প্রয়াত তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা

কলকাতা: প্রয়াত তেহট্ট বিধানসভার তৃণমূল বিধায়ক তাপস সাহা৷ মৃত্যুকালে  বয়স হয়েছিল ৬৬ বছর। গত মঙ্গলবার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে গুরুতর অসুস্থ হন তিনি। তাঁকে দ্রুত কলকাতায়…

Tapas Saha passes away

কলকাতা: প্রয়াত তেহট্ট বিধানসভার তৃণমূল বিধায়ক তাপস সাহা৷ মৃত্যুকালে  বয়স হয়েছিল ৬৬ বছর। গত মঙ্গলবার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে গুরুতর অসুস্থ হন তিনি। তাঁকে দ্রুত কলকাতায় বাইপাসের ধারের একটি হাসপাতালে ভর্তি করা হয়৷ তাঁর ব্রেন ডেথ হয়ে যায়৷ বৃহস্পতিবার সকালে সেখানেই মারা যান তাপস। তাঁর মৃত্যুতে নদিয়া জেলা ও রাজ্যের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। (Tapas Saha passes away)

রাজনৈতিক জীবন

 ২০১১ সালে প্রথমবার তেহট্ট বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে দাঁড়াতে চেয়েছিলেন তাপস, কিন্তু দল টিকিট দেয়নি৷ প্রার্থী করা হয় গৌরীশঙ্কর দত্তকে৷ ওই বছর বিধানসভায় নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েই নির্বাচন করেন। যদিও সেই বার তিনি জয়ী হতে পারেননি৷ ভোট কাটাকাটিতে জয়ী হয় বামেরা৷  গৌরীশঙ্করকে হারিয়ে দেওয়ার অভিযোগে তাপসকে সাসপেন্ড করে তৃণমূল কংগ্রেস। পরে অবশ্য তাঁকে ফিরিয়ে নেয় দল।

   

এর পর ২০১৬ সালে নদিয়ার পলাশিপাড়া বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী হিসেবে জয়লাভ করেন তাপস৷ ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তেহট্ট থেকে তৃণমূলের প্রার্থী হিসেবে জয়ী হন। নদিয়ার রাজনীতিতে তাঁর অবদান অনস্বীকার্য।

রাজনৈতিক অঙ্গনে শূন্যতা

তাপস সাহার মৃত্যুর পর, নদিয়া জেলার চাপড়া কেন্দ্রের তৃণমূল বিধায়ক রুকবানুর রহমান জানিয়েছেন, দলের একাধিক সদস্য কলকাতায় যাচ্ছেন৷ প্রয়াত নেতার পরিবারের সঙ্গে কথা বলে তাঁর শেষকৃত্যের বিষয়টি ঠিক করা হবে। রুকবানুর জানিয়েছেন, প্রয়াত বিধায়কের শেষকৃত্য কবে, ‘কীভাবে এবং কোথায় অনুষ্ঠিত হবে, তা তাপস সাহার পরিবার এবং দলের সঙ্গে আলোচনা করেই স্থির করা হবে।’

রাজ্য রাজনীতিতে তাপস সাহার অবদান এবং নেতৃত্বের শূন্যতা পুরণীয় হবে না। তাঁর মৃত্যুর পর, তেহট্ট ও কালীগঞ্জ কেন্দ্রের উপনির্বাচন অনিবার্য হয়ে পড়েছে। এই দুটি কেন্দ্রে শাসকদল তৃণমূলের জন্য গুরুত্বপূর্ণ নির্বাচন হতে চলেছে।

নিয়োগ দুর্নীতি ও সিবিআই তদন্ত

তাপস সাহার নাম কিছুদিন আগে নিয়োগ দুর্নীতি মামলায় উঠে এসেছিল। অভিযোগ ছিল, চাকরি দেওয়ার নাম করে তিনি কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। সিবিআইও তাঁর কণ্ঠস্বর সংগ্রহ করেছিল এবং সেই ঘটনায় তদন্তও চলছিল।

উপনির্বাচন এবং নদিয়ার ভবিষ্যত

তাপস সাহার মৃত্যুর পর, কৃষ্ণনগর লোকসভার অধীনে আসন দুটি – তেহট্ট ও কালীগঞ্জ – উভয়ের জন্যই উপনির্বাচন করতে হবে। তেহট্টের বিধায়ক ও কালীগঞ্জের বিধায়কের মৃত্যুর পর এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। রাজ্যের শাসকদল তৃণমূল এবং বিরোধী পক্ষের জন্য এটি একটি চ্যালেঞ্জ হবে।

West Bengal: TMC MLA Tapas Saha of Tehatta Assembly passes away at 66. He suffered a brain hemorrhage and died in a Kolkata hospital. A veteran political leader, his death casts a shadow of grief over Nadia and West Bengal.