জিমে নিজেকে ফিট রাখছেন বোরহা হেরেরা

দুরন্ত পারফরম্যান্সের মধ্য দিয়ে এবারের ফুটবল সিজন শেষ করেছে এফসি গোয়া। ঐতিহ্যবাহী ডুরান্ড কাপে দলের আহামরি ফল না থাকলেও ধীরে ধীরে দাঁড়াতে শুরু করেছিল আইএসএলের…

Borja Herrera

দুরন্ত পারফরম্যান্সের মধ্য দিয়ে এবারের ফুটবল সিজন শেষ করেছে এফসি গোয়া। ঐতিহ্যবাহী ডুরান্ড কাপে দলের আহামরি ফল না থাকলেও ধীরে ধীরে দাঁড়াতে শুরু করেছিল আইএসএলের এই ফুটবল ক্লাব। তবে দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগের শুরুটা খুব একটা ভালো ছিল না মানোলো মার্কুয়েজের ছেলেদের। আটকে যেতে হয়েছিল প্রথম কয়েকটি ম্যাচে। তবে সময় যত এগিয়েছে ততই অনবদ্য ছন্দে ধরা দিয়েছিল গোয়া শিবির। একের পর এক ম্যাচে সহজেই এসেছিল জয়। স্বাভাবিকভাবেই টুর্নামেন্টের অন্যান্য দলগুলির সঙ্গে লিগ শিল্ড জয়ের অন্যতম দাবিদার হিসেবে উঠে এসেছিল গোয়া।

Also Read | বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন এই তারকা গোলরক্ষক 

   

কিন্তু সেটা বজায় থাকেনি শেষ পর্যন্ত। প্রতিপক্ষ সকল দলকে টেক্কা দিয়ে অনায়াসেই দ্বিতীয়বারের জন্যই সেটা জয় করে কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা মোহনবাগান সুপার জায়ান্ট। যা নিঃসন্দেহে হতাশ করেছিল সকল সমর্থকদের। এই ধাক্কা কাটিয়ে টুর্নামেন্টের লিগ কাপ জয়ের পরিকল্পনা ছিল দলের। কিন্তু আটকে যেতে হয়েছিল সেমিফাইনালে। ফের স্বপ্নভঙ্গ। নিজেদের ভুল ত্রুটি শুধরে নিয়ে কলিঙ্গ সুপার কাপে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা ছিল দলের সকল ফুটবলারদের। সেটাই হয়েছে শেষ পর্যন্ত।

খালিদ জামিলের শক্তিশালী জামশেদপুর এফসিকে পরাজিত করে চূড়ান্ত সাফল্য পেয়েছিল এফসি গোয়া। সেই নিয়ে যথেষ্ট খুশি সমর্থকরা। বর্তমানে সিজন শেষ। দেশে ফিরে গিয়েছেন অধিকাংশ বিদেশি ফুটবলার। তবে এখন থেকেই নতুন মরসুমের জন্য নিজেকে প্রস্তুত করতে শুরু করে দিয়েছেন স্প্যানিশ মিডফিল্ডার বোরহা হেরেরা (Borja Herrera)। কিছু ঘন্টা আগেই নিজের সোশ্যাল সাইটের স্টোরিতে একটি ভিডিও আপলোড করেন এই তারকা। যেখানে জিমের মধ্যে দিয়ে নিজেকে ফিট রাখার কাজ করছেন এই তারকা। বলাবাহুল্য, আগের মরসুমের মাঝামাঝি সময় থেকেই গোয়া দলের সঙ্গে যুক্ত রয়েছেন বোরহা। ‌

Advertisements

Also Read | প্রতিপক্ষের ঘুম উড়িয়ে দেবে! ২০২৫-২৬ মরশুমে মোলিনার তিন গোপন অস্ত্র

সময় যত এগিয়েছে তাঁর সক্রিয়তা নজর কেড়েছে সকলের। এবার ও বজায় থেকেছে সেই ধারা। একের পর এক ম্যাচে সহজেই পেয়েছেন গোল। এমনকি সুপার কাপের ফাইনালে দুইটি গোল করেছিলেন এই মিডিও। স্বাভাবিকভাবে তাঁর সঙ্গে চুক্তি বাড়ানোর পথে এগিয়ে যায় ম্যানেজমেন্ট। পরবর্তীতে সিজনে আদৌ কতটা সক্রিয়তা দেখান সেটাই দেখার।