Kashmir terrorist killed gunfight
শ্রীনগর: কাশ্মীরের সোপিয়ানের জিনপাথর কেলার এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে লস্কর-ই-তইবার জঙ্গিদের গুলির লড়াইয়ে অন্তত একজন জঙ্গি নিহত হয়েছে, এমনটাই সূত্র মারফত জানিয়েছে ইন্ডিয়া টুডে টিভি। আরও দু’জন জঙ্গি ওই এলাকাতেই রয়েছে৷ গোটা এলাকা চারিদিক দিয়ে ঘিরে ফেলা হয়েছে৷ এখনও চলছে দু’পক্ষের গুলি বিনিময়৷
সূত্র মারফত সেনা খবর পায়, ওই এলাকায় অন্তত চার জন জঙ্গি লুকিয়ে রয়েছে৷ সোমবার সকাল থেকেই ওই অভিযান শুরু করেছে সেনা বাহিনী। প্রাথমিক ভাবে জঙ্গিদের খোঁজে চলছিল তল্লাশি অভিযান৷ কিন্তু বাহিনীর জওয়ানদের লক্ষ্য করে জঙ্গিরা গুলি চালাতে শুরু করলে পাল্টা জবাব দেয় জওয়ানেরাও। তবে এখনও পর্যন্ত পহেলগাঁও হামলায় জড়িত কোনও জঙ্গি ধরা পড়েনি৷
সন্ত্রাসমুক্ত কাশ্মীর পোস্টারে ছয়লাপ সোপিয়ান
এই সংঘর্ষ এমন সময় শুরু হয়, যখন সোপিয়ানের একাধিক স্থানে “সন্ত্রাসমুক্ত কাশ্মীর” লেখা পোস্টারে ছয়লাপ৷ তিন পাকিস্তানি জঙ্গির ছবি সাঁটা ওই পোস্টারে রয়েছে—আদিল হুসেন থোকার, আলি ভাই এবং হাশিম মুসা৷ যারা ২২ এপ্রিলের পাহেলগাঁও হামলার মূল অভিযুক্ত।
২০ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা Kashmir terrorist killed gunfight
এই তিনজনের তথ্যদাতার জন্য প্রশাসন ২০ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করেছে। পোস্টার জুড়ে দেওয়া হয়েছে সোপিয়ানের বিভিন্ন এলাকায়, যাতে জনসাধারণ কোনও বিশ্বাসযোগ্য তথ্য দিতে এগিয়ে আসে।
থোকারের বাড়ি উড়িয়ে দেয় প্রশাসন
পাহেলগাঁও হামলার তিনদিন পর, ২৫ এপ্রিল বিজবেহারায় আদিল থোকারের বাড়ি আইইডি ব্যবহার করে উড়িয়ে দেয় নিরাপত্তা বাহিনী। তদন্তে উঠে এসেছে, থোকার পাকিস্তানি জঙ্গিদের ঘাঁটি চিনিয়ে ও হামলার রসদ জোগাতে সাহায্য করেছিল।
এই মুহূর্তে সোপিয়ান জুড়ে কড়া নিরাপত্তা বলয় তৈরি হয়েছে। তল্লাশি ও চিরুনি অভিযান চালিয়ে যাচ্ছে বাহিনী, যাতে আর কোনও জঙ্গি পালাতে না পারে।
Bharat: One Lashkar-e-Taiba terrorist killed in an ongoing gunfight with security forces in Jinpathar Keller area of Sopore, Kashmir. Two more terrorists believed to be in the area. Encounter underway as “Terror-Free Kashmir” posters surface with photos of Pahalgam attack suspects.