রযুক্তিগত পরিবর্তনের সুপারিশ করেছিল, যা শেষ হয়েছে বলে রেল সূত্রে জানা গেছে(Vande Bharat Express)
রেল কর্তারা আশা করছেন, জুলাই মাসের শেষের দিকেই প্রথম যাত্রী নিয়ে ছুটবে এই বন্দে ভারত স্লিপার। যদিও, কোন রুট দিয়ে এই ট্রেন প্রথম চলবে, তা এখনো চূড়ান্ত হয়নি(Vande Bharat Express)
রাজধানীর অবসান, আসছে বন্দে ভারত স্লিপা(Vande Bharat Express)
১৯৬৯ সালে হাওড়া থেকে দিল্লি— দেশের প্রথম ‘রাজধানী এক্সপ্রেস’ চালু হয়েছিল। পুরোপুরি শীতাতপ নিয়ন্ত্রিত এবং বিলাসবহুল পরিষেবায় ভরপুর, এই ট্রেন ভারতের রেল ইতিহাসে একটি যুগান্তকারী সংযোজন ছিল। সেই সময় ১৭ ঘণ্টায় প্রায় ১৫০০ কিমি দূরত্ব অতিক্রম করে এই ট্রেন নতুন এক দিশা দেখিয়েছিল।(Vande Bharat Express)
তবে সময় বদলেছে। গতির চাহিদা বেড়েছে, প্রযুক্তির উন্নয়নে যাত্রীদের প্রত্যাশাও পাল্টেছে। তাই রেল বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, ধীরে ধীরে রাজধানী এক্সপ্রেসকে সরিয়ে তার জায়গায় আনা হবে বন্দে ভারত স্লিপার।(Vande Bharat Express)
৩০টি ট্রেন আসছে এ বছরেই!(Vande Bharat Express)
রেল বোর্ডের পরিকল্পনা অনুযায়ী, প্রথম ট্রেন চালু হওয়ার পর পরবর্তী ৯টি বন্দে ভারত স্লিপার ট্র্যাকের জন্য তৈরি থাকবে। বেঙ্গালুরুর BEML ও চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরির যৌথ উদ্যোগে তৈরি হয়েছে এই আধুনিক ট্রেনের কোচ। বছরের শেষে মোট ৩০টি বন্দে ভারত স্লিপার চালু করার লক্ষ্য নিয়েছে রেল(Vande Bharat Express)