জোরকদমে চলছে পরীক্ষা, জুনের শুরুতেই বাজারে আসছে টাটার ইলেকট্রিক SUV

টাটা মোটরস (Tata Motors) ভারতের বাজারে তাদের চতুর্থ ইলেকট্রিক গাড়ি আনতে প্রস্তুত। Tata Harrier EV আর দিন কয়েকের মধ্যেই লঞ্চ হচ্ছে। এটি হবে সংস্থার ফ্ল্যাগশিপ…

Tata Harrier EV launching soon

টাটা মোটরস (Tata Motors) ভারতের বাজারে তাদের চতুর্থ ইলেকট্রিক গাড়ি আনতে প্রস্তুত। Tata Harrier EV আর দিন কয়েকের মধ্যেই লঞ্চ হচ্ছে। এটি হবে সংস্থার ফ্ল্যাগশিপ ইলেকট্রিক SUV, যা Curvv EV-র থেকেও উপরের স্থানে থাকবে। গাড়িটি আগামী ৩ জুন ২০২৫-এ লঞ্চ হতে চলেছে। সম্প্রতি এই ইলেকট্রিক SUV-টি মুম্বই-পুনে এক্সপ্রেসওয়েতে বিনা ক্যামোফ্লেজে ধরা দিয়েছে। যেখান থেকে গাড়িটির ডিজাইন এবং ফিচার সম্পর্কিত বহু তথ্য জানা যায়।

টাটার ইলেকট্রিক গাড়ির লাইনআপে বর্তমানে রয়েছে Tiago EV, Tigor EV, Punch EV এবং জনপ্রিয় Nexon EV। এরপর এসেছে Curvv EV, এবং এখন সেই লিস্টে যোগ হচ্ছে Tata Harrier EV, যা এই রেঞ্জের সবচেয়ে প্রিমিয়াম এবং শক্তিশালী গাড়ি হতে চলেছে।

   

Oben Electric-এর নতুন উদ্যোগ, লাখ টাকার কমেই মিলবে ইলেকট্রিক বাইক

Tata Harrier EV: ডিজাইনের দিক থেকে কতটা নতুন

Harrier EV-র বাইরের ডিজাইন মূলত এর ICE (ইন্টারনাল কমবাসশন ইঞ্জিন)-চালিত মডেলের মতোই। তবে এতে রয়েছে কিছু EV-স্পেসিফিক ডিজাইন এলিমেন্ট। যেমন, সামনের গ্রিলটি ব্ল্যাঙ্কড করা হয়েছে, নতুন ডিজাইনের এয়ার ড্যাম এবং স্কিড প্লেট দেওয়া হয়েছে। এছাড়াও গাড়িটিতে রয়েছে অ্যারোডাইনামিক অ্যালয় হুইল এবং রুফে মাউন্টেড লাইট ফিক্সচার, যা আরও আধুনিক লুক দিয়েছে গাড়িটিকে। তবে এই অতিরিক্ত ডিজাইন উপাদানগুলো আদৌ স্ট্যান্ডার্ড ফিচার হিসেবে থাকবে, না কি অপশনাল এক্সেসরিজ হিসেবে আসবে, তা এখনও স্পষ্ট নয়। হাইওয়েতে দেখা টেস্ট মডেলে এই উপাদান দুটি অনুপস্থিত ছিল। গাড়িটির চার্জিং পোর্ট রাখা হয়েছে ডান পাশের ফেন্ডারে, যেমনটা Harrier-এর আইসিই মডেলে দেখা যায়।

পাওয়ারট্রেন ও রেঞ্জ

Harrier EV-তে দেওয়া হতে পারে একটি শক্তিশালী ইলেকট্রিক পাওয়ারট্রেন, যার ফুল চার্জে রেঞ্জ হতে পারে প্রায় ৫০০ কিলোমিটার। এছাড়াও এতে থাকবে AWD (All Wheel Drive) সিস্টেম, যাকে টাটা সংজ্ঞায়িত করছে QWD (Quad Wheel Drive) নামে। এটি অফ-রোডিং এবং দীর্ঘ রাস্তায় ড্রাইভিংয়ের জন্য একটি বড় অ্যাডভান্টেজ হতে চলেছে।

Advertisements

ফিচারে থাকবে আধুনিকতার ছোঁয়া

Harrier EV-এর কেবিনে মিলবে প্রচুর প্রিমিয়াম ফিচার, যার বেশিরভাগই বর্তমান Harrier ICE মডেল থেকে ধার করা হয়েছে। এতে থাকবে ADAS স্যুট (Advanced Driver Assistance System), প্যানোরামিক সানরুফ, ৩৬০ ডিগ্রি ক্যামেরা, ভেন্টিলেটেড ফ্রন্ট সিট, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, এসি-র জন্য টাচ কন্ট্রোলস, এবং ডুয়েল ডিজিটাল স্ক্রিন সেটআপ, যা ইনফোটেইনমেন্ট ও ইন্সট্রুমেন্ট ক্লাস্টার হিসেবে কাজ করবে।

সেইসঙ্গে, গাড়িটিতে থাকবে V2L (Vehicle to Load) ও V2V (Vehicle to Vehicle) প্রযুক্তি, যার সাহায্যে অন্য ইলেকট্রনিক ডিভাইস বা গাড়িকে চার্জ দেওয়া যাবে – যা একে একধাপ এগিয়ে রাখবে ইভি টেকনোলজির দুনিয়ায়।

এই নতুন ইলেকট্রিক SUV সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবে Mahindra XEV 9e-র সঙ্গে। টাটা Harrier EV শুধু স্টাইল বা রেঞ্জেই নয়, প্রযুক্তি ও নিরাপত্তার দিক থেকেও প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে থাকতে পারে। প্রসঙ্গত, Tata Harrier EV ভারতের বাজারে এক প্রিমিয়াম, লং রেঞ্জ ও ফিচার-প্যাকড ইলেকট্রিক SUV হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে। টাটা যেভাবে তাদের EV সেগমেন্টে আধিপত্য বিস্তার করছে, তাতে এই গাড়িটিও দেশের ইভি বাজারে একটি নতুন মাইলফলক স্থাপন করতে পারে।