এই অসমীয়া ফরোয়ার্ডের সঙ্গে চুক্তি বাড়ানোর পরিকল্পনা রাজস্থানের

শেষ আইলিগ সিজনটা খুব একটা ইতিবাচক থাকেনি রাজস্থান ইউনাইটেডের (Rajasthan United FC)। প্রথমেই পরাজিত হতে হয়েছিল শক্তিশালী রিয়াল কাশ্মীরের কাছে। সেই হতাশা কাটিয়ে দ্বিতীয় ম্যাচে…

Pranjal Bhumij

শেষ আইলিগ সিজনটা খুব একটা ইতিবাচক থাকেনি রাজস্থান ইউনাইটেডের (Rajasthan United FC)। প্রথমেই পরাজিত হতে হয়েছিল শক্তিশালী রিয়াল কাশ্মীরের কাছে। সেই হতাশা কাটিয়ে দ্বিতীয় ম্যাচে নামধারী এফসির বিপক্ষে দল ঘুরে দাঁড়ালেও বজায় থাকেনি সেই ধারাবাহিকতা। আত্মবিশ্বাস তলানিতে ঠেকতে খুব একটা সময় লাগেনি। ঘুরে দাঁড়ানো খুব একটা সহজ ছিল না তাঁদের পক্ষে। আটকে যেতে হয় একের পর এক দুইটি ম্যাচে। এক্ষেত্রে পয়েন্ট নষ্ট করতে হয়েছিল শ্রীনিধি ডেকানের পাশাপাশি শিলং লাজং এফসির মতো দলের কাছে। সময়ের সাথে সাথে নিজেদের পুরনো ছন্দে ফেরার পরিকল্পনা নিয়ে মাঝে ডেম্পো স্পোর্টস ক্লাবকে বিরাট বড় ব্যবধানে পরাজিত করার ফলে চ্যাম্পিয়নশিপের স্বপ্ন দেখতে শুরু করেছিল দলের ফুটবলাররা।

কিন্তু ছন্দপতন হতে বেশি সময় লাগেনি। আইজল ম্যাচ থেকে ফের দেখা দিয়েছিল তথৈবচ পরিস্থিতি। মাঝে শক্তিশালী রিয়াল কাশ্মীর দলকে আটকে দেশের দ্বিতীয় ডিভিশন লিগের টপ থ্রিতে উঠে আসার লড়াইয়ে নিজেদের পথ প্রশস্ত করার ভাবনা থাকলেও সেই আশা কার্যত নিরাশায় পরিনত করে দিয়েছিল চার্চিল ব্রাদার্স। তারপর গোকুলাম ম্যাচ। সেখানে ও পিছু নেয় সেই হতশ্রী পারফরম্যান্স। স্বাভাবিকভাবেই টুর্নামেন্টের অন্যান্য দলগুলি তুলনায় অনেকটাই পিছিয়ে পড়েছিল রাজস্থানের এই ফুটবল দল। শেষ পর্যন্ত লিগ টেবিলের পঞ্চম স্থানে শেষ করে এই ফুটবল ক্লাব। যা নিঃসন্দেহে হতাশ সকলকে।

   

আসলে একের পর এক দাপুটে ফুটবলারদের দলে নিয়ে ও এমন পারফরম্যান্স কিছুতেই মেনে নিতে পারেনি কর্তৃপক্ষ। তবে দলের এমন হতাশাজনক পারফরম্যান্স ভুলে আগামী সিজনে ঘুরে দাঁড়ানোই এখন প্রধান লক্ষ্য সকলের কাছে। সেইমত বহু আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছিল রাজস্থান ইউনাইটেড। এক্ষেত্রে মূলত দলের তরুণ ফুটবলারদের দিকেই বাড়তি নজর ছিল সকলের। তবে শুধুমাত্র নতুন ফুটবলার চূড়ান্ত করা নয়, পারফরম্যান্সের ভিত্তিতে দলের বেশ কিছু ফুটবলারদের সঙ্গে চুক্তি বাড়ানোর পরিকল্পনা রয়েছে তাঁদের।

Advertisements

যার মধ্যে এবার শোনা যাচ্ছে প্রাঞ্জল প্রকাশ ভূমিজের (Pranjal Bhumij) নাম। শেষ আইলিগে মোট ১৪ টি ম্যাচ খেলে একটি গোল করেছিলেন আসামের এই ফরোয়ার্ড। খুব একটা আহামরি পারফরম্যান্স না থাকলেও শোনা যাচ্ছে তাঁর সঙ্গে চুক্তি বাড়ানোর পরিকল্পনা রয়েছে আইলিগের এই ফুটবল ক্লাবের। সেক্ষেত্রে আগামী ২০২৭ সাল পর্যন্ত এই দলের জার্সিতেই খেলতে দেখা যেতে পারে প্রাঞ্জলকে।