আইপিএল ২০২৫ (IPL 2025) দ্বিতীয় পর্ব শুরুর আগে বড়সড় স্বস্তির খবর পেল দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। বাংলাদেশ (Bangladesh) ক্রিকেট বোর্ড (BCB) আনুষ্ঠানিকভাবে নো-অবজেকশন সার্টিফিকেট (NOC) দিয়েছে বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman), যার ফলে ১৮ মে থেকে ২৪ মে পর্যন্ত আইপিএলের বাকি তিনটি লিগ ম্যাচে অংশ নিতে পারবেন তিনি। তবে, দল যদি প্লে-অফে পৌঁছায়, সেক্ষেত্রে মুস্তাফিজকে পাওয়া যাবে না, কারণ এনওসি শুধুমাত্র ২৪ মে পর্যন্ত কার্যকর।
গম্ভীর নন, ইংল্যান্ড সফরে বদল হচ্ছে কোচ!
জটিলতার সূচনা এবং সমাধান
মুস্তাফিজুরকে অজি ক্রিকেটার জ্যাক ফ্রেসার ম্যাকগার্কের পরিবর্ত হিসেবে ঘোষণা করেছিল দিল্লি ক্যাপিটালস। কিন্তু গত বুধবার সন্ধ্যায় মুস্তাফিজুরের নাম ঘোষণার কিছু সময় পরেই তাকে বাংলাদেশের জাতীয় দলের সঙ্গে সংযুক্ত আরব আমিরশাহীর উদ্দেশ্যে রওনা দিতে দেখা যায়। ১৭ ও ১৯ মে দুবাইয়ে সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে দুটি টি-২০ ম্যাচ খেলবে বাংলাদেশ, যার প্রথম ম্যাচে অংশ নেওয়ার কথা মুস্তাফিজুরের। ফলে তার আইপিএলে অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়।
নীরজের মাইলফলক নিয়ে বিশেষ শুভেচ্ছা বার্তা প্রধানমন্ত্রী মোদীর
বিসিবি প্রথমে জানায়, তারা এনওসি ইস্যু করেনি এবং বিষয়টি সম্পর্কে অবগত নয়। এই অবস্থায় একাধিক জল্পনা শুরু হয়। অনেকে মনে করেন, ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক টানাপোড়েন এই সিদ্ধান্তের পেছনে প্রভাব ফেলতে পারে। তবে শেষমেশ শুক্রবার বিসিবির তরফে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে জানানো হয়, ১৮ থেকে ২৪ মে পর্যন্ত আইপিএল খেলার জন্য এনওসি ইস্যু করা হয়েছে।
দিল্লির জন্য বড় স্বস্তি
দিল্লি ক্যাপিটালস ইতিমধ্যেই অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ককে হারিয়েছে। স্টার্ক বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) ফাইনালের প্রস্তুতির জন্য আইপিএলের দ্বিতীয় পর্ব থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। তাঁর জায়গায় মুস্তাফিজুর রহমানের অন্তর্ভুক্তি দলটির জন্য বড়সড় শক্তি বৃদ্ধির দিকেই ইঙ্গিত করছে।
দল গোছাতে গিয়ে বড়সড় ধাক্কা খেল ইস্টবেঙ্গল! ঘুরে দাঁড়াতে মরিয়া কোচ অস্কার
মুস্তাফিজুর ২০২২ ও ২০২৩ সালেও দিল্লির হয়ে খেলেছিলেন। তাঁর অভিজ্ঞতা ও ডেথ ওভারে কার্যকরী বোলিং ক্যাপাবিলিটি দলের বোলিং ইউনিটে নতুন প্রাণ এনে দিতে পারে। দিল্লির নেতৃত্বে রয়েছেন অক্ষর প্যাটেল। দলে রয়েছেন দক্ষিণ আফ্রিকার ফাফ ডু প্লেসিস ও উইকেটরক্ষক-ব্যাটার ট্রিস্টান স্টাবস, যারা লিগ পর্ব পর্যন্ত দলের সঙ্গে থাকবেন। তবে স্টাবসও লিগ পর্ব শেষে ইংল্যান্ডে যাবেন WTC ফাইনালের প্রস্তুতির জন্য।
একাধিক জটিলতা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে শেষমেশ আইপিএল ২০২৫ দ্বিতীয় পর্বে মুস্তাফিজুর রহমানের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। যদিও সময়সীমা সীমিত, তবে এই কয়েকটি ম্যাচে তাঁর অভিজ্ঞতা ও বোলিং সামর্থ্য দিল্লি ক্যাপিটালসকে প্লে-অফের দৌড়ে গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছাতে সহায়তা করতে পারে। তবে ফ্র্যাঞ্চাইজির জন্য হতাশার বিষয় হল, প্লে-অফে দল উঠলেও ২৪ মের পর মুস্তাফিজকে আর পাওয়া যাবে না। তা সত্ত্বেও এই কয়েকদিনের জন্য তাঁর উপস্থিতি দিল্লির শিবিরে নতুন আশার আলো নিয়ে এসেছে।
Mustafizur Rahman gets NOC from 18th to 24th May. pic.twitter.com/AOB6tqrlVA
— Mufaddal Vohra (@mufaddal_vohra) May 16, 2025