হোয়াটসঅ্যাপ (WhatsApp) একের পর এক নতুন ও কার্যকর ফিচার আনছে, যাতে ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও উন্নত করা যায়। চলতি বছরেই মেটা (Meta)-র অধীনস্থ সংস্থা বেশ কয়েকটি নতুন ফিচার যুক্ত করেছে, এবং সেই ধারাবাহিকতায় এবার কোম্পানি ওয়েব ইউজারদের জন্য নিয়ে আসছে একটি দারুণ ফিচার – চ্যাট মিডিয়া হাব (Chat Media Hub)।
WhatsApp-এর সাইডবারে মিলবে মিডিয়া হাবের সহজ অ্যাক্সেস
WABetaInfo-এর একটি রিপোর্ট অনুযায়ী, WhatsApp Web-এর নতুন মিডিয়া হাব ফিচার ব্যবহারকারীদের জন্য সমস্ত চ্যাটে শেয়ার করা ছবি, ভিডিও, GIF, ডকুমেন্ট ও লিঙ্ক এক জায়গায় অ্যাক্সেস করার সুযোগ দেবে। এর ফলে আর আলাদা আলাদা করে চ্যাট খুলে খুঁজতে হবে না। মিডিয়া হাব সরাসরি WhatsApp Web-এর সাইডবারে থাকবে, যেখানে ইউজার সহজেই সমস্ত শেয়ার করা কনটেন্ট দেখতে পাবেন।
লঞ্চ প্রাইসের অর্ধেকেরও কম দামে মিলছে Google Pixel 7, 50MP ক্যামেরা সহ OLED ডিসপ্লে
এই নতুন হাবে শুধু ছবি বা ভিডিওই নয়, ইউজাররা সমস্ত লিংক ও ডকুমেন্টও একসঙ্গে দেখতে পাবেন। এগুলোর সঙ্গে শেয়ারকারী কনট্যাক্টের নাম ও শেয়ারের তারিখও দেখা যাবে, যার ফলে নির্দিষ্ট ফাইল বা মিডিয়া খুঁজে পাওয়া সহজ হয়ে যাবে। এই হাবে ক্যাপশন-বেসড সার্চ ফিচারও থাকবে, যা ব্যবহারকারীদের প্রয়োজনীয় কনটেন্ট খুঁজে পেতে সাহায্য করবে।
থাকছে মাল্টি-সিলেক্ট অপশনও
হোয়াটসঅ্যাপ মিডিয়া হাবে মাল্টি-সিলেক্ট বাটনের সুবিধাও দিচ্ছে। এর মাধ্যমে ইউজাররা একাধিক ছবি, ভিডিও বা ডকুমেন্ট একসঙ্গে সিলেক্ট করে সেগুলি একবারে ডাউনলোড, ফরোয়ার্ড বা ডিলিট করতে পারবেন। ফলে কনটেন্ট ম্যানেজমেন্ট আরও দ্রুত ও ঝঞ্ঝাটহীন হবে।
এই নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা শেয়ার করা সমস্ত মিডিয়া বা ডকুমেন্ট নির্দিষ্ট গ্রুপ অনুযায়ী আলাদা করতে পারবেন, যার ফলে স্টোরেজও আরও গোছানো থাকবে। হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ফিচার এখনো ডেভেলপমেন্ট স্টেজে রয়েছে এবং তা বিটা টেস্টিংয়ের পর স্টেবল ভার্সনে সবার জন্য রোলআউট করা হবে।
WhatsApp is working on a chat media hub feature to manage images, videos, links, and documents on Web!
WhatsApp is developing a feature that will centralize all shared images, videos, GIFs, documents, and links across every chat.https://t.co/ps26vtdgeh pic.twitter.com/ouZ9kREwgv
— WABetaInfo (@WABetaInfo) May 25, 2025
প্রসঙ্গত, হোয়াটসঅ্যাপ ওয়েব (WhatsApp Web)-এর এই মিডিয়া হাব ফিচার বিশেষত তাদের জন্য কার্যকরী হবে, যারা অফিসিয়াল বা ব্যক্তিগত কাজে বারবার মিডিয়া ফাইল বা ডকুমেন্ট খুঁজে থাকেন। এক জায়গা থেকে সব ফাইল দেখা, খোঁজা এবং ম্যানেজ করার সুবিধা হোয়াটসঅ্যাপ ওয়েব-এর ব্যবহার আরও স্বাচ্ছন্দ্যময় করে তুলবে। খুব শীঘ্রই এই ফিচার সকল ইউজারের জন্য উন্মুক্ত হতে পারে।