কলকাতা: বিকাশ ভবনের সামনে ফের চড়ছে উত্তেজনার পারদ। শুক্রবার সকাল থেকেই আন্দোলনে উত্তাল সল্টলেকের শিক্ষা দফতর চত্বর। সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারানো ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী ফের ব্যারিকেড ভেঙে অবস্থান বিক্ষোভে বসেছেন। দাবি একটাই—চাকরি ফেরাও।
সকাল থেকেই উত্তপ্ত বিকাশ ভবন
আজ সকালেই পুলিশি পাহারার মধ্যেই আন্দোলনকারীরা জোর করে ব্যারিকেড সরিয়ে দিয়ে বিকাশ ভবনের সামনে এসে বসে পড়েন। “চাকরি চাই” স্লোগানে গর্জে ওঠে এলাকা। পুলিশকে লক্ষ্য করে ধিক্কার স্লোগানও দেন অনেকে। মোতায়েন রয়েছে বিপুল পুলিশ বাহিনী। তবে এখনও পর্যন্ত বড় ধরনের সংঘর্ষের খবর নেই।
বিকাশ ভবনের প্রধান গেট ভেঙে বিক্ষোভ West Bengal Teachers Protest
এর আগে বৃহস্পতিবার, ১৬ মে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছিল। বিকাশ ভবনের প্রধান গেট ভেঙে বিক্ষোভে নামে চাকরি খুইয়েছেন শিক্ষক-শিক্ষাকর্মীরা। চলে বিক্ষোভ, ধস্তাধস্তি, এমনকি পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগও ওঠে। পাল্টা আন্দোলনকারীদের বিরুদ্ধেও ইট ছোড়ার অভিযোগ জমা পড়ে। উত্তেজনা এতটাই চরমে পৌঁছেছিল যে বিকাশ ভবনের পাঁচিল টপকে পালানোর চেষ্টা করেন কয়েকজন সরকারি কর্মী। সেই সময় পুলিশের সঙ্গে চাকরি খুইয়ে ক্ষুব্ধ শিক্ষকদের তীব্র ধাক্কাধাক্কি শুরু হয়।
পরিস্থিতি সামাল দিতে রাতেই বিকাশ ভবনের সামনে বড় ব্যারিকেড বসায় পুলিশ। কিন্তু আজ শুক্রবার সকালে ফের সেই ব্যারিকেড সরিয়ে দেন আন্দোলনকারীরা। তাঁদের দাবি, কোনও হিংসাত্মক কার্যকলাপে তাঁরা যুক্ত নন। এক আন্দোলনকারী জানান, “আমরা শান্তিপূর্ণ অবস্থানে বসেছি। কোনও ভাঙচুর আমরা করিনি। পুলিশ অহেতুক জুলুম করছে।”
সুপ্রিম কোর্টের রায়ে বাতিল চাকরি
প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতির মামলায় রাজ্যজুড়ে প্রভাব পড়েছে। সুপ্রিম কোর্টের রায়ে বাতিল হয়েছে ২৬ হাজার শিক্ষকের নিয়োগ। যাঁদের মধ্যে বহুজন একাধিক বছর ধরে স্কুলে শিক্ষকতা করছিলেন। চাকরি হারিয়ে তাঁরা এখন রাস্তায়, ঘুরে দাঁড়ানোর চেষ্টায় লাগাতার আন্দোলনে সরব হয়েছেন।
পুলিশের তরফে ইতিমধ্যেই আন্দোলনকারীদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করা হয়েছে। তবে আন্দোলনকারীদের স্পষ্ট বক্তব্য, “আমরা আমাদের ন্যায্য অধিকার চাই। যতদিন না চাকরি ফিরে পাচ্ছি, ততদিন এখান থেকেই সরব না।”
বর্তমানে বিকাশ ভবনের সামনের রাস্তা কার্যত অবরুদ্ধ। যে কোনও সময় পরিস্থিতি ফের উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন। পরিস্থিতি সামাল দিতে তৈরি রয়েছে কলকাতা পুলিশের বিশাল বাহিনী।
West Bengal: Tension escalates at Bikash Bhavan as 26,000 teachers who lost jobs due to a Supreme Court order protest for reinstatement. Demonstrators breached barricades, demanding their jobs back. Police deployed; earlier clashes reported.