ভারত প্রস্তুত, সক্রিয় সব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা: এয়ার মার্শাল ভারতী

নয়াদিল্লি: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণা আসার কয়েক ঘণ্টার মধ্যেই নতুন করে উত্তেজনা সৃষ্টি করে পাকিস্তান। শনিবার গভীর রাতে জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা (LoC)…

media briefing by indian army

নয়াদিল্লি: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণা আসার কয়েক ঘণ্টার মধ্যেই নতুন করে উত্তেজনা সৃষ্টি করে পাকিস্তান। শনিবার গভীর রাতে জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা (LoC) এবং আন্তর্জাতিক সীমান্ত বরাবর পাকিস্তান একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ফলে টানটান উত্তেজনা দেখা দেয় সীমান্তবর্তী অঞ্চলগুলিতে। তবে বর্তমানে LoC বরাবর পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে৷ তাসত্ত্বেও পশ্চিম সীমান্তঘেঁষা রাজ্যগুলোতে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। দেশজুড়ে প্রতিরক্ষা ব্যবস্থাকে সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় রাখা হয়েছে।

ভারতের সমস্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণরূপে সক্রিয়

সোমবার এক প্রেস ব্রিফিংয়ে এয়ার মার্শাল একে ভারতী জানান, “ভারতের সমস্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণরূপে সক্রিয় রয়েছে। প্রয়োজনে তাৎক্ষণিক পাল্টা আঘাত হানার জন্য আমরা প্রস্তুত। দেশের প্রতিটি সামরিক ঘাঁটি ও সরঞ্জাম সর্বোচ্চ সতর্কতায় রয়েছে।”

   

তিনি আরও বলেন, “আমাদের যুদ্ধ-পরীক্ষিত প্রতিরক্ষা ব্যবস্থা বারবার তাদের দক্ষতার প্রমাণ দিয়েছে। দেশের তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘আকাশ সিস্টেম’-এর পারফরম্যান্স ছিল বিশেষভাবে প্রশংসনীয়। গত এক দশকে সরকারের বাজেট ও নীতিগত সহায়তাই আমাদের এতদূর এগিয়ে এনেছে।”

আক্রমণ হলে পাল্টা জবাব media briefing by indian army

ভারতের পক্ষ থেকে স্পষ্ট বার্তা, আক্রমণ হলে পাল্টা জবাব দিতে কোনো দ্বিধা থাকবে না। সীমান্তে সংঘর্ষবিরতি চুক্তির ঘোষণা সত্ত্বেও পাকিস্তানের এই আগ্রাসন আন্তর্জাতিক মহলে নিন্দিত হয়েছে। তবে ভারতীয় সেনাবাহিনী ও বায়ুসেনা সম্পূর্ণ প্রস্তুত — যা আগামী দিনেও দেশবাসীকে সুরক্ষিত রাখতে দৃঢ়প্রতিজ্ঞ।

Advertisements

এয়ার মার্শাল ভারতী সাংবাদিক বৈঠকে আরও বলেন, ‘‘আমাদের যুদ্ধ পাকিস্তানি সেনার বিরুদ্ধে নয়, বরং জঙ্গিদের বিরুদ্ধে। ৭ মে, আমরা শুধুমাত্র জঙ্গিদের আস্তানায় হামলা চালিয়েছিলাম। পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা ভারতীয় সেনা সফলভাবে প্রতিহত করেছে। পাক সেনা জঙ্গিদের পক্ষ নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়েছিল, কিন্তু আমরা তাদের জবাব দিয়েছি। আমাদের কোনো সেনাঘাঁটিতে কোনো ক্ষতি হয়নি। আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা এমনভাবে গঠিত করা হয়েছে, যাতে হামলা প্রতিহত করার জন্য প্রয়োজনীয় প্রতিটি স্তরে প্রস্তুতি নেওয়া যায়।’’

Bharat: Pakistan launches drone & missile attacks across LoC after ceasefire. India activates air defense systems, vows retaliation. Air Marshal AK Bhartiya briefs media on preparedness. Border tensions escalate.