ভারতে ১৫ লক্ষবার সাইবার হামলা পাক-মদতপুষ্ট হ্যাকারদের! সফল মাত্র ১৫০টি

নয়াদিল্লি: গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার পর ভারতের বিরুদ্ধে ব্যাপক সাইবার হামলা চালানোর চেষ্টা করা হয়েছিল বলে জানিয়েছে মহারাষ্ট্র সাইবার সেল। তাদের এক…

cyber attacks on Indian websites

নয়াদিল্লি: গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার পর ভারতের বিরুদ্ধে ব্যাপক সাইবার হামলা চালানোর চেষ্টা করা হয়েছিল বলে জানিয়েছে মহারাষ্ট্র সাইবার সেল। তাদের এক তদন্তমূলক রিপোর্টে বলা হয়েছে, ওই ঘটনার পর থেকেই পাকিস্তানের মদতপুষ্ট হ্যাকাররা ভারতের গুরুত্বপূর্ণ ওয়েবসাইটগুলিতে অন্তত ১৫ লক্ষ বার সাইবার হানা চালায়।

তবে আশার কথা, এতগুলি চেষ্টার মধ্যে মাত্র ১৫০টি ক্ষেত্রে আক্রমণকারীরা আংশিকভাবে সফল হয়েছে। অর্থাৎ, প্রায় সব ক্ষেত্রেই দেশের সাইবার নিরাপত্তা কাঠামো সফলভাবে সেই হামলা প্রতিহত করতে পেরেছে।

   

বহিরাগতদের সক্রিয় ভূমিকা

তদন্তে আরও জানা গেছে, শুধু পাকিস্তান নয় — বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মরক্কো এবং পশ্চিম এশিয়ার কিছু দেশ থেকেও এই সাইবার আক্রমণে অংশ নেওয়া হয়েছিল। হ্যাকাররা মূলত ভারত সরকারের বিভিন্ন ওয়েবসাইট, শিক্ষা প্রতিষ্ঠান, ও গুরুত্বপূর্ণ অবকাঠামো সংক্রান্ত ওয়েবসাইটকে নিশানা করেছিল।

‘রোড অফ সিঁদুর’ নামের রিপোর্টে ভুয়ো দাবি খণ্ডন cyber attacks on Indian websites

এই গোটা ঘটনার উপর ভিত্তি করে তৈরি তদন্তমূলক রিপোর্টটির নাম দেওয়া হয়েছে ‘রোড অফ সিঁদুর’। সেখানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি খণ্ডন করা হয়েছে।

উল্লেখযোগ্যভাবে, হ্যাকারদের দাবি ছিল যে তারা মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরের সার্ভার হ্যাক করে গোপন তথ্য হাতিয়ে নিয়েছে। আবার তাদের আরও একটি দাবি ছিল, ভারতের একাধিক বিদ্যুৎকেন্দ্রে সাইবার হানার ফলে বিভিন্ন জায়গায় বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে।

Advertisements

এই দুই দাবিকেই ‘ভুয়ো’ এবং ‘অসত্য’ বলে উল্লেখ করেছে মহারাষ্ট্র সাইবার সেল। তদন্তে স্পষ্টভাবে বলা হয়েছে, এমন কোনও তথ্য হানার প্রমাণ মেলেনি, এবং ভারতের বিদ্যুৎ পরিকাঠামোও স্বাভাবিকভাবেই কাজ করছে।

আংশিকভাবে সফল হামলাগুলির লক্ষ্য ছিল ছোট ওয়েবসাইট

হ্যাকারদের আক্রমণে যে ১৫০টি ওয়েবসাইট কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তার মধ্যে রয়েছে একটি পুরসভার ওয়েবসাইট এবং একটি নার্সিং ট্রেনিং কলেজের ওয়েবসাইট। এই দুটি সাইট হ্যাক করে তাতে বিকৃত ছবি ও বার্তা বসানো হয়েছিল। তবে এই ধরনের হামলার বেশিরভাগই ছিল প্রাথমিক স্তরের এবং সেগুলি দ্রুততার সঙ্গে পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে।

তদন্ত সংস্থার হাতে রিপোর্ট

মহারাষ্ট্র সাইবার সেল ইতিমধ্যেই এই গোটা ঘটনার বিস্তারিত তদন্ত রিপোর্ট বিভিন্ন কেন্দ্রীয় গোয়েন্দা ও সাইবার নিরাপত্তা সংস্থার হাতে তুলে দিয়েছে। ভবিষ্যতে এমন আক্রমণের মোকাবিলায় প্রযুক্তিগত সুরক্ষা ব্যবস্থাকে আরও জোরদার করার দিকেই জোর দেওয়া হবে বলে জানা গিয়েছে।

Bharat: Maharashtra Cyber Cell reports massive cyberattack attempts on India after Pahalgam terror attack. Pakistan-backed hackers tried 1.5 million attacks, with only 150 partially successful. Targets included government, education, infrastructure. False claims of airport and power grid hacks debunked.