ভারত-পাক সীমান্তে উত্তেজনার কারণে সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল আইপিএল ২০২৫ (IPL 2025)। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে ১৭ মে থেকে আবার মাঠে গড়াচ্ছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট। আর এই নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী কলকাতা নাইট রাইডার্স (KKR) ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) হাইভোল্টেজ ম্যাচ দিয়ে।
লক্ষ্য IPL ২০২৫ শিরোপা! বিধ্বংসী ব্যাটারকে দলে নিচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স
প্লে-অফের সমীকরণ: আশা বনাম বাস্তবতা
চলতি আইপিএলে শুরু থেকেই দুর্দান্ত ছন্দে রয়েছে আরসিবি। রজত পতিদারের নেতৃত্বে ধারাবাহিকভাবে জয় তুলে নিচ্ছে। তারা শেষ কয়েকটি ম্যাচে নিজেদের শক্তিমত্তা দেখিয়ে দিয়েছে। প্লে-অফে পৌঁছানোর জন্য তাদের বাকি তিনটি ম্যাচের মধ্যে যেকোনো একটি জিতলেই যথেষ্ট।
অন্যদিকে, কেকেআরের জন্য এই ম্যাচ একপ্রকার শেষ চেষ্টার লড়াই। এখনো তাদের সামনে গাণিতিকভাবে প্লে-অফের সম্ভাবনা খোলা থাকলেও, বাস্তবিক চিত্র মোটেই অনুকূলে নয়। বাকি দুটি ম্যাচে বড় ব্যবধানে জিততে হবে, সেই সঙ্গে তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচগুলির ফলাফলের দিকেও। তবে ক্রিকেট অনিশ্চয়তার খেলা — তাই শেষ বল না পড়া পর্যন্ত আশা ছাড়ছেন না নাইট সমর্থকেরা।
বিরাটকে বিদায় সংবর্ধনা! KKR ম্যাচে আরসিবি ভক্তদের বিশেষ উদ্যোগ
কেকেআরের সম্ভাব্য একাদশ
বিরতির পর কেকেআর কেমন কম্বিনেশন নিয়ে মাঠে নামবে, তা নিয়ে বেশ জল্পনা রয়েছে। তবে যে দলটি নামতে পারে, তার মধ্যে অভিজ্ঞতা ও তরুণদের মিশেলই দেখা যাচ্ছে। ওপেনিংয়ে রহমানউল্লাহ গুরবাজ ও সুনীল নারিন একটি আক্রমণাত্মক সূচনা এনে দিতে পারেন। নারিন এবছর ব্যাট ও বল দুটোতেই গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন।
তিন নম্বরে অভিজ্ঞ অজিঙ্ক রাহানে স্থিতিশীলতা এনে দিতে পারেন, তারপরে থাকবে তরুণ আংক্রিশ রঘুবংশী, যিনি ইতিমধ্যেই নিজের সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন। মিডল অর্ডারে রিঙ্কু সিং ও আন্দ্রে রাসেল কেকেআরের পাওয়ার হাউস। বিশেষ করে রাসেল যদি ছন্দে থাকে, তাহলে যেকোনো বোলিং আক্রমণ ভেঙে দিতে পারেন।
মনীশ পান্ডে ও রমনদীপ সিংয়ের মতো মিডল অর্ডার ব্যাটাররা ম্যাচের চাপ সামাল দেওয়ার মতো অভিজ্ঞতা রাখেন। বল হাতে বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা ও বৈভব অরোরা থাকছেন মূল অস্ত্র হিসেবে। চক্রবর্তীর স্পিন ও হর্ষিত-অরোরার পেস কেকেআরের বোলিং আক্রমণকে ভারসাম্য দেয়।
সম্ভাব্য একাদশ:
রহমানউল্লাহ গুরবাজ, সুনীল নারিন, অজিঙ্ক রাহানে, আংক্রিশ রঘুবংশী, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, মনীশ পান্ডে, রমনদীপ সিং, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা।
আরসিবির সম্ভাব্য একাদশ :
ফিল সল্ট, বিরাট কোহলি, রজত পতিদার, লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা, টিম ডেভিড, ক্রুণাল পান্ডিয়া, স্বপ্নিল সিং, ভুবনেশ্বর কুমার, লুঙ্গি এনগিডি, যশ দয়াল।
কাগজে কলমে আরসিবি অনেকটাই এগিয়ে থাকলেও, কেকেআরের হারানোর কিছু নেই — বরং জেতার প্রচণ্ড ইচ্ছাশক্তিই তাদের সবচেয়ে বড় অস্ত্র হতে পারে। নাইটদের জন্য এটি ‘ডু অর ডাই’ ম্যাচ। এমন পরিস্থিতিতে আন্দ্রে রাসেল বা রিঙ্কু সিংয়ের মতো ম্যাচ উইনাররা একটি অনন্য ইনিংস খেলে গোটা পরিস্থিতি বদলে দিতে পারেন।
১৭ মে রাতের এই ম্যাচ শুধুমাত্র দুই দলের নয়, বরং গোটা আইপিএল ২০২৫ মরসুমের মোড় ঘুরিয়ে দিতে পারে। চোখ থাকবে সব সমর্থকের — নাইটরা কি শেষ চেষ্টা সফল করতে পারবে? নাকি আরসিবি প্লে-অফে নিজেদের জায়গা নিশ্চিত করে ফেলবে? উত্তরের অপেক্ষা আর কিছু ঘণ্টার।