টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর-পূর্ব ভারত! ধস ও বন্যায় মৃত ১৯, ক্ষতিগ্রস্ত ১২,০০০

কলকাতা: টানা তিন দিনের অঝোর বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত ভারতের পূর্বোত্তর রাজ্যগুলি। কোথাও ধসে বাড়ি গুঁড়িয়ে গিয়েছে, কোথাও নদীর জল হু হু করে ঢুকে পড়েছে শহরে।…

Northeast India Floods

কলকাতা: টানা তিন দিনের অঝোর বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত ভারতের পূর্বোত্তর রাজ্যগুলি। কোথাও ধসে বাড়ি গুঁড়িয়ে গিয়েছে, কোথাও নদীর জল হু হু করে ঢুকে পড়েছে শহরে। মিজোরাম, আসাম, অরুণাচল প্রদেশ, মণিপুর এবং ত্রিপুরা—এই পাঁচ রাজ্যে কমপক্ষে ১৯ জনের মৃত্যু, বহু মানুষ নিখোঁজ এবং ১২,০০০-এর বেশি মানুষ ঘরছাড়া।

মিজোরামে ধস, ধ্বংসস্তূপে আটকে বহু মানুষ

শুক্রবার রাতের দিকে দক্ষিণ মিজোরামের লংতলাই শহরের বাণিজ্যিক এলাকায় ধস নামে। তিনটি বাড়ি ধসে পড়ে, যার একটি ছিল হোটেল—সেখানে আশ্রয় নিয়েছিলেন কিছু মায়ানমার থেকে আসা শরণার্থী। এখনও অন্তত আটজন ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন বলে আশঙ্কা। প্রবল বৃষ্টিতে উদ্ধারকাজ ব্যাহত। স্থানীয় যুব সংগঠন YLA ও পুলিশ একসঙ্গে কাজ চালাচ্ছে। জাতীয় সড়ক-৫৪ ধসে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন।

   

আসামে শহরের বুকে জল, ভূমিধসে প্রাণ গেল পাঁচজনের Northeast India Floods

গৌহাটি, শিলচর সহ একাধিক শহরে জল ঢুকে পড়েছে রাস্তা, ঘরবাড়ি—নাগরিক জীবন থমকে গেছে। কামরূপ মেট্রো জেলায় ভূমিধসে মারা গেছেন ৫ জন। রাজ্যের পাঁচটি জেলায় ১২,০০০-এর বেশি মানুষ ক্ষতিগ্রস্ত। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, মেঘালয়ের পাহাড়ে অতিবৃষ্টির প্রভাবেই এই দুরবস্থা। বেসরকারি স্কুলগুলিকে সতর্ক থাকতে বলা হয়েছে, সরকারি কর্মীদের শনিবার ছুটি দেওয়া হয়েছে।

অরুণাচল প্রদেশে পাহাড় গড়িয়ে এল, মৃত ৯

ভয়াবহ ধসে ৭ জন যাত্রীকে নিয়ে একটি গাড়ি উড়ে গিয়েছে গভীর খাদে। ঘটনা পূর্ব কামেং জেলার বানা-সেপ্পা জাতীয় সড়কে। আরও দু’জন মারা গেছেন অন্য এক ধসে। আপার সুবনসিরি জেলায় ফুঁসছে সিগিন নদী, প্লাবিত বহু এলাকা। প্রশাসনের তরফে রেড অ্যালার্ট জারি হয়েছে, বন্ধ রাখা হয়েছে পাহাড়ি অঞ্চলে রাতের যাত্রা।

ত্রিপুরায় বৃষ্টির জেরে ভেঙেছে ঘরবাড়ি, গৃহহীন বহু

জিরানিয়ায় এক ব্যক্তি জলে ডুবে মারা গেছেন। গত দু’দিনে ২০০-র বেশি মানুষ আশ্রয় নিয়েছেন রাজ্যের ত্রাণ শিবিরে। হাওড়া নদীর জলস্তর ছুঁয়েছে বিপদসীমা। বিভিন্ন জেলায় রাস্তা আটকে পড়েছে পড়ে থাকা গাছ ও ধ্বংসাবশেষে।

Advertisements
মণিপুরে নতুন রেকর্ড, একদিনে ১৯৭.৮ মিমি বৃষ্টি!

ইমফালে রেকর্ড বৃষ্টিতে শহরের একাধিক অংশ জলের তলায়। ভেঙে পড়েছে নদীর বাঁধ, জলের চাপে ভেসে গিয়েছে ঘরবাড়ি, দফতর, দোকান। সেনাপতির মতো এলাকাগুলিতে নদীর পাড়ের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা

আবহাওয়া দপ্তর জানিয়েছে, পূর্বোত্তর রাজ্যগুলিতে ৩১ মে থেকে ৫ জুন পর্যন্ত টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে ৪০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। পূর্বাভাস অনুযায়ী, অরুণাচল, আসাম, মেঘালয়, মিজোরাম, ও মণিপুরে ফ্ল্যাশ ফ্লাড ও ধসের ঝুঁকি চরম পর্যায়ে।

উদ্ধারকাজ চলছে, কিন্তু বৃষ্টির দাপটে কোথাও থমকে, কোথাও ধীর গতিতে। প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা বাহিনী সতর্ক, কিন্তু প্রকৃতির সামনে অনেক ক্ষেত্রেই হাত-পা গুটিয়ে বসে থাকতে হচ্ছে।

Bharat: Northeast India is devastated by 3 days of torrential rain causing floods and landslides. At least 19 dead, 12,000+ displaced across Mizoram, Assam, Arunachal, Manipur, & Tripura. Emergency rescues are ongoing, with roads blocked and rivers overflowing.