শেষ কিছু সিজনে একেবারেই ছন্দে নেই চেন্নাইয়িন এফসি (Chennaiyin FC)। প্রথম ডিভিশন ফুটবল টুর্নামেন্ট তথা ইন্ডিয়ান সুপার লিগে সাফল্য পাওয়ার লক্ষ্য থাকলেও সেটা সম্ভব হয়নি ওয়েন কোয়েলের ছেলেদের পক্ষে। লিগ টেবিলের তলানিতে থেকেই শেষ হয়েছে এই ফুটবল টুর্নামেন্ট। তা কিছুতেই মেনে নিতে পারেননি দলের সমর্থকরা। এই হতাশা ভুলে এবারের কলিঙ্গ সুপার কাপে সাফল্য পাওয়ার লক্ষ্য থাকলেও ছিটকে যেতে হয়েছে টুর্নামেন্টের প্রথম ম্যাচেই। প্রি-কোয়ার্টার ফাইনালে শক্তিশালী মুম্বাই সিটি এফসির কাছে পরাজিত হতে হয়েছিল বিরাট বড় ব্যবধানে।
নিঃসন্দেহে বড়সড় ধাক্কা ছিল সকলের কাছে। তবে এই সমস্ত কিছু ভুলে এখন থেকেই নতুন মরসুমের জন্য ঘর গোছানোর কাজ শুরু করে দিতে মরিয়া দক্ষিণের এই আইএসএল জয়ীরা। সেক্ষেত্রে বেশকিছু বদল দেখা যেতে পারে দলের অন্দরে। আক্রমণভাগের পাশাপাশি বদল ঘটানো হতে পারে মাঝমাঠের বেশকিছু ফুটবলারদের। সেক্ষেত্রে এবার বিভিন্ন মাধ্যমের তরফে ব্যাপকভাবে উঠে আসছে একাধিক বিদেশি ফুটবলারদের নাম। আসলে দলের বেশ কিছু ফুটবলারদের সঙ্গে চুক্তির বৃদ্ধি করার পাশাপাশি টুর্নামেন্টে প্রভাব বিস্তারকারী কয়েকজন ফুটবলারদের দিকেও নজর ছিল দক্ষিণের এই দলের।
কিন্তু এসবের মাঝেই তাঁদের বেশকিছু ফুটবলারদের দিকে নজর রয়েছে প্রতিপক্ষ দল গুলির। তাঁর মধ্যেই ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছে ফারুক চৌধুরীর ( Farukh Choudhary) নাম। বলাবাহুল্য এবারের এই ফুটবল মরসুমে অভিষেক বচ্চনের এই ফুটবল ক্লাবের জার্সিতে প্রায় ২১টি ম্যাচ খেলতে পেরেছেন এই ফুটবলার। যার মধ্যে ২টি গোলের পাশাপাশি ১টি অ্যাসিস্ট থেকেছে এই ফুটবলারের। পাশাপাশি জাতীয় দলে যখনই সুযোগ পেয়েছেন নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন সবসময়। তাঁর সক্রিয়তা নিঃসন্দেহে মন জয় করেছে সকলের।
হিসাব অনুযায়ী দেখলে এই বছরের মে মাসেই তাঁর সঙ্গে চুক্তি শেষ হচ্ছে দক্ষিণের এই ফুটবল দলের। সেই কথা মাথায় রেখেই তাঁকে দলে টানতে আসরে নেমে পড়েছে আইএসএলের প্রায় চার থেকে পাঁচটি ফুটবল ক্লাব। সেইমত এই ফুটবল ক্লাবের সঙ্গে আলোচনা ও নাকি শুরু হয়েছে। তবে নিজেদের এই ফুটবলারকে আদৌ ছাড়তে চাইবে কিনা চেন্নাইয়িন এফসি সেটাই দেখার বিষয়।