পাকিস্তানকে ‘গ্রে লিস্ট’-এ ফেরাতে বিশ্বব্যাঙ্ক ও FATF-কে চিঠি দেবে ভারত

নয়াদিল্লি: পাকিস্তানের ঋণ নির্ভর অর্থনীতিকে আরও চাপে ফেলতে এবার কড়া কূটনৈতিক পদক্ষেপ নিতে চলেছে ভারত। সূত্রের খবর, জুন মাসে পাকিস্তানের জন্য বিশ্বব্যাঙ্ক অনুমোদিত ২০ বিলিয়ন…

Pakistan Financial Pressure

নয়াদিল্লি: পাকিস্তানের ঋণ নির্ভর অর্থনীতিকে আরও চাপে ফেলতে এবার কড়া কূটনৈতিক পদক্ষেপ নিতে চলেছে ভারত। সূত্রের খবর, জুন মাসে পাকিস্তানের জন্য বিশ্বব্যাঙ্ক অনুমোদিত ২০ বিলিয়ন মার্কিন ডলারের আর্থিক প্যাকেজ পুনর্বিবেচনার জন্য ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হবে।

পাকিস্তানকে ফের ‘গ্রে লিস্ট’-এ ফেরানোর প্রচেষ্টা

এছাড়াও, আর্থিক অপরাধ ও সন্ত্রাসে অর্থায়ন রুখতে কাজ করা আন্তর্জাতিক সংস্থা FATF (Financial Action Task Force)-এর কাছেওফে পাকিস্তানকে ফের ‘গ্রে লিস্ট’-এ ফেরাতে জোরালো প্রচেষ্টা চালাবে ভারত।

   

উল্লেখ্য, ২০১৮ সালের জুন মাসে পাকিস্তান FATF-এর গ্রে লিস্টে অন্তর্ভুক্ত হয়। পরে ২০২২ সালের অক্টোবরে দেশটি এই তালিকা থেকে মুক্তি পায়, সন্ত্রাসে অর্থায়ন বন্ধের প্রতিশ্রুতি ও পদক্ষেপের পর। পাকিস্তান জানিয়েছিল, তারা সন্ত্রাসবাদে যুক্ত ব্যক্তিদের জেলবন্দি করেছে এবং তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে।

IMF- এর ভূমিকায় অসন্তুষ্ট ভারত Pakistan Financial Pressure

তবে, চলতি বছরের ৯ মে পাকিস্তানকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) যে ১ বিলিয়ন ডলারের (প্রায় ৮,৫০০ কোটি টাকা) বেলআউট প্যাকেজ মঞ্জুর করেছে, তাতে গভীর অসন্তোষ প্রকাশ করেছে ভারত। যুদ্ধকালীন পরিস্থিতিতে IMF-এর এই সিদ্ধান্ত ভারত সরকারকে হতবাক করেছে বলেই জানা গিয়েছে।

Advertisements

সরকার সূত্রে দাবি করা হয়েছে, ভারতের তরফ থেকে এই অসন্তোষ সরাসরি IMF-এর ম্যানেজিং ডিরেক্টর ক্রিস্টালিনা জর্জিয়েভার কাছে জানানো হয়েছে। IMF-এর পরিসংখ্যান তুলে ধরে ভারত জানিয়েছে, পাকিস্তানের জন্য ২৮টি আর্থিক সহায়তা কর্মসূচির মধ্যে অধিকাংশ অর্থ সামরিক খাতে খরচ হয়েছে, যা দেশের আর্থিক স্বাস্থ্য উন্নত করার উদ্দেশ্যে নয়।

এই পরিস্থিতিতে পাকিস্তানের উপর আন্তর্জাতিক আর্থিক চাপ আরও বাড়াতে কূটনৈতিক ভাবে সক্রিয় হয়েছে ভারত।

Bharat: India will officially request the World Bank to review a $20 billion package for Pakistan and push FATF to grey-list it again, aiming to tighten the screws on Pakistan’s loan-dependent economy. This move follows India’s discontent over Pakistan’s recent IMF bailout and concerns about terror financing.