পাকিস্তান ট্রিপ ছিল ‘ক্রেজি’! জ্যোতির ডায়েরির পরতে পরতে রহস্য

Jyoti’s diary revealed Pakistan trip নয়াদিল্লি: পাসপোর্টে ভ্রমণের সিল, ক্যামেরায় ভ্রমণ কনটেন্ট, ইউটিউবে লাখ লাখ ভিউ… বাইরে থেকে সবই ছিল নিখুঁত এক ট্রাভেল ব্লগারের প্রোফাইল।…

Jyoti's diary revealed Pakistan trip

Jyoti’s diary revealed Pakistan trip

নয়াদিল্লি: পাসপোর্টে ভ্রমণের সিল, ক্যামেরায় ভ্রমণ কনটেন্ট, ইউটিউবে লাখ লাখ ভিউ… বাইরে থেকে সবই ছিল নিখুঁত এক ট্রাভেল ব্লগারের প্রোফাইল। কিন্তু সেই ‘ভ্রমণ’ই আজ জাতীয় নিরাপত্তার প্রশ্ন তুলেছে।

হরিয়ানার হিসার থেকে গ্রেফতার হওয়া ইউটিউবার জ্যোতি মালহোত্রা এখন একাধিক গোয়েন্দা সংস্থার নজরে। অভিযোগ, তিনি শুধু ক্যামেরা হাতে ঘুরে বেড়াননি—বরং চুপিচুপি দেশের গোপন তথ্য আদানপ্রদানে জড়িয়ে পড়েছিলেন পাক গোয়েন্দাদের সঙ্গে। এই জ্যোতির একটি ডায়েরি হাতে এসেছে গোয়েন্দাদের৷ যা থেকে উঠে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য৷ 

   

পাকিস্তানে ‘ভালবাসা’, ডায়েরিতে রহস্য!

হরিয়ানা পুলিশের হাতে এসেছে জ্যোতির ব্যক্তিগত ডায়েরি, যেখানে তাঁর পাকিস্তান সফরের অভিজ্ঞতা লেখা। একটি এন্ট্রিতে তিনি লিখেছেন, “দশ দিনের পাকিস্তান সফর শেষে ফিরলাম আমার দেশে… ওখানে অসংখ্য মানুষ ভালবাসা দিয়েছে। লাহোরের দুই দিন যেন কিছুতেই যথেষ্ট ছিল না।”

পাকিস্তানকে তিনি বলেছেন “বর্ণময়, উন্মাদ, অনুভূতির বাইরে”। এমনকী লিখেছেন, “সেখানে মন্দিরগুলো রক্ষা করুন, ১৯৪৭-এ বিচ্ছিন্ন হওয়া পরিবারগুলো যেন মিলতে পারে।”

শব্দগুলো আবেগে ভরপুর—কিন্তু গোয়েন্দাদের মতে, এগুলোর পেছনে থাকতে পারে আরও বড় কিছু।

 দানিশ, শাকির, শাহবাজ – এক গুপ্তচর গল্পের চরিত্ররা Jyoti’s diary revealed Pakistan trip

তদন্তে জানা গিয়েছে, ইউটিউবার জ্যোতি মালহোত্রা গত দেড় বছর ধরে নিয়মিত যোগাযোগ রাখছিলেন পাকিস্তান হাইকমিশনের কর্মী এহসান-উর-রহিম ওরফে দানিশ-এর সঙ্গে।

দানিশই তাঁকে আলাপ করান পাক নিরাপত্তা আধিকারিক শাকির ও রানা শাহবাজ-এর সঙ্গে। শাকিরের নাম ফোনে ছিল ‘Jatt Randhawa’—একদম সিনেমার মতো মোড়ক। বিদেশে দেখা, দেশে ফিরে WhatsApp, Telegram, এমনকি Snapchat-এ চলত যোগাযোগ। দিল্লির পাক হাইকমিশনে একাধিকবার গিয়েছেন তিনি।

Advertisements

 ঘন ঘন বিদেশ সফর, অথচ আয়ের উৎস অস্পষ্ট!

হিসার পুলিশের মতে, একজন সাধারণ ভ্রমণ ব্লগারের ইনকাম দিয়ে এত ঘন ঘন বিদেশ ভ্রমণ করা সম্ভব না। তাঁর একাধিক ব্যাংক অ্যাকাউন্টে এসেছে সন্দেহজনক লেনদেন। তদন্তকারীরা মনে করছেন, হয়তো বিদেশি ফান্ডিং হয়েছে।

গোটা চক্রে জড়িয়ে আরও ১১ জন, আরেক ইউটিউবারও গ্রেফতার

জ্যোতির গ্রেফতারের পর গত দুই সপ্তাহে পাঞ্জাব, হরিয়ানা ও উত্তরপ্রদেশে আরও ১১ জনকে পাক গোয়েন্দা সংযোগে গ্রেফতার করা হয়েছে। ধরা পড়েছেন আরেক ইউটিউবার গুজালা, যিনি ধরা পড়েন পাঞ্জাব থেকে। গোয়েন্দাদের মতে, এ যেন সোশ্যাল মিডিয়ার ছদ্মবেশে চলা এক পুরো ‘স্পাই নেটওয়ার্ক’, যার বিস্তার রয়েছে ভারতের একাধিক রাজ্যে।

‘ট্রাভেল উইথ জো’ এখন ‘ট্র্যাকড বাই এনআইএ’

জ্যোতি মালহোত্রার ইউটিউব চ্যানেল ‘Travel with Jo’-এর সাবস্ক্রাইবার সংখ্যা ছিল ৩.৭৭ লাখ। ভিডিওর আড়ালে কী চলত, তা এখন খতিয়ে দেখছে NIA ও IB। তাঁর প্রতিটি আন্তর্জাতিক সফরের সময়কাল, যাদের সঙ্গে দেখা করেছেন, আর্থিক উৎস – সব কিছু বিশ্লেষণ চলছে।

 প্রশ্ন শুধু একটাই—আর কে কে এই নেটওয়ার্কের অংশ?

এই গ্রেফতারি যেন শুরু মাত্র। গোয়েন্দাদের সন্দেহ, সোশ্যাল মিডিয়া জগতের আরও অনেক মুখই হয়তো জড়িয়ে আছেন এই চক্রে। জ্যোতি-কাণ্ডের পর উঠছে একের পর এক প্রশ্ন- ‘আমরা যাদের ফলো করি, তারা কি সত্যিই নিরীহ?’  ‘সোশ্যাল মিডিয়া কি নিরাপদ?’ ‘আর কারা আছে লিস্টে?’

Bharat: Indian YouTuber Jyoti Malhotra, arrested in Hisar, faces national security concerns over alleged links with Pakistani intelligence. Her diary reveals “love” for Pakistan and suspicious contacts. Delhi’s Pakistan High Commission under scrutiny as agencies investigate espionage claims.