কলকাতা: রাজ্যজুড়ে গরমে অতিষ্ঠ জনজীবনে সাময়িক স্বস্তির ইঙ্গিত দিল আবহাওয়া দফতর। চলতি সপ্তাহের শেষভাগে প্রবল গরমের মাঝে ফের দেখা দিতে চলেছে কালবৈশাখীর দাপট। আগামী ২৩ মে পর্যন্ত রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।
দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস
আজ শুক্রবার দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সকালে গরম ও আর্দ্রতার অস্বস্তি থাকলেও বিকেলের দিকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান ও হুগলি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। পাশাপাশি, কলকাতা ও সংলগ্ন এলাকাতেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কলকাতায় আজ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে কালবৈশাখী হতে পারে। রবিবার শহরে ঝড়বৃষ্টির সম্ভাবনা আরও জোরালো থাকবে বলেও ইঙ্গিত দিয়েছেন আবহবিদরা।
হাওয়া অফিস জানিয়েছে, ঝড়বৃষ্টির প্রভাবে দক্ষিণবঙ্গে তাপমাত্রা কিছুটা কমবে। আগামী কয়েক দিনের মধ্যে পারদ ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে।
উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা Kolkata Weather Update
উত্তরবঙ্গের সব জেলাতেই আজ ঝড় ও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উপরের পাঁচটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। এই পরিস্থিতি শুক্রবার পর্যন্ত বজায় থাকতে পারে।
তবে আগামী ২৪ ঘণ্টায় রাজ্যজুড়ে তাপমাত্রায় বড় ধরনের কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।
West Bengal: Weather update for West Bengal: Relief from heat is expected with thunderstorms and rain across several districts, including Kolkata, Birbhum, Murshidabad, Nadia, and Hooghly, until May 23rd. Expect gusty winds and a slight drop in temperature. Northern Bengal also anticipates heavy rainfall.