সুপ্রিম কোর্টে ফের পিছোল রাজ্যের ডিএ মামলা! পরবর্তী শুনানি কবে?

নয়াদিল্লি: রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ (মহার্ঘ ভাতা) সংক্রান্ত মামলার শুনানি ফের পিছোল সুপ্রিম কোর্টে। বুধবার দুপুর ২টোর সময় এই গুরুত্বপূর্ণ মামলার শুনানি হওয়ার কথা থাকলেও…

DA Hearing postponed

নয়াদিল্লি: রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ (মহার্ঘ ভাতা) সংক্রান্ত মামলার শুনানি ফের পিছোল সুপ্রিম কোর্টে। বুধবার দুপুর ২টোর সময় এই গুরুত্বপূর্ণ মামলার শুনানি হওয়ার কথা থাকলেও তা হয়নি। এর ফলে শীর্ষ আদালতে পরপর ১৮ বার পিছোল ডিএ মামলা। (DA Hearing  postponed)

এই মামলাটি তালিকাভুক্ত ছিল বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে। বুধবার বেঞ্চের তালিকায় মামলাটি ছিল ৪০ নম্বরে। ফলে শুরু থেকেই অনিশ্চয়তার ইঙ্গিত ছিল। শেষমেশ, নির্ধারিত সময় পেরিয়ে যায়৷ শুনানি শুরু হয়নি সুপ্রিম কোর্টে। নতুন করে শুনানির দিন ঠিক হয়েছে আগামী শুক্রবার, ১৭ মে৷ 

   

আড়াই বছর ধরে ঝুলে থাকা মামলা

ডিএ মামলাটি প্রথম শীর্ষ আদালতে ওঠে ২০২২ সালের ২৮ নভেম্বর। তখন সুপ্রিম কোর্ট জানিয়েছিল, রাজ্য সরকারি কর্মীদের ডিএ ইস্যুতে বিশদ শুনানির প্রয়োজন। কিন্তু তার পর কখনও সময়ের অভাব, কখনও রাজ্য সরকারের অনুরোধে বারবার পিছিয়েছে শুনানি।

বুধবারের শুনানি নিয়ে অনেকেই আশাবাদী ছিলেন। তবে হতাশ হতে হল কর্মচারীদের একাংশকে। আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, “আজ আমরা সকলে উপস্থিত ছিলাম। কিন্তু আদালতে কিছু সমস্যা থাকায় শুনানি হয়নি। আমাদের অনুরোধে শুক্রবার শুনানি স্থির হয়েছে। বলা হয়েছে, এবার আর পিছবে না।”

হাই কোর্টের নির্দেশ, রাজ্যের আপিল DA Hearing postponed

ডিএ নিয়ে প্রথমে মামলা হয়েছিল কলকাতা হাই কোর্টে, যেখানে কর্মচারীদের দাবি ছিল কেন্দ্রীয় হারে (৩১%) মহার্ঘ ভাতা এবং বকেয়া প্রদান। ২০২২ সালের ২০ মে হাই কোর্ট রাজ্য সরকারকে কেন্দ্রীয় হারে ডিএ দিতে নির্দেশ দেয়। রাজ্য সেই রায়কে চ্যালেঞ্জ করে ৩ নভেম্বর সুপ্রিম কোর্টে যায়। তারপর থেকেই এই মামলা বিচারাধীন।

এদিকে, মামলাটি বিচারাধীন থাকাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েক দফায় ডিএ বৃদ্ধির ঘোষণা করলেও তা এখনও কেন্দ্রীয় হারের সমতুল্য হয়নি।

মামলায় কারা সওয়াল করছেন

রাজ্য সরকারের হয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করছেন প্রবীণ আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি। অন্যদিকে, সরকারি কর্মীদের একাংশের পক্ষে রয়েছেন বিকাশরঞ্জন ভট্টাচার্য এবং ফিরদৌস শামিম।

কর্মচারীদের আন্দোলনের নেতারা জানাচ্ছেন, “বারবার শুনানি পিছিয়ে যাওয়ায় কর্মচারীদের মধ্যে হতাশা বাড়ছে। আশা করছি, শুক্রবারের শুনানিতেই নিষ্পত্তি হবে।”

West Bengal: West Bengal DA, dearness allowance case, Supreme Court hearing, WB government employees, DA hike, Kolkata High Court, Abhishek Manu Singhvi, Bikash Ranjan Bhattacharya, employee agitation, pending DA.