কলকাতা: আবহাওয়ার বড় আপডেট নিয়ে এল আলিপুর আবহাওয়া দফতর। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে ২৭ মে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর জেরে গোটা সপ্তাহভর দক্ষিণবঙ্গজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাসও দেওয়া হয়েছে।
কোন কোন জেলায় ভারী বৃষ্টি?
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২৭ মে থেকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী চার জেলা—পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায় টানা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে চলবে প্রতি ঘণ্টা ৪০-৫০ কিমি গতিবেগে ঝোড়ো হাওয়া। কিছু এলাকায় এই গতি পৌঁছাতে পারে ৬০ কিমি প্রতি ঘণ্টায়। ফলে সাধারণ মানুষ এবং মৎস্যজীবীদের বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে হাওয়া অফিস।
আজ ও আগামী কয়েকদিনের বৃষ্টির আপডেট South Bengal Rain Forecast
আজ, ২৩ মে ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায়। বাকি জেলাগুলিতে চলবে বিক্ষিপ্ত বৃষ্টি। ২৪ মে থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে। ২৫ মে আবারও বৃষ্টি হবে বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায়।
উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস
নিম্নচাপের প্রভাব পড়বে উত্তরবঙ্গেও। ২৮ মে পর্যন্ত সেখানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
সাধারণত দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকে ১০ জুনের পর। তবে এবছর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে সময়ের আগেই বর্ষা ঢুকে পড়েছে। সব অনুকূল থাকলে বাংলাতেও বর্ষা আগেভাগে প্রবেশ করতে পারে বলে মনে করছে আবহাওয়া দফতর।
West Bengal: Alipore weather forecasts cyclone formation on May 27 in Bay of Bengal, bringing widespread thunderstorms and heavy rain to South Bengal, especially coastal districts. Stay updated on district-wise rain alerts and warnings for fishermen.