আসল OMR চাই, অযোগ্যদের বরখাস্ত চাই— বিচারের আশায় দিল্লি রওনা চাকরিহারাদের

চাকরি হারানোর দীর্ঘ লড়াইয়ে এবার আইনি পথে নতুন মোড় নিতে চলেছে পশ্চিমবঙ্গের চাকরিহারা (SSC controversy)  শিক্ষকরা। বিকাশ ভবনের সামনে মাসের পর মাস ধরে চলা আন্দোলনের(SSC…

Nabanna March Unstoppable Despite Rain, Protesters Wear Prison Uniforms in Unique Demonstration

চাকরি হারানোর দীর্ঘ লড়াইয়ে এবার আইনি পথে নতুন মোড় নিতে চলেছে পশ্চিমবঙ্গের চাকরিহারা (SSC controversy)  শিক্ষকরা। বিকাশ ভবনের সামনে মাসের পর মাস ধরে চলা আন্দোলনের(SSC controversy)  পর এবার তাঁরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন। তাঁদের মূল দাবি— প্রাথমিক টেট (TET), এসএলএসটি (SLST) সহ একাধিক(SSC controversy)  শিক্ষক নিয়োগে যাঁদের চাকরি বাতিল হয়েছে, তাঁদের OMR শিটের মিরর ইমেজ(SSC controversy)   প্রকাশ করা হোক। সেইসঙ্গে, যাঁরা অবৈধভাবে চাকরিতে রয়েছেন বা অযোগ্য প্রমাণিত হয়েছেন, তাঁদের অবিলম্বে বরখাস্ত (Termination) করা হোক।

সোমবার সকালে চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাসের নেতৃত্বে একটি প্রতিনিধিদল(SSC controversy)  দিল্লির উদ্দেশ্যে রওনা দেন। তাঁদের লক্ষ্য, সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা (PIL) দায়ের করা এবং আইনের মাধ্যমে (SSC controversy)  তাঁদের দাবিকে প্রতিষ্ঠিত করা। প্রতিবাদকারীদের মতে, শুধুমাত্র উচ্চ আদালতের হস্তক্ষেপেই এই দুর্নীতির শেষ হতে পারে।

   

চাকরিহারাদের অন্যতম মুখপাত্র সুমন বিশ্বাস বলেন, “আমরা চাই স্বচ্ছতা। OMR শিটের (SSC controversy)  মিরর ইমেজ প্রকাশ করা হলে বোঝা যাবে কে কীভাবে পাশ করেছে। (SSC controversy)  অনেক অযোগ্য প্রার্থীরা অবৈধভাবে চাকরি করছে, আর প্রকৃত যোগ্যরা রাস্তায়। এটা মেনে নেওয়া যায় না।”

চাকরিহারাদের দাবি অনুযায়ী, নিয়োগে স্বচ্ছতা না থাকায় বহু যোগ্য প্রার্থী ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। ইতিমধ্যে কলকাতা হাই কোর্টে একাধিক মামলায় চাকরি বাতিল হয়েছে। তবুও বহু অযোগ্য প্রার্থী এখনও শিক্ষা দপ্তরের ছত্রছায়ায় বহাল তবিয়তে চাকরি করছেন, অভিযোগ আন্দোলনকারীদের।

Advertisements

এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টে যাওয়া যেন তাঁদের শেষ ভরসা। প্রতিবাদকারীরা (SSC controversy)  বলছেন, শিক্ষা ও চাকরি জীবনমরণ প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তাঁদের দাবি, কেন্দ্রীয় তদন্ত সংস্থা দিয়ে নিয়োগ দুর্নীতির পূর্ণাঙ্গ তদন্ত হোক এবং নির্দোষ ও যোগ্য প্রার্থীদের দ্রুত পুনর্বহাল করা হোক।

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগ দুর্নীতিকে ঘিরে গত কয়েক (SSC controversy)  বছর ধরে রাজ্য রাজনীতি উত্তাল। সিবিআই ও ইডির তদন্তে প্রাক্তন শিক্ষামন্ত্রী, শিক্ষা পর্ষদের একাধিক উচ্চপদস্থ আধিকারিক এবং তৃণমূল ঘনিষ্ঠদের গ্রেপ্তারিও ঘটেছে। এর মধ্যেই আদালতের নির্দেশে একাধিক চাকরি বাতিল হয়, যার ফলে হাজার হাজার চাকরিহারা পথে নামেন।

চাকরিহারাদের এই সুপ্রিম কোর্ট যাত্রা তাই শুধু একটি আইনি পদক্ষেপ নয়(SSC controversy)  বরং তা এক দীর্ঘ বঞ্চনার বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছে। তাঁরা আশাবাদী, দেশের সর্বোচ্চ আদালত থেকে ন্যায়বিচার মিলবে এবং তাঁদের হারানো অধিকার ফিরে পাওয়া যাবে।