কেরালা ব্লাস্টার্স জিতবে (ISL Final), আত্মবিশ্বাসী আই এম বিজয়ন। ভারতীয় ফুটবলের এই কিংবদন্তির মতে, সম্প্রতি সময়ের কেরালার (KBFC) এবারের দলটি সেরা। বিদেশি ফুটবলাররাও খুব ভালো মানের।
‘ বিগত মরশুমগুলোতেও কেরালার কাছে ভালো ফুটবলার ছিল। কিন্তু প্রথম দিকের ম্যাচে জিতলেও পরের দিকে ধারাবাহিকতার অভাব ছিল স্পষ্ট। এবার সেটা হয়নি।’ বলেছেন বিজয়ন। ‘ আমি আগেও বলেছিলাম যে কেরালা ব্লাস্টার্স দলে এই মানের বিদেশি ফুটবলার আগে দেখিনি। লুনার মতো ফুটবলার দলে রয়েছেন। যিনি দলের প্রয়োজনে নীচে নেমে ডিফেন্স করতে পিছুপা হন না। কেরালার জন্য পারফেক্ট ফুটবলার।’
‘ আমরা ট্রফি জিতেই ঘরে ফিরবো।’ কিংবদন্তির আত্মবিশ্বাসী মন্তব্য। ‘ সাধারণের মনে একটা ধারণা রয়েছে আমাদের দল শুধু ঘরের মাঠেই ভালো খেলতে পারে। কিন্তু এবার গোয়াতেও সফল হবো।’
কিছু দিন আগেও কেরালা প্রসঙ্গে ইতিবাচক মন্তব্য করেছিলেন তিনি। ‘ সেমিফাইনালে হেরে যাওয়া এটিকে মোহনবাগান চ্যাম্পিয়ন হবে? হায়দরাবাদের বিরুদ্ধে কেরালা মুখোমুখি হবে এবং জিতবো আমরাই।’