না শেলিং, না গুলি, ১৯ দিনে প্রথম শান্ত রাত এলওসি-তে

নয়াদিল্লি: শনিবার সন্ধ্যায় ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষবিরতি চুক্তি হওয়ার পর জম্মু-কাশ্মীর ও আন্তর্জাতিক সীমান্তজুড়ে রবিবার ও সোমবারের মধ্যবর্তী রাত ছিল একেবারেই শান্ত। সেনাবাহিনীর তরফে…

Jammu Kashmir border peace

নয়াদিল্লি: শনিবার সন্ধ্যায় ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষবিরতি চুক্তি হওয়ার পর জম্মু-কাশ্মীর ও আন্তর্জাতিক সীমান্তজুড়ে রবিবার ও সোমবারের মধ্যবর্তী রাত ছিল একেবারেই শান্ত। সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, ওই রাতে কোনও ধরনের গোলাগুলি বা গুলিবর্ষণের ঘটনা ঘটেনি, যা গত ১৯ দিনে প্রথম শান্তিপূর্ণ রাত হিসেবে ধরা হচ্ছে।

এপ্রিল ২২-এর পাহেলগাম হামলার পর থেকে মে ১১ পর্যন্ত একের পর এক সংঘর্ষবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটে চলেছিল। এপ্রিল ২৩ থেকে মে ৬ পর্যন্ত সীমান্তের বিভিন্ন সেক্টরে হালকা অস্ত্রের গুলিবর্ষণ চললেও, মে ৭ থেকে ১১-এর মধ্যে তা বেড়ে দাঁড়ায় ভারী কামান দাগা ও ড্রোন হামলার মতো তীব্র সংঘর্ষে। অবশেষে মে ১১-এর রাত কিছুটা স্বস্তি এনে দেয় যুদ্ধবিধ্বস্ত এলাকাগুলিতে।

   

স্বস্তির নিশ্বাস পুন্চের সুরনকোটে

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলির মধ্যে অন্যতম ছিল পুন্চ জেলার সুরনকোট। মাত্র দু’দিন আগেও এই এলাকায় প্রচণ্ড শেলিংয়ের কারণে আতঙ্ক ছড়িয়েছিল সাধারণ মানুষের মধ্যে। বহু বাসিন্দা এলাকা ছেড়ে পাহাড়ি গ্রাম ও বাঙ্কারে আশ্রয় নিয়েছিলেন, কেউ কেউ আবার চলে গিয়েছিলেন জম্মুর নিরাপদ অংশে। তবে গত রাতে কোনও গোলাগুলির খবর না মেলায় এবার এলাকাবাসী ধীরে ধীরে নিজেদের ঘরে ফেরার প্রস্তুতি নিচ্ছেন।

অন্যান্য এলাকাতেও স্বাভাবিকতা ফিরছে Jammu Kashmir border peace

কাশ্মীরের পাশাপাশি শ্রীনগর, পাঠানকোট, রাজৌরি, আখনূর, কুলগাম, বুদগাম, জম্মু এবং রাজস্থানের শ্রীগঙ্গানগর সহ একাধিক অঞ্চলে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। অনলাইনে উঠে এসেছে এই সমস্ত এলাকার ছবি ও ভিডিও, যেখানে দেখা যাচ্ছে— রাস্তাঘাটে মানুষজন, খোলা দোকানপাট, স্বাভাবিক ছন্দে ফিরছে জীবন।

চণ্ডীগড়েও রবিবার থেকে সমস্ত বিধিনিষেধ প্রত্যাহার করা হয়েছে। চণ্ডীগড়ের ডেপুটি কমিশনার জানিয়েছেন, “দৈনন্দিন জীবনযাত্রা এখন স্বাভাবিক। মানুষকে অনুরোধ করা হচ্ছে, যেন কেউ কোনও ভুয়ো খবর বা গুজব ছড়িয়ে না দেন।”

Advertisements

রাজস্থানের জয়সলমের থেকেও ইতিবাচক খবর এসেছে। এক স্থানীয় বাসিন্দা ANI-কে বলেন, “এখানে সবকিছু স্বাভাবিক। দোকানপাট খোলা আছে। সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ দোকান বন্ধ হচ্ছে। জীবিকা কোনওভাবে ব্যাহত হয়নি।”

তবে সম্পূর্ণ স্বস্তি এখনও আসেনি

যদিও শনিবার রাতেই সংঘর্ষবিরতির কয়েক ঘণ্টা পর পাকিস্তান সীমান্তে একাধিক সেক্টরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তবে তারপর পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে। এখন নজর থাকছে সংঘর্ষবিরতির বাস্তবায়নের দিকে এবং কতটা সময় তা বজায় থাকে, সেটাই বড় প্রশ্ন।

 Bharat: Following a ceasefire agreement on Saturday evening, the India-Pakistan border in Jammu & Kashmir witnessed its first peaceful night in 19 days. Explore the return of normalcy in Poonch, Srinagar, and other affected regions.