চেন্নাইয়িন এফসির প্রতি আগ্ৰহ দেখাচ্ছেন স্টুয়ার্ট?

এবারের ফুটবল সিজনটা খুব একটা ভালো কাটেনি চেন্নাইয়িন এফসির (Chennaiyin FC)। দেশের প্রথম ডিভিশন ফুটবল টুর্নামেন্ট তথা ইন্ডিয়ান সুপার লিগে সাফল্য পাওয়ার লক্ষ্য থাকলেও সেটা…

Greg Stewart's First Match Goal Fuels Optimism for Mohun Bagan in Durand Cup Derby

এবারের ফুটবল সিজনটা খুব একটা ভালো কাটেনি চেন্নাইয়িন এফসির (Chennaiyin FC)। দেশের প্রথম ডিভিশন ফুটবল টুর্নামেন্ট তথা ইন্ডিয়ান সুপার লিগে সাফল্য পাওয়ার লক্ষ্য থাকলেও সেটা সম্ভব হয়নি ওয়েন কোয়েলের ছেলেদের পক্ষে। লিগ টেবিলের তলানিতে থেকেই শেষ হয়েছে এই ফুটবল টুর্নামেন্ট। যা কিছুতেই মেনে নিতে পারেননি দলের সমর্থকরা। এই হতাশা ভুলে এবারের কলিঙ্গ সুপার কাপে সাফল্য পাওয়ার লক্ষ্য থাকলেও ছিটকে যেতে হয়েছে টুর্নামেন্টের প্রথম ম্যাচেই। প্রি-কোয়ার্টার ফাইনালে শক্তিশালী মুম্বাই সিটি এফসির কাছে পরাজিত হতে হয়েছিল বিরাট বড় ব্যবধানে। যা নিঃসন্দেহে বড়সড় ধাক্কা ছিল সকলের কাছে।

বহু প্রত্যাশা নিয়ে এবছর দল গঠন করা হলেও আশানুরূপ ফল না হওয়ায় খুশি নয় ম্যানেজমেন্ট। তবে এই সমস্ত কিছু ভুলে এখন থেকেই নতুন মরসুমের জন্য ঘর গোছানোর কাজ শুরু করে দিতে মরিয়া দক্ষিণের এই আইএসএল জয়ীরা। সেক্ষেত্রে বেশকিছু বদল দেখা যেতে পারে দলের অন্দরে। আক্রমণভাগের পাশাপাশি বদল ঘটানো হতে পারে মাঝমাঠের বেশকিছু ফুটবলারদের। সেক্ষেত্রে এবার বিভিন্ন মাধ্যমের তরফে ব্যাপকভাবে উঠে আসছে একাধিক বিদেশি ফুটবলারদের নাম। আসলে দলের বেশ কিছু ফুটবলারদের সঙ্গে চুক্তির বৃদ্ধি করার পাশাপাশি টুর্নামেন্টে প্রভাব বিস্তারকারী কয়েকজন ফুটবলারদের দিকেও নজর ছিল দক্ষিণের এই দলের।

   

যাদের মধ্যে অন্যতম গ্ৰেগ স্টুয়ার্ট‌ (Greg Stewart)। এবারের ফুটবল সিজনের শুরুতে এই স্কটিশ ফরোয়ার্ডকে দলে টেনে সকলকে চমকে দিয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট। বলাবাহুল্য তাঁর উপস্থিতি নিঃসন্দেহে অনেকটাই শক্তিশালী করে তুলেছিল দলের আপফ্রন্টকে। ২০টি ম্যাচ খেলে ৩টি গোলের পাশাপাশি ৫টি অ্যাসিস্ট ছিল এই হাইপ্রোফাইল তারকার। বলাবাহুল্য, এই সিজনে দলের হয়ে আইএসএলের লিগ শিল্ড জয়ের পাশাপাশি লিগ কাপ ও জয় করেছেন এই তারকা। এক কথায় যা বিরাট বড় সাফল্য। তবে এই মাসের শেষেই তাঁর সঙ্গে চুক্তি শেষ হচ্ছে বাগানের।

Advertisements

পরবর্তী মরসুমে তাঁকে দলে রাখার পরিকল্পনা থাকলে ও চোট আঘাত জনিত সমস্যার পাশাপাশি পারিবারিক বিষয়গুলির কথা মাথায় রেখেই তাঁর বিকল্প খোঁজার কাজ শুরু করে দিয়েছে ম্যানেজমেন্ট। সেই সুযোগ কাজে লাগিয়েই তাঁকে নিয়ে আগ্ৰহ প্রকাশ করেছে ওয়েন কোয়েলের চেন্নাইয়িন এফসি‌‌। বর্তমানে যা খবর, কথাবার্তা অনেকটাই ইতিবাচক। শেষ পর্যন্ত তিনি দক্ষিণের এই দলে যোগদান করলে অবাক হওয়ার কিছু থাকবে না কারুর কাছে।