কাল ফের হাজিরার নির্দেশ অনুব্রতকে (anubrata)
বোলপুরের আই সি কে অশ্রাব্য গালিগালাজ করার অভিযোগে বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতা এবং দলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে (anubrata) আগামীকাল, রবিবার সকাল ১১টায় বোলপুর এসডিপিও অফিসে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার (৩১ মে, ২০২৫) পুলিশের তরফে এই নোটিস জারি করা হয়েছে। প্রসঙ্গত আজ ই তার হাজিরা দেওয়ার কথা ছিল।
অনুব্রত মণ্ডল(anubrata) যিনি সবসময় বিতর্কের কেন্দ্র বিন্দুতে। কখনো ফিল্মি কায়দায় আবার কখনো আঞ্চলিক ভাষায় বিরোধীদের কটূক্তি করতে শোনা গেছে অনুব্রতকে। এবার খোদ বোলপুরের আই সি কে কদর্য ভাসায় গালিগালাজ করা কে কেন্দ্র করে উত্তাল রাজ্য রাজনীতি। দল তার উপরে চাপ সৃষ্টি করলে তিনি লিখিত ভাবে এবং সংবাদমাধ্যমের সামনে তার দোষ স্বীকার করেছেন। কিন্তু এই চার লাইনের দুঃখ প্রকাশ কি তার এই অশ্রাব্য গালিগালাজের অপরাধকে ঢাকা দিতে পারবে।
ইতিমধ্যেই ভাইরাল অডিও ক্লিপে থানার আইসি-কে কুৎসিত ভাষায় আক্রমণের অভিযোগে তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডলকে (anubrata)হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল পুলিশ। বলা হয়েছিল, শনিবার সকাল ১১টার মধ্যে বোলপুর মহকুমা পুলিশ আধিকারিক (SDPO)-এর দফতরে তাঁকে উপস্থিত হতে হবে।
ডাক পেলেন না শাহী সভায়! রাজ্য বিজেপিতে ‘অচ্ছুৎ’ দিলীপ?
কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও অনুব্রত (anubrata) থানায় হাজিরা দেননি। অনুব্রত মন্ডল হাজিরা দিলেন না কিসের জোরে ? শুধু মাত্র শাসক দলের এক বিশেষ নেতা বলে নাকি পুলিশ মন্ত্রীর ঘনিষ্ট বলে। প্রসঙ্গত রাজ্যের পুলিশ মন্ত্রী একসময় অনুব্রত কে আড়াল করতে গিয়ে বলেছিলেন তার মাথায় অক্সিজেন কম যায়। আজ ও ঠিক এই ভাবেই অসুস্থতার ভিক্টিম কার্ড দিয়ে তিনি হাজিরা এড়িয়েছেন।
অনুব্রত মণ্ডল, (anubrata) যিনি ‘কেষ্ট’ নামে পরিচিত, দীর্ঘদিন ধরে বীরভূমে তৃণমূল কংগ্রেসের একক প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত। তবে, গত কয়েক বছরে তাঁর বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে। বিশেষ করে, গরু পাচার মামলায় তাঁর নাম জড়িয়েছে, যা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডি-র তদন্তের কেন্দ্রবিন্দুতে রয়েছে। এই অভিযোগের ভিত্তিতে অনুব্রত এবং তার মেয়েকে জেল ও খাটতে হয়েছে। গত ২৫ এ সেপ্টেম্বর ২০২৪ তিনি তিহার থেকে নিজের জেলায় ফেরত আসেন।
গতকালই অনুব্রতকে (anubrata) হাজিরার নোটিস দেওয়া হয়েছিল। তবে, তিনি নির্দিষ্ট সময়ে হাজির না হওয়ায় পুলিশ আবারও তাঁকে তলব করেছে। এই নোটিসে তাঁকে রবিবার সকাল ১১টায় বোলপুরের এসডিপিও অফিসে উপস্থিত হওয়ার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।
তবে এবার যদি তিনি হাজিরা না দেন তবে প্রশাসন কি ব্যবস্থা নেয় সেটাই দেখার। এই ধরনের কদর্য ঘটনার পরে দলের ভূমিকাই বা কি হয় সেটাও দেখার বিষয়। যদিও এখনো পর্যন্ত সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়ের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মেয়র ফিরহাদ হাকিম নিজের গা বাঁচিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন তবে তা বিরোধীদের উদ্দেশে।