‘সস্তা প্রচারের লোভ কেন?’ জামিন দিয়েও কুরেশিকে কুমন্তব্যে ভর্ৎসনা অধ্যাপককে

নয়াদিল্লি: অপারেশন সিঁদুর ও কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে গ্রেফতার অশোকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলি খান মেহমুদাবাদকে অন্তর্বর্তী জামিন দিল সুপ্রিম কোর্ট। তবে আদালত…

ashoka university professor get bail

নয়াদিল্লি: অপারেশন সিঁদুর ও কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে গ্রেফতার অশোকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলি খান মেহমুদাবাদকে অন্তর্বর্তী জামিন দিল সুপ্রিম কোর্ট। তবে আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, তাঁর বিরুদ্ধে তদন্ত চলতেই থাকবে। সেই তদন্তে গতি আনতে ২৪ ঘণ্টার মধ্যে বিশেষ তদন্তকারী দল (SIT) গঠনের নির্দেশও দিয়েছে শীর্ষ আদালত।

এত সস্তা প্রচারের লোভ কেন?

তদন্তকারীদের গঠনে আদালতের নির্দিষ্ট শর্ত—সিটে হরিয়ানা বা দিল্লির কোনও পুলিশ অফিসার রাখা যাবে না এবং অন্তত একজন মহিলা অফিসার রাখতে হবে। শুনানিতে অধ্যাপককে কড়া ভর্ৎসনা করে বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি কোটিশ্বর সিংয়ের বেঞ্চ বলেন, “এত সস্তা প্রচারের লোভ কেন? একদল দানব যখন দেশবাসীর উপর হামলা চালিয়েছে, তখন এমন মন্তব্য!”

   

আদালতের পর্যবেক্ষণ, “বাকস্বাধীনতা আছে ঠিকই, তবে শব্দচয়ন ও সময়ে সংবেদনশীলতা থাকা উচিত। ইচ্ছাকৃত অপমানমূলক মন্তব্য সমাজে বিভাজন তৈরি করতে পারে—এটা দুর্ভাগ্যজনক।”

পহেলগাঁওয়ে পর্যটকদের ধর্ম দেখে গুলি ashoka university professor get bail

প্রসঙ্গত, ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের ধর্ম দেখে গুলি চালায় জঙ্গিরা। তার পাল্টা জবাবেই ‘অপারেশন সিঁদুর’ চালিয়ে পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারত। এই অভিযানের পর সেনার তরফে সংবাদমাধ্যমের সামনে আসেন দুই মহিলা অফিসার— কর্নেল সোফিয়া কুরেশি ও উইং কমান্ডার ভ্যোমিকা সিং। তাঁদের উপস্থিতিকে ‘সাংবাদিক সম্মেলনের নাটক’ বলে কটাক্ষ করেন অধ্যাপক মেহমুদাবাদ। তাঁর এক্স পোস্টে লেখা হয়— “সরকার লোক দেখানো প্রচার চালাচ্ছে… কর্নেল কুরেশিকে সামনে আনা নিছক রাজনৈতিক নাটক।”

Advertisements

সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া

এছাড়াও তিনি প্রশ্ন তোলেন, যারা কুরেশির প্রশংসা করছে, তারা কি বুলডোজার রাজনীতি বা সংখ্যালঘু নিপীড়নের বিরুদ্ধেও একইভাবে সরব হবে? এই মন্তব্য ঘিরে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় সামাজিক মাধ্যমে। নেটিজেনদের একাংশ অধ্যাপকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি তোলেন। হরিয়ানা রাজ্য মহিলা কমিশনের তরফে পাঠানো নোটিশের পর অধ্যাপককে গ্রেফতার করে পুলিশ।

সুপ্রিম কোর্টের নির্দেশে আপাতত জামিন পেলেও, তদন্ত থেকে ছাড় পাচ্ছেন না অধ্যাপক। বরং নিরপেক্ষ সিটের নজরে তাঁর উদ্দেশ্য ও প্ররোচনার মাত্রা খতিয়ে দেখা হবে।

Bharat: Ashoka University professor Ali Khan Mehmoodabad receives interim bail from the Supreme Court after controversial remarks on ‘Operation Sindoor’ and Col. Sofia Qureshi. An SIT is ordered to investigate, as the court emphasizes responsible free speech, linking comments to the Pahlgam attack aftermath.