‘বিপদের দিনে পাশে ছিলেন দিদি’, দেখা করেই কৃতজ্ঞতা জানাতে চান পূর্ণমের স্ত্রী রজনী

পাকিস্তানে দীর্ঘ একমাসের বন্দিদশা কাটিয়ে অবশেষে দেশের মাটিতে ফিরেছেন বিএসএফ জওয়ান পূর্ণমকুমার সাউ (Purnam Kumar Shaw) । হুগলির রিষড়ার বাড়িতে ফেরার পর থেকেই যেন উৎসবের…

Rajani Wishes to Meet CM Mamata Banerjee Along With Husband Purnam Kumar Shaw

পাকিস্তানে দীর্ঘ একমাসের বন্দিদশা কাটিয়ে অবশেষে দেশের মাটিতে ফিরেছেন বিএসএফ জওয়ান পূর্ণমকুমার সাউ (Purnam Kumar Shaw) । হুগলির রিষড়ার বাড়িতে ফেরার পর থেকেই যেন উৎসবের আবহ, শুধুমাত্র পরিবারে নয়, গোটা এলাকায়। আনন্দ, কৃতজ্ঞতা, আবেগ— সবকিছু মিলিয়ে এক অভূতপূর্ব অনুভবের সাক্ষী থাকল(Purnam Kumar Shaw) রিষড়া। আর এই আবেগঘন মুহূর্তে স্ত্রী রজনী সাউ(Purnam Kumar Shaw) জানিয়েছেন, তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে স্বামীকে নিয়ে দেখা করতে চান। কারণ, কঠিন সময়ে বারবার পাশে ছিলেন মুখ্যমন্ত্রী নিজে।

মুখ্যমন্ত্রীর আশ্বাস ছিল ভরসার জায়গ(Purnam Kumar Shaw) 

পাকিস্তানে বন্দি থাকা অবস্থায় পূর্ণমের পরিবারের অবস্থা ছিল(Purnam Kumar Shaw) চরম দুশ্চিন্তার। সেই সময় নিয়মিত রজনীকে ফোন করে খোঁজখবর নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু খোঁজ নেওয়াই নয়, রজনীকে ভরসা দিয়েছেন, সাহস জুগিয়েছেন। রজনী জানান(Purnam Kumar Shaw) “চার-পাঁচবার মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন। প্রতিবারই বলেছিলেন, ভয় নেই, সব ঠিক হয়ে যাবে। বিএসএফের সঙ্গে কথা চলছে। পূর্ণম ফিরে আসবে।”

   

১৪ মে, পূর্ণম যখন অবশেষে পাকিস্তান থেকে(Purnam Kumar Shaw) মুক্তি পেয়ে দেশে ফেরেন, সেদিনও মুখ্যমন্ত্রী ফোন করে রজনীকে অভিনন্দন জানান।(Purnam Kumar Shaw) ফোনে তিনি পূর্ণমকে ‘আমাদের ভাই’ বলে সম্বোধন করেন। পরিবারের সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “তোমরা শক্ত থাকো। তোমাদের পাশে আছি।” মুখ্যমন্ত্রীর এই আবেগঘন বার্তায় কেঁদে ফেলেছিলেন রজনী।

রিষড়ায় ঘরে ফেরা বীরের জন্য আনন্দের বন্য(Purnam Kumar Shaw) 

বাড়ি ফেরার পর শুক্রবার সন্ধ্যায় রিষড়ার সাউ পরিবার যেন নতুন করে প্রাণ ফিরে পায়। পূর্ণমকে বরণ করে নেন তাঁর বাবা-মা। স্ত্রী রজনী স্বামীর ফিরে আসায় চোখের জল ধরে রাখতে পারেননি।(Purnam Kumar Shaw) চারপাশে তখন আত্মীয়স্বজন, প্রতিবেশীদের ভিড়। সবাই একসঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নিচ্ছিলেন।

শনিবারেও সেই আবহ বজায় থাকে। বহু মানুষ আসেন পূর্ণমকে(Purnam Kumar Shaw) এক নজর দেখতে। এদিন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় পূর্ণমের বাড়িতে এসে তাঁকে জড়িয়ে ধরেন। উত্তরীয় পরিয়ে সম্মান জানান এই সাহসী জওয়ানকে।

Advertisements

রজনীর একমাসের ব্রত, অটুট আস্থ(Purnam Kumar Shaw) 

পাকিস্তানে স্বামীর বন্দিদশার সময়ে রজনী প্রতি শনিবার ব্রত পালন করতেন। প্রার্থনা করতেন স্বামীর নিরাপদে ফিরে আসার জন্য। তিনি বলেন, “আমি জানতাম, ও ফিরে আসবেই।(Purnam Kumar Shaw) মন বলছিল। আর মুখ্যমন্ত্রী তো সবসময় সাহস দিয়েছেন।” এই বিশ্বাসই তাঁকে ভেঙে পড়তে দেয়নি।

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান রজন(Purnam Kumar Shaw) 

আজ, শনিবার, স্বামীকে পাশে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রজনী বলেন, “আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই। তিনি যেভাবে পাশে ছিলেন, তা আমরা কোনওদিন ভুলতে পারব না। (Purnam Kumar Shaw) স্বামীকেও নিয়ে যাব, যেন উনি নিজের চোখে আমাদের দেখে নিতে পারেন।” এই অনুভব শুধু কৃতজ্ঞতার নয়, বরং একজন নেত্রী এবং এক সাধারণ পরিবারের মধ্যে তৈরি হওয়া আন্তরিক বন্ধনের প্রতিচ্ছবি।

পূর্ণমও কৃতজ্ঞ

পূর্ণম বলেন, “দেশের মাটিতে ফিরতে (Purnam Kumar Shaw) পেরে আমি আনন্দিত। আমি কৃতজ্ঞ মুখ্যমন্ত্রীর প্রতি। উনি আমার পরিবারকে ভরসা জুগিয়েছেন, সাহস দিয়েছেন।” তাঁর কথায় স্পষ্ট, দায়িত্ব পালন করতে গিয়ে শত্রুর হাতে বন্দি হলেও দেশের প্রতি বিশ্বাস এবং মানুষের পাশে থাকার শক্তিই তাঁকে ফের দেশে ফিরতে সাহায্য করেছে।