ISL: ইস্ট-মোহনে বাতিল ইসফাকের হাতে তৈরি কেরালা ব্লাস্টার্স

ISL: কলকাতা ময়দানে অত্যন্ত পরিচিত নাম ইসফাক আহমেদ। অনেক দিন আগেই যাকে বাতিল করে দিয়েছিল মোহনবাগান (Mohun Bagan), ইস্টবেঙ্গল (East Bengal)। তাঁকে এখন কুর্নিশ যাচ্ছেন…

ISL: ইস্ট-মোহনে বাতিল ইসফাকের হাতে তৈরি কেরালা ব্লাস্টার্স

ISL: কলকাতা ময়দানে অত্যন্ত পরিচিত নাম ইসফাক আহমেদ। অনেক দিন আগেই যাকে বাতিল করে দিয়েছিল মোহনবাগান (Mohun Bagan), ইস্টবেঙ্গল (East Bengal)। তাঁকে এখন কুর্নিশ যাচ্ছেন ভারতীয় ফুটবল মহল। 

Advertisements

জামশেদপুর এফসিকে হারিয়ে ইন্ডিয়ান সুপার লিগের ফাইনালে কেরালা ব্লাস্টার্স। দক্ষিণের এই ফ্রাঞ্চাইজির দল গঠনের পিছনে বড় ভূমিকা রয়েছে ইসফাক আহমেদের। ভারতীয়-বিদেশি ফুটবলার বাছাই, প্রতিভা অন্বেষণের কাজে যুক্ত ছিলেন তিনি। ইসফাক যে পাথর চিন্তে ভুল করেননি তার প্রমাণ কেরলের এই পারফরম্যান্স। 

   
ISL
ফুটবলার এবং সহকারী কোচ দুই ভূমিকাতেই সফল ইসফাক আহমেদ।

কলকাতায় ২০০৭ সালে মোহন বাগানের হয়ে খেলা শুরু করেছিলেন ইসফাক। ২০১১ সাল পর্যন্ত সবুজ মেরুন জার্সিতে খেলেছিলেন ৮২ টি ম্যাচ। করেছিলেন ১৫ টি গোল। 

Advertisements

ইস্টবেঙ্গলে এসেছিলেন বাগানে খেলে যাওয়ার এক মরশুম পরে, ২০১২ সালে। ২০১২-১৩ মরশুমে লাল হলুদ জার্সিতে বাইশটি ম্যাচ খেলে একটি গোল করেছিলেন। সেখান থেকে লোনে মহামেডানে। ধীরে ধীরে কলকাতা ময়দানে ব্রাত্য হতে শুরু করেছিলেন ততদিনে। ফুটবলের মক্কায় সুযোগ না পেলেও ভারতের অন্যত্র সুযোগ পেয়েছেন একাধিকবার। কখনও ফুটবলার হিসেবে, কখনও-বা দল গঠন, সহকারী কোচিং হিসেবে। দৌড় থামেননি ইসফাক আহমেদ।