আইএসআই-এর হয়ে গুপ্তচরবৃত্তি! উত্তরপ্রদেশ থেকে ধৃত যুবক

লখনউ: পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই (Inter-Services Intelligence)-এর হয়ে ভারতে গুপ্তচরবৃত্তি চালানোর অভিযোগে রামপুর জেলার এক যুবককে গ্রেফতার করল উত্তরপ্রদেশের অ্যান্টি টেররিজম স্কোয়াড (ATS)। ধৃত ব্যক্তির…

ISI Spy Arrest India

লখনউ: পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই (Inter-Services Intelligence)-এর হয়ে ভারতে গুপ্তচরবৃত্তি চালানোর অভিযোগে রামপুর জেলার এক যুবককে গ্রেফতার করল উত্তরপ্রদেশের অ্যান্টি টেররিজম স্কোয়াড (ATS)। ধৃত ব্যক্তির নাম শেহজাদ, যাকে মোরাদাবাদ থেকে শনিবার রাতে আটক করা হয়৷

সূত্রের খবর, গোটা দেশে পাক গুপ্তচর সংস্থার হয়ে কাজ করা সন্দেহভাজনদের বিরুদ্ধে চলছে এক বিশেষ অভিযান। ইতিমধ্যেই বেশ কয়েকজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও ইউটিউবারকে গ্রেফতার করা হয়েছে। সেই অভিযানেরই অংশ হিসেবে শেহজাদকে নজরে রাখছিল গোয়েন্দারা।

   

বেআইনি চোরাচালানের আড়ালে গুপ্তচরবৃত্তি

এটিএস-এর প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, গোপন সূত্রে খবর আসে যে শেহজাদ দীর্ঘদিন ধরেই পাকিস্তান-ভারত সীমান্তে চোরাচালানের কাজে লিপ্ত, এবং এই কাজের পিছনে রয়েছে আইএসআই-এর সক্রিয় মদত। তদন্তে উঠে এসেছে, সে একাধিকবার পাকিস্তানে গিয়েছে এবং সে দেশের সঙ্গে অবৈধ বাণিজ্যের আড়ালে তথ্য পাচার করত।

চোরাপথে ভারতে আনা হত প্রসাধনী, জামাকাপড়, মশলা সহ নানা পণ্য। কিন্তু এই চোরাচালান ছিল মূলত গুপ্তচরবৃত্তির জন্য একটি ছদ্মবেশমাত্র।

সেনা সংক্রান্ত তথ্য পাচার, ভারতীয় সিম কার্ড পাঠানোর অভিযোগ ISI Spy Arrest India

পুলিশ জানিয়েছে, শেহজাদ শুধুমাত্র তথ্য পাচারই করেনি, বরং ভারতের অভ্যন্তরে আইএসআই-এর কার্যকলাপের সুবিধা করে দেওয়ার কাজেও যুক্ত ছিল। তার বিরুদ্ধে অভিযোগ, সে একাধিক আইএসআই এজেন্টের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করে তাদের হাতে তুলে দিয়েছে ভারতের সংবেদনশীল ও গোপন তথ্য।

Advertisements

তদন্তে আরও জানা গিয়েছে, শেহজাদ আইএসআই-এর নির্দেশে ভারতীয় নাগরিকদের পাকিস্তানে পাঠানো, অর্থ ট্রান্সফার এবং সিম কার্ড সরবরাহ করার মতো গুরুতর অপরাধে যুক্ত ছিল। এই কাজে সে ব্যবহার করত ভুয়ো ভিসা ও পাসপোর্ট।

মামলা রুজু, আদালতে পেশ

শেহজাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (Bharatiya Nyaya Sanhita)-র ১৪৮ ও ১৫২ নম্বর ধারা অনুযায়ী মামলা রুজু হয়েছে। তাকে লখনউয়ের এটিএস থানায় নিয়ে আসা হয়েছে এবং ইতিমধ্যেই ম্যাজিস্ট্রেটের সামনে পেশ করা হয়েছে। তদন্ত চলার পাশাপাশি, এই চক্রের সঙ্গে যুক্ত অন্যান্যদের খোঁজে তল্লাশি চলছে।

 Bharat: Uttar Pradesh ATS arrests a man from Rampur, Shehzad, for allegedly spying for Pakistan’s ISI. He’s accused of smuggling, sharing sensitive info, and providing Indian SIM cards. Investigation underway.