বেকবাগানে বহুতলে আগুন, ঘটনাস্থলে দমকলের ৮টি ইঞ্জিন

কলকাতা:  আবার অগ্নিকাণ্ডের ঘটনা কলকাতায়। শনিবার দুপুরে শহরের বেকবাগান এলাকার এজেসি বোস রোডে একটি বহুতলের পাঁচতলায় আচমকাই আগুন লাগে। মুহূর্তের মধ্যে দাউদাউ করে জ্বলে ওঠে…

Kolkata Beckbagan Fire

কলকাতা:  আবার অগ্নিকাণ্ডের ঘটনা কলকাতায়। শনিবার দুপুরে শহরের বেকবাগান এলাকার এজেসি বোস রোডে একটি বহুতলের পাঁচতলায় আচমকাই আগুন লাগে। মুহূর্তের মধ্যে দাউদাউ করে জ্বলে ওঠে অফিসের ঘর। আগুনের লেলিহান শিখা ও ধোঁয়ায় আতঙ্ক ছড়ায় গোটা ভবনে।

ঘটনাস্থলে দমকলের ৮ ইঞ্জিন

দুপুর ২টো ৫৫ মিনিট নাগাদ এই অগ্নিকাণ্ডের খবর আসে দমকলের কাছে। তৎক্ষণাৎ ঘটনাস্থলে ছুটে আসে দমকলের একের পর এক ইঞ্জিন। শেষ পাওয়া খবর অনুযায়ী, মোট ৮টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।

   

দমকল সূত্রে জানা গিয়েছে, বহুতলের পঞ্চম তলার একটি অফিসে প্রথম আগুন দেখা যায়। ওই অফিসে একাধিক এসি মেশিন ও ইলেকট্রনিক যন্ত্রপাতি ছিল, যা আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। আগুন লাগার সময় অফিসে কেউ ছিলেন কি না, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।

আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলছে Kolkata Beckbagan Fire

দমকলের এক উচ্চপদস্থ আধিকারিক জানান, “আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলছে। এখনই আগুন লাগার কারণ নিয়ে নিশ্চিত হওয়া যাচ্ছে না। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে।”

Advertisements

আপাতত ওই বহুতলে থাকা অন্যান্য অফিস ও ফ্লোর থেকে সবাইকে নিরাপদে বের করে আনা হয়েছে। এলাকায় টানা নজরদারি চালাচ্ছে পুলিশ ও দমকল। দমকলকর্মীদের অনুমান, সম্ভবত শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। পরে তা অফিসের অন্যত্র ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণ আনার পরই আগুন লাগার কারণ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন দমকলের এক উচ্চপদস্থ অফিসার। আগুন নিয়ন্ত্রণে আনতে এজেসি বোস উড়ালপুলের উপর থেকে ওই বহুতলে জল ছুড়ছেন দমকল কর্মীরা। ওই বহুতলের পাশের বহুতলের উপর উঠেও আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হচ্ছে৷ এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই৷ 

Kolkata City: A fire broke out on the fifth floor of a multi-storied building on AJC Bose Road in Kolkata’s Beckbagan area on Saturday afternoon. Eight fire engines are working to control the blaze. The cause is currently unknown, but short circuit is suspected.