পয়সা উসুল ম্যাচ। প্রতি বলে রোমাঞ্চ। মহিলাদের ক্রিকেট বিশ্বকাপের (Cricket World Cup 2022) ইতিহাসে হল ঐতিহাসিক রান চেজ। ভারতের দেওয়া পাহাড় প্রমাণ রান করে ম্যাচ জিতে নিল অস্ট্রেলিয়া (India vs Australia)।
শনিবার কেরিয়ারের দুশোতম ম্যাচে নেমেছিলেন ঝুলন গোস্বামী। কিন্তু স্মরণীয় হল না মাইল ফলক গড়ার এই দিনটি। স্কোরবোর্ডে ২৭৭ রান তুলেও পরাস্ত টিম ইন্ডিয়া। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৪৯.৩ ওভারে ২৮০ রান তুলে ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়ার মহিলা দল। উইমেন্স ওয়ার্ল্ড কাপের পাতায় মোটা হরফে লেখা থাকবে রুদ্ধশ্বাস এই রান তাড়া করার ইনিংস। অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেছেন অধিনায়ক মেগ ল্যানিং। ১০৭ বলে ৯৭ রান করছেন তিনি।

প্রথমে ব্যাট করতে নেমে নড়বড়ে দেখিয়েছিল ভারতের টপ ব্যাটিং অর্ডার। দলীয় ২৮ রানে ফিরে গিয়েছিলেন দুই ওপেনার স্মৃতি মান্ধনা এবং শেফালি বর্মা। দলের হাল ধরেন জস্তিকা ভাটিয়া ( ৫৯ রান), অধিনায়ক মিতালী রাজ ( ৬৮ রান) এবং হরমপ্রীত কৌর ( অপরাজিত ৫৭ রান) । লোয়ার অর্ডারে নেমে ২৮ বলে ৩৪ রানের একটি ঝোড়ো ইনিংস উপহার দেন পূজা। সব মিলিয়ে নির্ধারিত পঞ্চাশ ওভারে ভারতের স্কোর ২৭৭/৭।
ইডেন পার্কের উইকেট যে ব্যাটসম্যানদের খালি হাতে ফেরাবে তা বোঝা গিয়েছিল ভারতের ইনিংসের সময়। উইকেট যতো ড্রাই হয়েছে ততই রসদ কমছিল বোলারদের জন্য । যার সুফল নিয়েছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা।

অস্ট্রেলিয়া তাদের প্রথম উইকেট হারায় ১২১ রানে। ৬৫ বলে ৭২ রান করে ফিরে গিয়েছিল এজে হেলি। ১২৩ রানে অজিদের দ্বিতীয় উইকেটের পতন। প্যাভিলিয়নে ফিরে যান ওপর ওপেনার হাইন্স। সাত রানের জন্য হাফ সেঞ্চুরি হাতছাড়া করেছেন তিনি।
এরপর শুধুই মেগ ম্যাজিক। ১০৭ বলে করলেন ৯৭ রান। যখন আউট হলেন তখন ৪৮.৪ ওভারে দলের স্কোর ২৭০। বাকি কাজটা করে দিয়েছেন বেথ মুনি। ২০ বলে ৩০ রানের বিধ্বংসী ইনিংস খেলে সেমিফাইনালে নিশ্চিত করলেন অস্ট্রেলিয়াকে।