WhatsApp-এর নতুন ‘লাইভ ভয়েস চ্যাট’ ফিচার, গ্রুপে কল না করেই জমান ‘আড্ডা’

হোয়াটসঅ্যাপ (WhatsApp) ব্যবহারকারীদের জন্য সুখবর! এবার থেকে ব্যবহারকারীরা গ্রুপে কল না করেই সরাসরি ভয়েস চ্যাট পাঠাতে পারবেন। হোয়াটসঅ্যাপের নতুন ‘লাইভ ভয়েস চ্যাট’ ফিচার আগেও উপলব্ধ…

WhatsApp new feature

হোয়াটসঅ্যাপ (WhatsApp) ব্যবহারকারীদের জন্য সুখবর! এবার থেকে ব্যবহারকারীরা গ্রুপে কল না করেই সরাসরি ভয়েস চ্যাট পাঠাতে পারবেন। হোয়াটসঅ্যাপের নতুন ‘লাইভ ভয়েস চ্যাট’ ফিচার আগেও উপলব্ধ ছিল, তবে তা কেবল বড় গ্রুপগুলোর জন্য সীমাবদ্ধ ছিল। এখন এটি সমস্ত গ্রুপ চ্যাটের জন্য চালু করে দিয়েছে সংস্থা। নতুন এই ফিচারের মাধ্যমে গ্রুপ কলের ঝামেলা ছাড়াই যে কোনো গ্রুপ মেম্বারের সঙ্গে সরাসরি অডিও চ্যাটে অংশ নেওয়া যাবে।

WhatsApp-এর ভয়েস চ্যাট ফিচার ঠিক কী?

এই ফিচারটি মূলত এক ধরনের “ওপেন মাইক সেশন”-এর মতো কাজ করে, যেখানে গ্রুপের যে কেউ ইচ্ছেমতো যোগ দিতে পারেন এবং প্রয়োজন হলে চুপিচুপি বেরিয়েও যেতে পারেন। এই চ্যাট শুরু হলে তা গ্রুপ চ্যাট স্ক্রিনের নিচে পিন হয়ে যায়, যাতে অন্যান্য মেম্বাররা পরে এসে এটি দেখে সহজেই যোগ দিতে পারেন। এতে কোনো পপ-আপ বা গ্রুপ-ওয়াইড রিং হয় না, ফলে কেউ বিরক্ত হন না।

   

UPI ব্যবহারকারীদের জন্য সুখবর, প্রতারণা রুখতে এবার নতুন নিরাপত্তা বলয়

অতীতে WhatsApp গ্রুপ কল শুরু করলে প্রত্যেক সদস্যের ফোনে রিং বাজত, যা অনেক সময় বিরক্তিকর হয়ে উঠত। অনেকেই প্রয়োজন না থাকলে গ্রুপ কল করতে সংকোচ বোধ করতেন। তবে নতুন ভয়েস চ্যাট ফিচার এই সমস্যার শান্তিপূর্ণ সমাধান এনে দিয়েছে। এটি এমন মুহূর্তে বিশেষভাবে কার্যকর যেমন – লাইভ ম্যাচ নিয়ে আলোচনা, বন্ধুদের সঙ্গে হালচাল ভাগ করে নেওয়া বা উইকেন্ডের প্ল্যান তৈরি করা। এতে কোনো বড়ো ধরনের নোটিফিকেশন ছাড়াই সরাসরি গ্রুপে কথোপকথন শুরু করা যায়।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এই ভয়েস চ্যাট ফিচারও প্ল্যাটফর্মে থাকা অন্য সকল মেসেজ ও কলের মতো এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড। এর ফলে ব্যবহারকারীদের প্রাইভেসি পুরোপুরি বজায় থাকবে এবং হোয়াটসঅ্যাপ বা তৃতীয় কোনো পক্ষ এই চ্যাটে প্রবেশ করতে পারবে না। গ্রুপ সেটিংস অনুযায়ী ভয়েস চ্যাট চালু হলেও ব্যক্তিগত গোপনীয়তা অটুট থাকবে।

Advertisements

কীভাবে শুরু করবেন ভয়েস চ্যাট

ভয়েস চ্যাট শুরু করাও অত্যন্ত সহজ। ব্যবহারকারীদের শুধু তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটে যেতে হবে, স্ক্রিনের নিচ থেকে উপর দিকে সোয়াইপ করে কয়েক সেকেন্ড ধরে রাখতে হবে। এরপর একটি প্রম্পট আসবে এবং ভয়েস চ্যাট শুরু হয়ে যাবে। এই চ্যাটটি নিচে পিন হয়ে থাকবে, যাতে পরে কোনো গ্রুপ সদস্য যখন ইচ্ছা তখন এতে যোগ দিতে পারেন বা নিঃশব্দে বেরিয়ে যেতে পারেন।

বাজারে এল সস্তায় পুষ্টিকর ইয়ারবাডস! একবার চার্জে চলবে ৫০ ঘণ্টা

প্রসঙ্গত, হোয়াটসঅ্যাপ (WhatsApp)-এর এই নতুন ফিচার গ্রুপ কথোপকথনকে আগের থেকে অনেক বেশি সহজ, নমনীয় এবং বিরক্তিহীন করে তুলবে। এটি প্রাইভেসি বজায় রেখেই স্মার্ট ও ইনফর্মাল কমিউনিকেশনের সুযোগ দিচ্ছে ব্যবহারকারীদের। হোয়াটসঅ্যাপের এই আপডেট নিঃসন্দেহে প্ল্যাটফর্মটির জনপ্রিয়তাকে আরও বাড়িয়ে তুলবে।