‘সিঁদুর মুছতে এলে তাদেরও মুছে যেতে হবে’, ফের পাকিস্তানকে কড়া বার্তা মোদীর

আমেদাবাদ: গুজরাতের দাহোদে এক জনসভা থেকে ফের পাকিস্তানকে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার প্রসঙ্গ টেনে মোদী বলেন, “যাঁরা আমাদের…

PM Modi West Bengal Visit

আমেদাবাদ: গুজরাতের দাহোদে এক জনসভা থেকে ফের পাকিস্তানকে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার প্রসঙ্গ টেনে মোদী বলেন, “যাঁরা আমাদের বোনেদের সিঁদুর মুছে দিতে আসবে, তাঁদেরও মুছে যেতে হবে—এটা নিশ্চিত।” তাঁর কথায়, ‘অপারেশন সিঁদুর’ শুধুই সামরিক অভিযান নয়, বরং তা ভারতের সংস্কার ও ভাবনার প্রতিফলন।

পহেলগাঁও-কাণ্ড

গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় জঙ্গি হামলায় ২৬ জন নিহত হন, যাঁদের মধ্যে ২৫ জন ভারতীয়। অভিযোগ, হামলাকারীরা নির্দিষ্ট ধর্মের পুরুষদের লক্ষ্য করে গুলি চালায়। হামলার পরপরই পাকিস্তান-ঘাঁটিতে ‘অপারেশন সিঁদুর’ চালিয়ে জবাব দেয় ভারত। ৬ মে রাতে চালানো সেই অভিযানে সীমান্তের ওপারে একাধিক জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। তার পর টানা চার দিন সংঘর্ষে জড়ায় দুই দেশের সেনাবাহিনী, যা শেষ হয় ১০ মে একটি যুদ্ধবিরতির মাধ্যমে।

   

তিন বাহিনীকে ফ্রিহ্যান্ড PM Modi Pakistan warning

জনসভায় প্রধানমন্ত্রী জানান, ওই ঘটনার পর তিনি তিন বাহিনীকেই পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন। “ওরা যা করেছে, তেমন দৃশ্য গত কয়েক দশকে বিশ্ব দেখেনি,” বলেন মোদী। তাঁর দাবি, মাত্র ২২ মিনিটের মধ্যে সন্ত্রাসীদের ৯টি বড় ঘাঁটি ধ্বংস করা হয়।

পাকিস্তানকে একহাত নিয়ে মোদী বলেন, “যে দেশের জন্মই হয়েছিল ভারত-বিরোধিতার ভিত্তিতে, তারা ভারতের শান্তি ও উন্নয়ন সহ্য করতে পারে না। কিন্তু আমরা দারিদ্র দূর করে, সেনাকে মজবুত করে বিকশিত ভারত গড়ার দিকে এগিয়ে যাচ্ছি।”

Advertisements

“ন্যায়ের নতুন রূপ”

এর আগেও রাজস্থানে ‘অপারেশন সিঁদুর’-কে “ন্যায়ের নতুন রূপ” বলে উল্লেখ করেছিলেন মোদী। তাঁর বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তান সেই সময় বিবৃতি দিয়ে মন্তব্যকে ‘উস্কানিমূলক’ বলেও আখ্যা দিয়েছিল। এবার গুজরাত থেকেও একই বার্তা দিলেন প্রধানমন্ত্রী—সন্ত্রাস এবং তাকে মদত দেওয়া দেশের প্রতি ভারতের অবস্থান কঠোর, এবং তা বদলাবে না।

Bharat: PM Modi delivers a strong warning to Pakistan from Gujarat, linking the Pahalgam terror attack to ‘Operation Sindoor.’ He declared India’s resolve against those harming its citizens, emphasizing the army’s full freedom to act. Discover the details of the cross-border operation and India’s firm stance on terrorism.