Bangladesh: শীতলক্ষ্যার ৫৫ হাত গভীরে ডুবে আছে লঞ্চ, বহু যাত্রী নিখোঁজ

পাড়ে কান্না। জলে চলছে তল্লাশি। একটা করে দেহ উদ্ধার হলেই আতঙ্ক আরও বাড়ছে। প্রায় শতাধিক যাত্রী নিয়ে বাংলাদেশে (Bangladesh) ডুবে গিয়েছে লঞ্চ। ভয়াবহ নৌ দুর্ঘটনা…

Bangladesh: শীতলক্ষ্যার ৫৫ হাত গভীরে ডুবে আছে লঞ্চ, বহু যাত্রী নিখোঁজ

পাড়ে কান্না। জলে চলছে তল্লাশি। একটা করে দেহ উদ্ধার হলেই আতঙ্ক আরও বাড়ছে। প্রায় শতাধিক যাত্রী নিয়ে বাংলাদেশে (Bangladesh) ডুবে গিয়েছে লঞ্চ। ভয়াবহ নৌ দুর্ঘটনা ঘটে নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে।

Advertisements

একটি মালবাহী জাহাজের অনিয়ন্ত্রিত গতি এই দুর্ঘটনার কারণ। ভিডিও ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে, জাহাজটি পিছন দিক থেকে ওই লঞ্চটিকে ধাক্কা মারে। ভয়াবহ এই দুর্ঘটনার পর ডুবে গেল লঞ্চটি। নারায়ণগঞ্জের কয়লাঘাটের কাছে নৌ দুর্ঘটনা ঘটে রবিবার দুপুরে।

   

Bangladesh: শীতলক্ষ্যার ৫৫ হাত গভীরে ডুবে আছে লঞ্চ, বহু যাত্রী নিখোঁজ

জাহাজের ধাক্কায় ডুবে যাওয়া যাত্রীবাহী লঞ্চটি শনাক্ত করেছে ডুবুরিরা। শীতলক্ষ্যা নদীর অন্তত ৫৫ হাত গভীরে লঞ্চটি পড়ে আছে। নিখোঁজ যাত্রীদের সংখ্যা শতাধিক বলা হচ্ছে। মৃতের সংখ্যা বাড়বে এমনই আশঙ্কা।

শীতলক্ষ্যা নদীতে নৌ দুর্ঘটনার পর বাংলাদেশ নৌপরিবহণ মন্ত্রক, নৌপরিবহণ অধিদফতর ও । নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

Advertisements

<

p style=”text-align: justify;”>নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহম্মদ শামীম ব্যাপারি জানান রবিবার দুপুরে নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল থেকে এম এল আশরাফ উদ্দিন নামে একটি যাত্রীবাহী লঞ্চ যাত্রী নিয়ে মুন্সিগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়। এমভি রূপসী ৯ নামের মালবাহী জাহাজ দ্রুত গতিতে অতিক্রম করার সময় যাত্রীবাহী লঞ্চটিকে পেছনের দিক থেকে ধাক্কা দেয়। এতে লঞ্চটি ডুবে যায়।  ১০-১৫ জন যাত্রী সাঁতরে তীরে উঠলেও অনেকেই নিখোঁজ হন।