কলকাতা: CSTC (Calcutta State Transport Corporation)-র অবসরপ্রাপ্ত কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ডের বকেয়া টাকা দীর্ঘদিন ধরে মেটানো হয়নি। এই ঘটনায় অবশেষে হস্তক্ষেপ করল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ এক গুরুত্বপূর্ণ রুল জারি করে তৃণমূল বিধায়ক মদন মিত্র, রাজ্যের অর্থসচিব এবং CSTC-র চিফ ম্যানেজিং ডিরেক্টরের (CMD) বিরুদ্ধে আদালতে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিল৷
CSTC-র এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড ট্রাস্টের চেয়ারম্যান মদন
জানা গিয়েছে, মদন মিত্র CSTC-র এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড ট্রাস্টের চেয়ারম্যান পদে রয়েছেন। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও কেন অবসরপ্রাপ্ত কর্মীদের PF-এর টাকা এখনও পর্যন্ত মেটানো হয়নি, সেই প্রশ্নে তিনজনকেই আগামী ৪ জুলাই আদালতে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
এই মামলার পেছনে রয়েছে এক বছরেরও বেশি পুরনো এক বিবাদ। গত বছর CSTC-র একাধিক অবসরপ্রাপ্ত কর্মচারী প্রভিডেন্ট ফান্ড না পাওয়ার অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। বিচারপতি তখন রাজ্য সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিলেন, যত দ্রুত সম্ভব সমস্ত বকেয়া প্রভিডেন্ট ফান্ডের অর্থ পরিশোধ করতে হবে। কিন্তু আদালতের সেই নির্দেশ কার্যকর হয়নি।
গত ডিসেম্বরে আদালত অবমাননার মামলা দায়ের hc issues rule against madan mitra
এরপর গত ডিসেম্বরে আদালত অবমাননার মামলা দায়ের হয়। সেই মামলার পরিপ্রেক্ষিতেই ২২ মে, বুধবারের শুনানিতে বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় বিস্ময় প্রকাশ করে প্রশ্ন তোলেন, “আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও এতদিন ধরে কেন PF-এর টাকা দেওয়া হয়নি?” এই মন্তব্যের পরেই আদালত রুল জারি করে অভিযুক্তদের ব্যক্তিগতভাবে আদালতে হাজির হতে বলে।
এই মামলায় আগামী শুনানি নির্ধারিত হয়েছে ৪ জুলাই। আদালত সেদিন অভিযুক্ত তিনজনের কাছ থেকে সরাসরি ব্যাখ্যা শুনবে এবং পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবে।
অবসরপ্রাপ্ত কর্মচারীদের প্রাপ্য অর্থ ফেরত না পাওয়া নিয়ে রাজ্য পরিবহন দফতরের ভূমিকা নিয়েও সমালোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে। আদালতের এই রুল জারির পর বিষয়টি নতুন করে রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে বলেই মনে করা হচ্ছে।
West Bengal: Calcutta High Court issues contempt rule against Madan Mitra, CSTC chairman, for failing to clear retired employees’ provident fund arrears despite previous orders. The court summons him and other officials to explain the non-payment by July 4.