বিকানের: বিকানেরের এক বিশাল জনসভা থেকে পাকিস্তানের উদ্দেশ্যে তীব্র আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ তিনি বলেন, “আমরা যে সিঁদুর ব্যবহার করি, তা এখন বারুদে পরিণত হয়েছে। আমাদের সেনাবাহিনী পাকিস্তানের সন্ত্রাসবাদী শিবিরগুলি ধ্বংস করে দিয়েছে।”
মোদীর ভাষণে ঝড়
রাজস্থানের বিকানেরে বৃহস্পতিবার এক জনসমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানকে নিয়ে মুখ খুলতেই যেন ঝড় ওঠে। ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁও-এ নিরীহ নাগরিকদের উপর হওয়া বর্বর সন্ত্রাসবাদী হামলার কড়া জবাব দিয়ে তিনি বলেন, “যারা সিঁথির সিঁদুর মুছে দিতে এসেছিল, তাদের আমরা মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছি।”
প্রধানমন্ত্রী আরও বলেন, “সেদিন জঙ্গিরা ধর্ম জিজ্ঞাসা করে মেরেছিল, মহিলাদের সিঁথি থেকে সিঁদুর মুছে দিয়েছিল। সেই গুলি শুধু পহেলগাঁও-এর মাটিতেই লাগেনি, লেগেছিল ১৪০ কোটির হৃদয়ে। কিন্তু যারা ভেবেছিল ভারত চুপ থাকবে, তারা আজ নিজেদের ঘরে লুকিয়ে আছে, আর যারা অস্ত্রে ভরসা করত, তারা আজ তাদেরই ধ্বংসস্তূপের নিচে। প্রতিটা রক্তফোঁটার দাম আদায় করে নিয়েছে ভারত।”
এই ভারত বদলা নিতে জানে sindoor turned barood
তিনি স্পষ্ট জানিয়ে দেন, এই ভারত আগের ভারত নয়। এখনকার ভারত প্রতিশোধ নিতে জানে—তা যেমন কূটনৈতিকভাবে, তেমনই সামরিকভাবেও। মোদার কণ্ঠে গর্জে ওঠে, “মাত্র ২২ মিনিটের মাথায় সন্ত্রাসবাদী ঘাঁটিগুলোকে ধ্বংস করে দেয় আমাদের সেনা। পাকিস্তান মাথা নোয়াতে বাধ্য হয়েছে। এটাই নতুন ভারতের জবাব। এটাই অপারেশন সিঁদুর।”
জাতীয় নিরাপত্তা নিয়ে তাঁর সরকারের জিরো টলারেন্স নীতির প্রসঙ্গ তুলে মোদী বলেন, “সেনাকে সম্পূর্ণ ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে। তিন বাহিনী একত্রে এমন চক্রব্যূহ তৈরি করেছিল যে পাকিস্তান পিছু হটতেই বাধ্য হয়েছে। যারা আগুন জ্বালাতে এসেছিল, তারাই এখন ছাইয়ের নিচে।”
সেনাদের সঙ্গে সাক্ষাৎ
বিকানের সফরে প্রধানমন্ত্রী যান নাল এয়ার ফোর্স স্টেশনে, যেখানে অপারেশন সিঁদুর চলাকালীন পাকিস্তান হামলা চালানোর চেষ্টা করেছিল। সেই হামলা সফলভাবে প্রতিহত করে ভারতীয় বাহিনী। সেখানে সেনাদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের সাহস ও মনোবলের প্রশংসা করেন মোদী।
এছাড়াও, বিকানেরে প্রধানমন্ত্রী উদ্বোধন করেন আমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় পুনর্নির্মিত দেশনোক স্টেশন। পাশাপাশি, ২৬,০০০ কোটি টাকার একাধিক রেল প্রকল্পের সূচনা ও উদ্বোধন করেন তিনি, যার মধ্যে রয়েছে চুরু-সাদুলপুর নতুন রেললাইন, এবং পাঁচটি রেলপথের বিদ্যুৎায়ন।
Bharat: PM Modi issues a strong warning to Pakistan from Bikaner, stating India avenged the Pahalgam terror attack. He declares “Operation Sindoor” obliterated terrorist camps, emphasizing India’s zero-tolerance policy on national security and giving the military a “free hand.”