এই ডিফেন্ডারের দিকে আগেই নজর ছিল লাল-হলুদের, এবার আসরে বেঙ্গালুরু

বেশ কিছু সপ্তাহ আগেই শেষ হয়েছে ভারতীয় ক্লাব ফুটবল মরসুম। যেখানে গতবারের মতো এবারও কলকাতা ময়দানের অন্যতম প্রধান মোহনবাগান সুপার জায়ান্টের সক্রিয়তা দেখা গিয়েছে ব্যাপকভাবে।…

"Mohun Bagan SG's Interest in Promising Footballer Ruivah Hormipam of Kerala Blasters

বেশ কিছু সপ্তাহ আগেই শেষ হয়েছে ভারতীয় ক্লাব ফুটবল মরসুম। যেখানে গতবারের মতো এবারও কলকাতা ময়দানের অন্যতম প্রধান মোহনবাগান সুপার জায়ান্টের সক্রিয়তা দেখা গিয়েছে ব্যাপকভাবে। তবে খুব একটা পিছিয়ে থাকেনি দেশের অন্যান্য ফুটবল ক্লাব গুলি। মরসুমের শুরুতেই সকলকে চমকে দিয়েছিল দেশের অন্যান্য ক্লাব। যার মধ্যে অন্যতম নর্থইস্ট ইউনাইটেড। সবুজ-মেরুন ব্রিগেডকে পরাজিত করে ঐতিহ্যবাহী ডুরান্ড জয় করেছিল পাহাড়ের এই ফুটবল ক্লাব। তারপর যদিও দেশের প্রথম ডিভিশন লিগ তথা আইএসএলে অভূতপূর্ব পারফরম্যান্স থাকে মেরিনার্সদের। আইএসএলের লিগ শিল্ডের পাশাপাশি এবার লিগ কাপ ও জয় করে জোসে মোলিনার ছেলেরা।

কিন্তু সেটা বজায় থাকেনি সুপার কাপে। সপ্তাহ কয়েক আগেই শক্তিশালী জামশেদপুর এফসিকে পরাজিত করে সুপার কাপ জয় করে এফসি গোয়া। যা নিঃসন্দেহে বিরাট বড় পাওনা গোয়ার ফুটবলপ্রেমীদের কাছে। তবে মরসুম শেষ হলেও এখন থেকেই নয়া সিজনের প্রস্তুতি শুরু করে দিয়েছে সকলে। আইএসএল হোক কিংবা আইলিগ ঘর গোছানোর কাজে বদ্ধপরিকর সকলেই। বর্তমানে সময় যত এগোচ্ছে এক্ষেত্রে ততই সক্রিয় হয়ে উঠছে কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। গতবছর ট্রফি জয়ের পর বহু প্রত্যাশা নিয়ে এবার শক্তিশালী দল সাজিয়েছিল ম্যানেজমেন্ট। যুক্ত করা হয়েছিল একের পর এক হাইপ্রোফাইল ফুটবলারকে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।

   

সেই ধাক্কা কাটিয়ে এবার ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর মশাল ব্রিগেড। সেক্ষেত্রে প্রতিপক্ষের ঘর ভেঙে একাধিক ফুটবলারদের দলে টানতে মরিয়া ম্যানেজমেন্ট। যার মধ্যে কেরালা ব্লাস্টার্সের সেন্টার ব্যাক হরমিপাম রুইভার (Hormipam Ruivah) নাম উঠে আসতে শুরু করেছিল ব্যাপকভাবে। হিসাব অনুযায়ী দেখলে আগামী ২০২৭ সাল পর্যন্ত কেরালা ব্লাস্টার্সের সঙ্গে চুক্তিবদ্ধ এই ভারতীয় সেন্টার ব্যাক। এবারের এই ফুটবল মরসুমে দলের হয়ে খেলেছেন একাধিক ম্যাচ।

Advertisements

তবে খুব আহামরি পারফরম্যান্স থাকেনি তাঁর। সেজন্য চুক্তি থাকলেও এবার তাঁকে রিলিজ করে দিতে চায় ম্যানেজমেন্ট। সেই দিকে নজর রেখেই এবার এই ডিফেন্ডারকে নিতে যথেষ্ট আগ্রহী ছিল কলকাতা ময়দানের অন্যতম প্রধান ইমামি ইস্টবেঙ্গল। তবে শুধুমাত্র ইস্টবেঙ্গল নয়। বর্তমানে এই ভারতীয় ফুটবলারকে দলে টানতে মরিয়া জেরার্ড জারাগোজার বেঙ্গালুরু এফসি। ইস্টবেঙ্গলের পাশাপাশি এবার আসরে নেমে পড়েছে আইএসএল জয়ী এই ফুটবল ক্লাব। কথাবার্তা ও নাকি শুরু হয়েছে প্রাথমিক স্তরে। শেষ পর্যন্ত কোন দলে সই করেন এই তারকা এখন সেটাই দেখার।