jeet win

দেশের ৫২তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিআর গাভাই

নয়াদিল্লি: বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাভাই আজ ভারতের ৫২তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করলেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি ভবনে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে প্রধান বিচারপতি পদে…

BR Gavai Takes Oath As Chief Justice

নয়াদিল্লি: বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাভাই আজ ভারতের ৫২তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করলেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি ভবনে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে প্রধান বিচারপতি পদে শপথবাক্য পাঠ করান। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা এবং শীর্ষ আদালতের বিচারপতিরা। সদ্য বিদায়ী প্রধান বিচারপতি সঞ্জীব খান্নাও অনুষ্ঠানে উপস্থিত থেকে বিচারপতি গাভাইকে শুভেচ্ছা জানান।

বিচারপতি গাভাইয়ের পেশাগত জীবন

১৯৮৫ সালে আইন পেশায় যাত্রা শুরু করেন ভূষণ গাভাই। বম্বে হাইকোর্টে দীর্ঘদিন আইনজীবী হিসেবে কাজ করার পর ২০০৩ সালে তিনি মহারাষ্ট্রে অতিরিক্ত সরকারি কৌঁসুলি (Assistant Government Pleader) হিসেবে নিযুক্ত হন। ২০০৩ সালেই তিনি বম্বে হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ পান। এরপর ২০১৯ সালের মে মাসে তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে পদোন্নতি পান।

   

একজন অনুপ্রেরণাদায়ক পথচলা BR Gavai Takes Oath As Chief Justice

বিচারপতি গাভাই দলিত সম্প্রদায়ের প্রতিনিধি৷ দেশের ইতিহাসে তিনি দ্বিতীয় ব্যক্তি যিনি প্রধান বিচারপতির পদে আসীন হলেন। এর আগে ২০০৪ সালে কনিষ্ঠ বিচারপতি কেজি বালকৃষ্ণণ এই পদে অধিষ্ঠিত হয়েছিলেন। বিচারপতি গাভাইয়ের এই নিয়োগ ভারতীয় বিচার ব্যবস্থায় অন্তর্ভুক্তির দৃষ্টান্ত হিসেবে প্রশংসিত হচ্ছে।

কার্যকাল ও দায়িত্ব

Advertisements

প্রধান বিচারপতি গাভাইয়ের কার্যকাল হবে প্রায় ছয় মাস। তিনি ২০২৫ সালের ১৭ নভেম্বর অবসর গ্রহণ করবেন। এই স্বল্প সময়ের মধ্যেও তাঁর সামনে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ সাংবিধানিক ও সামাজিক বিষয়ে রায় দেওয়ার দায়িত্ব। তাঁর নেতৃত্বে বিচারব্যবস্থায় গতিশীলতা ও স্বচ্ছতা আরও বাড়বে বলে আশা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা।

ব্যক্তিগত জীবন

বিচারপতি গাভাইয়ের পিতা রামকৃষ্ণ গাভাই একজন বিশিষ্ট রাজনীতিক ছিলেন এবং অম্বেডকরাইট আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। বিচারপতি গাভাই নিজেও পিতার আদর্শে অনুপ্রাণিত হয়ে সামাজিক ন্যায় ও সংবিধানিক মূল্যবোধে বিশ্বাসী একজন বিচারপতি হিসেবে পরিচিতি অর্জন করেছেন।

Bharat: Justice Bhushan Ramkrishna Gavai sworn in as the 52nd Chief Justice of India. Learn about his inspiring journey, from his early legal career to becoming the second Dalit CJI, marking a milestone in Indian judicial inclusivity.