ভারতীয় ক্রিকেটের (Indian Cricketer) ‘হিটম্যান’ নামে খ্যাত রোহিত শর্মা (Rohit Sharma) টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর থেকেই জল্পনা তুঙ্গে। অনুরাগীদের আবেগের মধ্যে হঠাৎই আরও একটি আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন রোহিত। এবার আলোচনার বিষয়বস্তু—রাজনীতিতে পা রাখতে চলেছেন কি ভারতের প্রাক্তন টেস্ট অধিনায়ক?
সম্প্রতি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী (Chief Minister of Maharashtra) দেবেন্দ্র ফড়নবিশের (Devendra Fadnavis) সঙ্গে রোহিতের (Rohit Sharma) সাক্ষাৎ সেই সম্ভাবনাকে আরও উসকে দিয়েছে। মুখ্যমন্ত্রীর বাসভবনে গিয়েছিলেন রোহিত। দু’জনের মধ্যে সৌজন্য সাক্ষাৎ হলেও, রাজনৈতিক মহলে গুঞ্জন—এ কি নিছক কৌতূহল, না কি ভবিষ্যতের কোনো রাজনৈতিক পরিকল্পনার ইঙ্গিত?
বাগানের তারকা ফুটবলারসহ গোয়ার ফুটবলারকে সংবর্ধনা মিজো-সরকারের
ক্রিকেট থেকে বিদায়, জীবনের নতুন ইনিংস?
মাত্র কিছুদিন আগেই ইনস্টাগ্রামে পোস্ট করে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেন রোহিত। কোনও সাংবাদিক সম্মেলন নয়, কোনও অনুষ্ঠান নয়—একেবারেই ব্যক্তিগতভাবে নিজের সিদ্ধান্তের কথা সকলকে জানান তিনি। আর ঠিক এই ঘোষণার পরেই যখন মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন রোহিত, তখন সন্দেহ দানা বাঁধে—তিনি কি এবার রাজনীতির ময়দানে নামছেন?
ভারত-পাক উত্তপ্ত সম্পর্কের মধ্যে অর্শাদকে নিয়ে ‘বিস্ফোরক’ নীরজ
মুখ্যমন্ত্রীর বক্তব্যে বাড়ছে জল্পনা
দেবেন্দ্র ফড়নবিশ নিজের সোশ্যাল মিডিয়ায় রোহিতের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে লেখেন, “আমার সরকারি বাসভবনে রোহিত শর্মার সঙ্গে দেখা হল। দারুণ সময় কাটালাম। সদ্য টেস্ট থেকে অবসর নিয়েছে রোহিত। ওর পরবর্তী যাত্রার জন্য রইল অনেক শুভেচ্ছা।”
It was great to welcome, meet and interact with Indian cricketer Rohit Sharma at my official residence Varsha. I extended my best wishes to him on his retirement from Test cricket and for continued success in the next chapter of his journey!@ImRo45#Maharashtra #Mumbai… pic.twitter.com/G0pdzj6gQy
— Devendra Fadnavis (@Dev_Fadnavis) May 13, 2025
এই ‘পরবর্তী যাত্রা’-র ইঙ্গিত নিয়েই তৈরি হয়েছে প্রশ্নচিহ্ন। ক্রিকেট ছাড়ার পর ঠিক কোন পথে পা বাড়াবেন রোহিত, সে বিষয়ে এখনও কিছু জানাননি তিনি। তবে ফড়নবিশের বক্তব্যে মনে হচ্ছে, আগামী দিনে কোনো বড় ঘোষণা আসতেই পারে।
রাজনীতিতে তারকাদের পদার্পণ নতুন নয়
ভারতের রাজনীতিতে তারকাদের উপস্থিতি নতুন কিছু নয়। ক্রিকেটারদের মধ্যে মনসুর আলি খান পতৌদি থেকে শুরু করে মহম্মদ আজহারউদ্দিন, গৌতম গম্ভীর, নবজ্যোত সিং সিধু-এমন উদাহরণ বহু। সেই তালিকায় কি এবার নাম লেখাতে চলেছেন রোহিত শর্মাও?
অরুণাচলের বৃষ্টিতে চ্যালেঞ্জ, সেমিতে ভারতের প্রতিপক্ষ মালদ্বীপ
ভক্তদের প্রতিক্রিয়া মিশ্র
রোহিত ভক্তরা এই বিষয়ে দ্বিধান্বিত। একাংশ বলছেন, ক্রিকেটে এতবছর যিনি দেশের জন্য লড়েছেন, তিনি রাজনীতিতেও মানুষের হয়ে কাজ করবেন—এটা স্বাগতযোগ্য। আবার অন্যপক্ষ বলছে, রাজনীতি তার স্বচ্ছ ভাবমূর্তিকে ক্ষুণ্ন করতে পারে।
শেষ কথা এখনও রোহিতের মুখে আসেনি
সব জল্পনার মাঝেও রোহিত শর্মা এখনও এই বিষয়ে মুখ খোলেননি। তবে রাজনীতিতে পা রাখার জল্পনা যদি বাস্তব হয়, তাহলে এটি হতে পারে এক নতুন অধ্যায়ের সূচনা। ভারতীয় ক্রিকেটের ‘হিটম্যান’ কি এবার হবে ভারতের ‘নতুন নেতা’? উত্তর সময়ই দেবে।