নতুন মরসুমের জন্য নিজেকে প্রস্তুত করতে শুরু করেছেন আলবার্তো

আগের তুলনায় এবারের সিজনে দলকে শক্তিশালী করতে মরিয়া ছিল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। সেইমতো বেশকিছু বদল এনেছিল দলের অন্দরে। এক্ষেত্রে আক্রমণভাগে শক্তি…

alberto rodríguez Mohun Bagan

আগের তুলনায় এবারের সিজনে দলকে শক্তিশালী করতে মরিয়া ছিল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। সেইমতো বেশকিছু বদল এনেছিল দলের অন্দরে। এক্ষেত্রে আক্রমণভাগে শক্তি বাড়ানোর পাশাপাশি রক্ষণভাগের কথা মাথায় রেখে টম অলড্রেডের পাশাপাশি আলবার্তো রদ্রিগেজকে (Alberto Rodriguez) সই করিয়েছিল বাগান ব্রিগেড। একেবারেই হতাশ করেননি আলবার্তো। বলতে গেলে রক্ষণভাগ সামাল দেওয়ার পাশাপাশি প্রয়োজনে দলের আক্রমণে ও উঠে গিয়েছেন একাধিকবার। ইন্ডিয়ান সুপার লিগের প্রথম ম্যাচে দলের হয়ে গোল ও করেছিলেন এই স্প্যানিশ। যা নিঃসন্দেহে চমকে দিয়েছিল সকলকে ।

পরবর্তীতে সময় যত এগিয়েছে ততই ভয়ঙ্কর হয়ে উঠেছেন এই বিদেশি ফুটবলার। একের পর এক হেভিওয়েট দলের আক্রমণভাগ ভোঁতা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা থেকেছে এই তারকার। যা নিঃসন্দেহে পয়েন্ট পাওয়ার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে দিয়েছিল ময়দানের এই প্রধান দলকে। শুধুমাত্র ডিফেন্স সামাল দেওয়া নয়। একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচে দলের গোল তুলে নেওয়ার ক্ষেত্রে যথেষ্ট সক্রিয় থেকেছেন আলবার্তো রদ্রিগেজ। সেই নিয়ে যথেষ্ট খুশি আপামর বাগান জনতা। বলতে গেলে দলের হয়ে আইএসএল লিগ শিল্ড জয়ের পাশাপাশি লিগ কাপ অর্জন করার ক্ষেত্রে ও যথেষ্ট সক্রিয়তা ছিল এই তারকার।

   

Alberto Rodriguez's Brace Secures Victory for Mohun Bagan

Advertisements

সপ্তাহ কয়েক আগেই শেষ হয়েছে এবারের ফুটবল মরসুম। যেখানে ব্যাপক সক্রিয়তা থেকেছে মেরিনার্সদের। কলিঙ্গ সুপার কাপে দল চূড়ান্ত সাফল্য না পেলেও সিনিয়রদের পাশাপাশি জুনিয়র ফুটবলারদের পারফরম্যান্স নিঃসন্দেহে মন জয় করেছে সকলের। তবে এখন থেকেই নতুন মরসুমের জন্য পরিকল্পনা সাজাতে শুরু করে দিয়েছে দেশের অন্যতম সফল এই ফুটবল ক্লাব। অন্যদিকে, ছুটির মধ্যে ও নিজেকে ফিট রাখছেন এই স্প্যানিশ ডিফেন্ডার। ঘন্টাখানেক আগেই নিজের সোশ্যাল সাইটে সেই সম্পর্কিত একটি স্টোরি আপলোড করেন আলবার্তো।
যেখানে সবুজ গেঞ্জি এবং শর্টসে পায়ের ব্যাম করতে দেখা যায় বাগানের এই ভরসাযোগ্য ডিফেন্ডারকে। আসলে শেষ মরসুমের মতো নতুন সিজনে ও নিজের ছন্দ বজায় রাখতে মরিয়া এই স্প্যানিশ ফুটবলার।