বিশ্বকাপের মঞ্চে একের পর এক রেকর্ড গড়ার প্রতিযোগিতায় নেমেছেন বাংলার তারকা বোলার ঝুলন (Jhulan Goswami)। আবারও গড়লেন এক নয়া রেকর্ড। ভারতের সিনিয়র তারকা পেসার ঝুলন গোস্বামী শনিবার অকল্যান্ডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নেমেই মাইলস্টোন গড়লেন।
শনিবার মেয়েদের একদিনের ক্রিকেটে ঝুলন ২০০তম ম্যাচ খেলতে নামলেন ঝুলন। এর আগে এই কীর্তি রয়েছে ভারত অধিনায়ক মিতালি রাজের । এলিট ক্লাবে পা দেওয়ার জন্য ম্যাচের আগে সতীর্থ ঝুলনকে আবেগে জড়িয়ে ধরেন মিতালি। ঝুলনকে ভারক অধিনায়ক দেন শুভেচ্ছাবার্তাও। শনিবারের ম্যাচে ভারতের ইনিংস চলাকালীন ব্যাটিং করতে নামতে হয়নি ঝুলনকে।
২০০৫ সালে মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপে প্রথমবার খেলেছিলেন ঝুলন। এই নিয়ে ভারতের হয়ে পঞ্চমবার ওয়ান ডে বিশ্বকাপে খেলছেন চাকদা এক্সপ্রেস। এ বারের বিশ্বকাপে ঝুলন ভারতের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে জোড়া উইকেট নিয়ে বিশ্বকাপের ইতিহাসে সব থেকে বেশি উইকেটশিকারিদের (৩৮) তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছিলেন। সেই ম্যাচের পর তিনি টপকে যান ইংল্যান্ডের ক্যারল হজেসকে (৩৭)। এখানেই থেমে থাকেননি ঝুলন। এরপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের দ্বিতীয় ম্যাচে শেষ ওভারে ঝুলন ফিরিয়ে দেন কেটি মার্টিনকে। সেদিন তিনি মেয়েদের বিশ্বকাপে সব থেকে বেশি উইকেট নেওয়া বোলার হিসেবে রেকর্ড গড়েন। ৩৯ তম উইকেট নেওয়ার পর অস্ট্রেলিয়ার লিন ফুলস্টোনের পাশে তাঁর নাম ওঠে।
এরপর তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের আনিসা মহম্মদের উইকেট তুলে নেন বাংলার ঝুলন। আর তার ফলেই মেয়েদের একদিনের বিশ্বকাপে সব থেকে বেশি উইকেটশিকারি (৪০টি উইকেট) হিসেবে লিন ফুলস্টোনকেও টপকে গিয়ে বিশ্বরেকর্ড গড়েন চাকদা এক্সপ্রেস। এরপর চতুর্থ ম্যাচে ইংল্যান্ডের ট্যামি বিউমন্টকে আউট করে মেয়েদের একদিনের ক্রিকেটে প্রথম ও একমাত্র বোলার হিসেবে ২৫০ টি উইকেট নেওয়ার নজির গড়ে ফেলেন ঝুলন।