গত সিজনের হতাশা ভুলে এবার দুরন্ত ছন্দে ধরা দিয়েছে এফসি গোয়া (FC Goa)। যদিও শুরুটা খুব একটা ভালো ছিল না। প্রথম ম্যাচেই পরাজিত হতে হয়েছিল খালিদ জামিলের শক্তিশালী জামশেদপুর এফসির কাছে। তারপর কলকাতা ময়দানের তৃতীয় প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে জয় পাওয়ার লক্ষ্য থাকলেও সেটা সম্ভব হয়নি। পয়েন্ট ভাগাভাগি করে শেষ করতে হয়েছিল সেই ম্যাচ। কিন্তু তৃতীয় ম্যাচ থেকেই ঘুরে দাঁড়ায় গোয়া শিবির।মার্কুয়েজের ছেলেরা। অনায়াসেই তাঁরা পরাজিত করে দুর্বল ইমামি ইস্টবেঙ্গলকে। তারপর সময় যত এগিয়েছে ততই ভয়ঙ্কর হয়েছে গোয়া।
স্বাভাবিকভাবেই একটা সময় মোহনবাগানের পাশাপাশি টুর্নামেন্টের লিগ শিল্ড জয়ের অন্যতম দাবিদার হয়ে ওঠে বোরহা হেরেরা। তবে কলকাতা ময়দানের সেই প্রধানের থেকে পয়েন্ট এর পার্থক্য ছিল অনেকটাই। যারফলে তাঁদের টেক্কা দেওয়া যথেষ্ট কষ্টসাধ্য ছিল গোয়ার ফুটবলারদের কাছে। শেষ পর্যন্ত শিল্ড জয়ের ভঙ্গ হয় দেশের এই ফুটবল দলের। এমনকি দ্বিতীয় লেগের ম্যাচে পরাজিত হতে হয়েছিল মোহনবাগান সুপার জায়ান্টের কাছে। তবে এত কিছুর পরেও প্রথমবারের জন্য আইএসএল জিততে বদ্ধপরিকর এফসি গোয়া। কিন্তু শেষ রক্ষা হয়নি। সেমিফাইনালের দ্বিতীয় লেগে বেঙ্গালুরু এফসির কাছে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিল দল।
সেই হতাশা ভুলে কলিঙ্গ সুপার কাপ জিততে মরিয়া ছিল এই শক্তিশালী ফুটবল ক্লাব। তাই প্রথম থেকেই দুরন্ত পারফরম্যান্স করতে থাকে ইকের গ্যারেক্সোনারা। একের পর এক দলকে টেক্কা দিয়ে অনায়াসেই তাঁরা পৌঁছে গিয়েছিল টুর্নামেন্টের ফাইনালে। তারপর ফাইনাল ম্যাচে খালিদ জামিলের শক্তিশালী জামশেদপুর এফসিকে পরাজিত করে এই সর্বভারতীয় স্তরের ফুটবল ট্রফি জয় করে এফসি গোয়া। সেই নিয়ে যথেষ্ট খুশি সমর্থকরা। এই নিয়ে মোট দ্বিতীয়বার সুপার কাপ জিতেছে দল। তবে শুধুমাত্র সুপার কাপ বা ডুরান্ড কাপ নয়। এফসি গোয়ার জার্সিতে আইএসএল চ্যাম্পিয়ন হতে চান ব্রাইসন ফার্নান্দেজ (Brison Fernandes)।
আসলে আইএসএলের মতো দেশের প্রথম ডিভিশনের টুর্নামেন্ট জেতার স্বপ্ন থাকে প্রত্যেক ভারতীয় ফুটবলারের। ব্রাইসন তাঁর বাইরে নন। একটি জনপ্রিয় মাধ্যম কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ” ভারতীয় ফুটবলে এফসি গোয়ার যথেষ্ট দাপট আছে। তবে ক্লাবটি কখনও আইএসএল চ্যাম্পিয়ন হয়নি। আমার স্বপ্ন হল এই দলের হয়ে এই দলের জার্সিতে সেই ট্রফি হাতে তুলে নেব।”