ভারতের লড়াই সন্ত্রাসের বিরুদ্ধে, পাক সেনা তাতে হস্তক্ষেপ করেছে: এয়ার মার্শাল

নয়াদিল্লি: ভারতের লড়াই ছিল শুধু সন্ত্রাসীদের বিরুদ্ধে, কিন্তু পাকিস্তান সেনা তাদের পক্ষ নিয়ে হস্তক্ষেপ করেছে৷ সোমবার সাংবাদিক বৈঠকে এসে এমনটাই মন্তব্য করলেন এয়ার মার্শাল একে…

India's fight against terrorists

নয়াদিল্লি: ভারতের লড়াই ছিল শুধু সন্ত্রাসীদের বিরুদ্ধে, কিন্তু পাকিস্তান সেনা তাদের পক্ষ নিয়ে হস্তক্ষেপ করেছে৷ সোমবার সাংবাদিক বৈঠকে এসে এমনটাই মন্তব্য করলেন এয়ার মার্শাল একে ভারতী। তিনি আরও বলেন, ‘‘এটা দুঃখজনক যে পাকিস্তান সেনা সন্ত্রাসবাদীদের পক্ষে হস্তক্ষেপ করেছে, যার ফলে আমরা পাল্টা জবাব দিতে বাধ্য হয়েছি।’’  অপারেশন ‘সিঁদুর’ (Operation Sindoor) সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তিনি এ কথা বলেন। উল্লেখ্য, ২২ এপ্রিলের পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার প্রতিশোধ হিসেবে ৭ মে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ৯টি জঙ্গি শিবিরে হামলা চালিয়ে গুঁড়িয়ে দেয় ভারত৷

আমাদের লড়াই সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে

এয়ার মার্শাল ভারতী আরও বলেন, ‘‘আমরা জানি, আমাদের আক্রমণ পাকিস্তানি সেনার বিরুদ্ধে নয়, বরং সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ছিল। পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা ভারতের সেনাবাহিনী সফলভাবে প্রতিহত করেছে। পাকিস্তান সেনা জঙ্গিদের পক্ষে যুদ্ধ শুরু করেছিল, তবে আমরা তাদের জবাব দিয়েছি।’’ তিনি আরও জানান, ‘‘আমাদের সেনাঘাঁটিতে কোনও ক্ষতি হয়নি।’’

   

অপারেশন সিঁদুরের সাফল্য নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, ‘‘ভারতের যুদ্ধ-পরীক্ষিত প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষায় সফল হয়েছে এবং আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পারফরম্যান্স ছিল অসাধারণ। আমাদের দেশীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ‘আকাশ সিস্টেম’, দারুণভাবে কাজ করেছে। ভারত সরকার গত দশ বছরে বাজেট এবং নীতিগত সহায়তা প্রদান না করলে এটি সম্ভব হতো না।’’

পাক হামলা রুখে দিয়েছে ভারত India’s fight against terrorists

পাকিস্তান কর্তৃক চালানো ড্রোন এবং অপরিহার্য উন্মুক্ত যুদ্ধ বিমানগুলো (UAVs) প্রতিরোধে ভারতের দেশীয় সফট এবং হার্ড কিল কাউন্টার-ইউএএস সিস্টেম সফলভাবে কাজ করেছে, উল্লেখ করেন তিনি। এছাড়া, ভারতীয় বায়ুসেনার প্রশিক্ষিত সেনারা এই সিস্টেম ব্যবহারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

এয়ার মার্শাল একে ভারতী আরও বলেন, ‘‘আমাদের সমস্ত সামরিক ঘাঁটি এবং প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে এবং যদি প্রয়োজন পড়ে, আগামী যেকোনো মিশনে তা কার্যকর করা যাবে।’’

Bharat: Air Marshal AK Bhartiya states Pakistan army intervened for terrorists, forcing India to retaliate during Operation Sindur (Pahalgam attack response). India‘s air defense systems successfully countered Pakistani attacks.