কলকাতা: বিকাশ ভবনের সামনে ২০১৬ সালের এসএসসি প্যানেল বাতিলের প্রতিবাদে অবস্থানরত চাকরিচ্যুতদের আন্দোলনকে “নাটক” বলে মন্তব্য করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। শনিবার এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “যাঁরা টিভিতে মুখ দেখাতে চান, তাঁরাই এখনও বসে আছেন। এটা নাটক হচ্ছে।”
মন্ত্রী আরও জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোরে এই বিষয়ে আশ্বাস দিয়েছিলেন। অনেকেই সেই আশ্বাসে বাড়ি ফিরে গিয়েছেন। অথচ কিছু মানুষ এখনও আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাঁর মতে, “সুপ্রিম কোর্টের রায় বিকাশ ভবনের সামনে আন্দোলন করে বদলানো যাবে না।”
২৫,৭৩৫ জন শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরিহারা
চাকরিচ্যুতদের অভিযোগ, ২০১৬ সালের এসএসসি নিয়োগে দুর্নীতির অভিযোগে সুপ্রিম কোর্ট প্যানেল বাতিল করায় রাজ্যের ২৫,৭৩৫ জন শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি চলে গিয়েছে। সেই রায় ঘোষণার পর থেকেই একাংশ আন্দোলনে সামিল হয়েছেন। বৃহস্পতিবার থেকে বিকাশ ভবনের সামনে তাঁরা অনশন ও অবস্থান বিক্ষোভ শুরু করেন। ওই দিন রাতেই পুলিশ আন্দোলনকারীদের উপর লাঠিচার্জ করে।
চাকরিচ্যুতদের দাবি, তাঁদের ন্যায্য চাকরি কেড়ে নেওয়া হয়েছে। তাঁরা নতুন করে পরীক্ষায় বসতে রাজি নন। আন্দোলনকারীদের এক জন বলেন, “সরকারি কেউ এসে কথা বললেন না। আমাদের এই আন্দোলন নাটক বলে দাগিয়ে দেওয়া একেবারে অমানবিক। আমরা রাস্তায় পড়ে আছি, এটা কি নাটক?”
আন্দোলনকারীদের অভিযোগ Firhad Hakim slams protesters
আন্দোলনকারীদের আরও অভিযোগ, বৃহস্পতিবার বিকাশ ভবন ঘেরাওয়ের সময় কর্মচারীদের আটকে রাখা হয়নি, বরং তাঁদের দাবি আদায়ের উদ্দেশ্যে শান্তিপূর্ণ অবস্থান চলছিল। কিন্তু পুলিশ বিনা কারণে বলপ্রয়োগ করেছে। পুলিশ অবশ্য জানিয়েছে, কর্মীদের নিরাপদে বাইরে বার করতেই ন্যূনতম বলপ্রয়োগ করতে হয়েছে।
শনিবার বিকাশ ভবন বন্ধ থাকলেও আন্দোলনকারীরা করুণাময়ী পর্যন্ত মিছিল করার কর্মসূচি নিয়েছেন। পাশাপাশি, পুলিশের প্রতি প্রতীকী প্রতিবাদ জানিয়ে তাঁদের চকোলেট ও কলম উপহার দেওয়ার কথাও ঘোষণা করেছেন। মার খাওয়া শিক্ষক-শিক্ষিকারা রাস্তায় বসেই ছাত্রছাত্রীদের পড়াবেন বলে জানানো হয়েছে।
আন্দোলন থেকে সরে দাঁড়াবেন না
আন্দোলনকারীদের স্পষ্ট বার্তা, তাঁরা কোনও ভাবেই আন্দোলন থেকে সরে দাঁড়াবেন না। যতদিন না মুখ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রী তাঁদের সঙ্গে সরাসরি দেখা করে আশ্বাস দেন, ততদিন আন্দোলন চলবে।
সরকারের পক্ষ থেকে যদিও আশ্বাস দেওয়া হয়েছে যে, আইন মেনে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে, তবে ফিরহাদ হাকিমের মন্তব্য ঘিরে নতুন করে বিতর্ক দানা বাঁধছে। আন্দোলনকারীদের বক্তব্য, “এই মন্তব্য আমাদের লড়াইকে অবমাননা করেছে। আমরা ন্যায্য দাবিতে রাস্তায়। নাটক করছি না।”
West Bengal: Firhad Hakim calls the teacher’s protest at Bikash Bhavan a “drama,” stating those seeking media attention continue to protest. He claims the Supreme Court’s SSC panel cancellation ruling cannot be reversed by protests. Teachers deny the “drama” claim.