বর্ষার ধাক্কা মে মাসেই! দক্ষিণবঙ্গে বাড়ছে বৃষ্টির সম্ভাবনা, রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

এবার সময়ের আগেই দেশে ঢুকে পড়ছে বর্ষা (Weather Update) । সাধারণত প্রতিবছর ১ জুন দক্ষিণ ভারতের কেরলে বর্ষা প্রবেশ করে। তবে চলতি বছরে আবহাওয়ার(Weather Update)…

Weather Office Announces Early Monsoon Arrival in India, Heavy Rain Forecast for Several Districts in West Bengal

এবার সময়ের আগেই দেশে ঢুকে পড়ছে বর্ষা (Weather Update) । সাধারণত প্রতিবছর ১ জুন দক্ষিণ ভারতের কেরলে বর্ষা প্রবেশ করে। তবে চলতি বছরে আবহাওয়ার(Weather Update) গতিপথ এবং দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণে বর্ষা অনেক আগেই ভারতের দক্ষিণ(Weather Update) উপকূলে প্রবেশ করতে চলেছে। আলিপুর আবহাওয়া দফতরের সাম্প্রতিক রিপোর্টে জানানো হয়েছে, ২৮ মে’র আগেই কেরলে বর্ষা ঢুকে পড়বে।

গত কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন প্রান্তে (Weather Update) বর্ষার আগমনের ইঙ্গিত পাওয়া(Weather Update) যাচ্ছিল। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে (Weather Update) মৌসুমী বায়ুর প্রভাব পড়তে শুরু করেছে। আগামী ৩-৪ দিনের মধ্যেই পুরো(Weather Update) আন্দামানে বর্ষা প্রবেশ (Weather Update) করে যাবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তর-পূর্ব ভারতেও একই সময় বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পাবে বলে জানানো হয়েছে।

   

বাংলায় বৃষ্টির পূর্বাভাস(Weather Update) 

পশ্চিমবঙ্গে বর্ষা (Weather Update) ঠিক কবে প্রবেশ করবে, সে বিষয়ে এখনও মৌসম ভবনের তরফে আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। তবে তার আগেই রাজ্যের বিভিন্ন (Weather Update) জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী (Weather Update) দুই সপ্তাহ ধরে দক্ষিণবঙ্গে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে, (Weather Update) গ্রীষ্মের প্রচণ্ড ভ্যাপসা গরমের মাঝে কিছুটা স্বস্তি দেবে এই বৃষ্টি।

আজ, শুক্রবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় (Weather Update) বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কোথাও কোথাও হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত।(Weather Update) উত্তরবঙ্গের ছয়টি জেলায় ইতিমধ্যেই ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে দার্জিলিং, (Weather Update) জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং এবং উত্তর দিনাজপুরে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বঙ্গোপসাগরে নিম্নচাপের আশঙ্কা(Weather Update) 

Advertisements

মে মাসের শেষ দিকে বঙ্গোপসাগরে (Weather Update) একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া দফতর। নিম্নচাপ তৈরি হলে তার প্রভাবে আরও বেশি বৃষ্টিপাত হতে পারে উপকূলবর্তী ও সংলগ্ন জেলাগুলিতে। এর ফলে আবহাওয়ার আরও পরিবর্তন ঘটবে এবং বর্ষার (Weather Update) আগমন আরও তরান্বিত হতে পারে।

প্রস্তুতি নেওয়ার সময় এখনই(Weather Update) 

যেহেতু আগত বর্ষা শুধুমাত্র একটানা (Weather Update) বৃষ্টিই নয়, সঙ্গে বয়ে আনতে পারে ঝড়, বজ্রপাত এবং কখনও কখনও জলাবদ্ধতা ও গাছ পড়ার মতো দুর্ঘটনা — (Weather Update) তাই এখন থেকেই কিছু প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া বাঞ্ছনীয়। শহরাঞ্চলে জল জমা, যানজট ও বিদ্যুৎ (Weather Update) বিভ্রাটের মতো সমস্যার জন্য মানসিক প্রস্তুতি নিতে হবে। গ্রামের দিকে চাষবাসে এই আগাম বর্ষা যেমন কিছুটা সুবিধা এনে দেবে, তেমনই অতিবৃষ্টি ক্ষতির আশঙ্কাও ডেকে আনতে পারে।

কলকাতা সহ দক্ষিণবঙ্গের বহু অঞ্চলে(Weather Update) গত কয়েকদিন ধরে প্রবল গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। বর্ষার এই আগমন কিছুটা স্বস্তি দিলেও বৃষ্টির প্রকোপে যাতে দৈনন্দিন জীবন ব্যাহত না হয়, তার জন্য সচেতন থাকতে হবে।

বর্ষার আগমনের এই বার্তা যেমন প্রকৃতির (Weather Update) রূপান্তরের চিহ্ন, তেমনই এক নতুন ঋতুর শুরু। বৃষ্টির ছোঁয়ায় ধুলো ধূসরিত প্রকৃতি ফিরে পাবে তার প্রাণ,(Weather Update) কিন্তু এর সঙ্গে থাকতে হবে সাবধানতা ও প্রস্তুতিও। আবহাওয়ার পরিবর্তন নিয়ে নিয়মিত খোঁজ রাখা এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়াই আগামী দিনগুলিকে আরও নিরাপদ করে তুলবে।