IPL2022: ক্যাচ নেওয়ার সময় ব্যাটসম্যানরা ক্রস করলেও স্ট্রাইকে নতুন ক্রিকেটার

IPL2022: বল হওয়াতে থাকার সময় রান নেওয়ার জন্য দৌড়ান ব্যাটসম্যানরা। ক্যাচ আউট না হলে স্কোরবোর্ডে যোগ হবে রান। নাহলে নতুন ব্যাটসম্যানকে নন স্ট্রাইক এন্ডে রাখার…

short-samachar

IPL2022: বল হওয়াতে থাকার সময় রান নেওয়ার জন্য দৌড়ান ব্যাটসম্যানরা। ক্যাচ আউট না হলে স্কোরবোর্ডে যোগ হবে রান। নাহলে নতুন ব্যাটসম্যানকে নন স্ট্রাইক এন্ডে রাখার জন্যও এই কৌশল অকচার দেখা গিয়েছে। এই কৌশল এবার আর খাটবে না। 

   

আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নতুন নিয়ম থাকবে বলে জানানো হয়েছে আন্তর্জাতিক ক্রীড়া সংবাদ মাধ্যমে। সেখানে বলা হয়েছে ক্যাচ নেওয়ার সময় ব্যাটসম্যানরা ক্রস করলেও নতুন ব্যাটসম্যান নন-স্ট্রাইকিং এন্ডে দাঁড়াতে পারবেন না। যেহেতু ক্যাচ আউট হওয়া ব্যাটসম্যান স্ট্রাইকিং এন্ডে ছিলেন তাই নতুন ব্যাটসম্যানকেও ওই দিকেই থাকতে হবে। ওভারের শেষ বলের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে না। 

আর কয়েকদিন পরই ২৬ মার্চ থেকে শুরু হতে চলেছে ভারতীয় ক্রিকেটের কোটিপতি লিগ আইপিএল। আইপিএলের অনুশীলন শুরু করে দিয়েছে কমবেশি সব দলই।‌ তবে এবারের আইপিএলের নিয়মে আসতে চলেছে একাধিক বদল। 

কোভিডের কারণে জৈবদুর্গের নিয়মেও বদল হতে পারে। সংক্রমণ এড়াতে এ বার বিমানে করে কোথাও যেতে পারবে না দলগুলি। অর্থাৎ মুম্বই থেকে পুণে বাসে করেই যাতায়াত করতে হবে সব দলকে। সেই সঙ্গে কোভিডের কারণে কোনও দল ১১ জন ক্রিকেটারকে মাঠে নামাতে না পারলে সেই খেলা পিছিয়ে অন্য দিন করা হতে পারে।