“পেগাসাসের শিকার বিরোধী নেতা, জঙ্গিরা কেন নয়?” অভিষেকের পঞ্চবাণে কেন্দ্রীয় সরকারকে তুলোধোনা

২২ এপ্রিল ভূস্বর্গ কাশ্মীরে পহেলগাম অঞ্চলে ঘটে যায় এক ভয়াবহ জঙ্গি হামলা (Abhishek Banerjee) । ২৬ জন নিরীহ মানুষকে নৃশংসভাবে হত্যা করে সন্ত্রাসবাদীরা। ৫৫ দিন…

Abhishek Banerjee Questions Central Government Over Pahalgam Terrorist Attack

২২ এপ্রিল ভূস্বর্গ কাশ্মীরে পহেলগাম অঞ্চলে ঘটে যায় এক ভয়াবহ জঙ্গি হামলা (Abhishek Banerjee) । ২৬ জন নিরীহ মানুষকে নৃশংসভাবে হত্যা করে সন্ত্রাসবাদীরা। ৫৫ দিন কেটে গেলেও এখনও পর্যন্ত কোনও আততায়ী ধরা পড়েনি। এই ঘটনায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একাধিক প্রশ্ন তুলেছেন তৃণমূল (Abhishek Banerjee) সাংসদ ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি X হ্যান্ডেলে পাঁচটি জ্বলন্ত প্রশ্ন তুলে সরকারের দায়িত্ববোধ, স্বচ্ছতা ও প্রতিক্রিয়া নিয়ে সরাসরি আক্রমণ করেছেন।(Abhishek Banerjee) 

প্রথম প্রশ্ন: সীমান্তে গলদ কোথায়?(Abhishek Banerjee) 

अभिषेक का पहला सवाल था – “आतंकी भारत में घुसे कैसे? इतनी कड़ी सुरक्षा व्यवस्था के बावजूद, क्या यह खुफिया विफलता नहीं?” তিনি লেখেন, “এই বিশাল নিরাপত্তা ব্যর্থতার জন্য দায়ী কে?” সীমান্ত দিয়ে অনুপ্রবেশ রোধে এত প্রযুক্তি ও সেনাবাহিনী মোতায়েন থাকা সত্ত্বেও হামলা হয়ে যাওয়া এক গভীর উদ্বেগের কারণ।(Abhishek Banerjee) 

   

দ্বিতীয় প্রশ্ন: IB প্রধানের মেয়াদ বৃদ্ধির অর্থ কী?(Abhishek Banerjee) 

সন্ত্রাস হামলার এক মাস পরেই IB প্রধানের মেয়াদ(Abhishek Banerjee) এক বছর বাড়িয়ে দেওয়া হয়। অভিষেকের প্রশ্ন – “ব্যর্থতার পর পুরস্কার দেওয়ার কারণ কী?” তিনি প্রশ্ন তোলেন, “সরকার যদি PEGASUS স্পাইওয়্যার বিরোধী নেতা, সাংবাদিকদের উপর ব্যবহার করতে পারে, তাহলে সন্ত্রাসবাদীদের উপর এই প্রযুক্তি প্রয়োগে বাধা কোথায়?”(Abhishek Banerjee) 

তৃতীয় প্রশ্ন: হামলাকারীরা কোথায় গেল?(Abhishek Banerjee) 

৫৫ দিন কেটে গেলেও এখনও পর্যন্ত কোনও সন্ত্রাসবাদী ধরা পড়েনি, বা নিকেশ হওয়ার খবর নেই। অভিষেক জানতে চেয়েছেন – “এই নারকীয় হামলার জন্য দায়ী চার সন্ত্রাসবাদী কোথায়? তারা কি মারা গেছে, না বেঁচে আছে?” তিনি আরও প্রশ্ন করেন, “যদি মারা গিয়ে থাকে, তাহলে সরকার এখন পর্যন্ত কোনও বিবৃতি দেয়নি কেন?(Abhishek Banerjee) 

Advertisements

চতুর্থ প্রশ্ন: PoK নিয়ে নীরব কেন ভারত(Abhishek Banerjee) 

অপারেশন সিঁদুর শুরুর পর ভারতের পক্ষ থেকে একটি সামরিক উদ্যোগ নেওয়া হলেও, ১০ মে হঠাৎ সংঘর্ষবিরতি ঘোষণা হয়। (Abhishek Banerjee) 

পঞ্চম প্রশ্ন: আন্তর্জাতিক স্তরে ভারতের পরাজয়?(Abhishek Banerjee) 

যে দেশ ভারতীয় মাটিতে রক্ত ঝরাচ্ছে, সেই পাকিস্তান IMF এবং বিশ্বব্যাঙ্ক থেকে ৪০ বিলিয়ন ডলার সহায়তা পাচ্ছে – এটি ভারতের কূটনৈতিক পরাজয় নয় কি? (Abhishek Banerjee)