ইসলামাবাদ: ভারত-পাকিস্তান সীমান্তে সাম্প্রতিক সংঘাতের আবহে জেল থেকে দেশবাসীকে সতর্ক করলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। ভারতের প্রতিশোধমূলক পদক্ষেপের আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, “নরেন্দ্র মোদীর উপর কোনওভাবেই বিশ্বাস রাখা উচিত নয়।”
ইমরানের এক্স হ্যান্ডেলে বার্তা
ইমরানের এই বার্তা এসেছে তাঁর বোন আলিমা খানের মাধ্যমে, যিনি সম্প্রতি জেলে তাঁর সঙ্গে দেখা করেন। পরে এই বার্তা প্রকাশ করা হয় ইমরানের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে। যদিও জেলে থাকায় ইমরান সরাসরি সোশ্যাল মিডিয়া পরিচালনা করেন না।
প্রাক্তন প্রধানমন্ত্রী বলেন, “ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে দ্রুত সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। মোদী প্রতিশোধ নেবেন, সেই প্রস্তুতি আমাদের থাকতে হবে।” একইসঙ্গে তিনি পাকিস্তানের সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেন। বলেন, “আমার দেশ, আমার সেনা—যাঁরা আকাশপথে ও স্থলপথে মোদীকে পরাস্ত করেছে।”
অপারেশন সিঁদুর নিয়েও হামলা Imran Khan warns Pakistan about Modi
ভারতের ‘অপারেশন সিঁদুর’-কে ইমরান খান ‘কাপুরুষোচিত হামলা’ বলে উল্লেখ করেন। তাঁর অভিযোগ, এতে পাকিস্তানের সাধারণ নাগরিক ও ধর্মীয় প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকবে তাঁর দল।
তবে ভারত স্পষ্ট জানিয়েছে, ‘অপারেশন সিঁদুর’-এর লক্ষ্য ছিল শুধুমাত্র জঙ্গি ঘাঁটি। প্রতিক্রিয়ায় পাকিস্তান চালায় ‘অপারেশন বুনিয়ান-আন-মারসুস’, যার জবাবে ভারতীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে হামলা প্রতিহত করে।
পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলা
২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার পর থেকেই উত্তেজনা চরমে ওঠে। ভারত সরাসরি পাকিস্তানকে দায়ী করে। এর পর থেকে সীমান্তে টানা কয়েক দিন গোলাগুলি চলে। অবশেষে দুই দেশ যুদ্ধবিরতির সিদ্ধান্তে পৌঁছায়, যদিও পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে পরে।
এই প্রেক্ষাপটে ইমরানের মন্তব্য নতুন করে দ্বিপাক্ষিক উত্তেজনা উসকে দিতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
World: Former PM Imran Khan warns Pakistan from jail amid rising India-Pakistan tensions. Cautions against trusting Modi, criticizes Operation Sindoor, and praises Pakistan Army. Ceasefire violations and Pehalgam attack escalate the situation.