তৈরী হবে নতুন বাগান! নির্বাচনী ইস্তেহার প্রকাশ সৃঞ্জয়ের

মোহনবাগান (Mohun Bagan) ক্লাবের আসন্ন নির্বাচনে (Election) ফের সচিব (Secretary) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রাক্তন সচিব সৃঞ্জয় বসু (Srinjoy Bose)? শনিবার সল্টলেকে এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে নিজের…

Srinjoy Bose releases manifesto for Mohun Bagan Election

মোহনবাগান (Mohun Bagan) ক্লাবের আসন্ন নির্বাচনে (Election) ফের সচিব (Secretary) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রাক্তন সচিব সৃঞ্জয় বসু (Srinjoy Bose)? শনিবার সল্টলেকে এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে নিজের নির্বাচনী ইস্তেহার (Manifesto) প্রকাশ করলেন তিনি। এই প্রথম কোনও প্রার্থী মোহনবাগানের নির্বাচনে ইস্তেহার প্রকাশ করলেন বলে দাবি করেছেন সৃঞ্জয়। ১৪ দফা প্রতিশ্রুতি দিয়ে সমর্থকদের মন জয় করার চেষ্টা শুরু করেছেন তিনি।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার শিশির ঘোষ, প্রাক্তন ক্রীড়াবিদ সোমা বিশ্বাস সহ বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্বরা। সৃঞ্জয় তাঁর বক্তব্যে বলেন, “মোহনবাগান শুধু একটা ক্লাব নয়, এটা আবেগ, সংস্কৃতি আর ঐতিহ্যের প্রতীক। সেই ঐতিহ্যকে আধুনিকতার ছোঁয়ায় গড়ে তুলতে চাই আমরা।”

   

১৪ দফা প্রতিশ্রুতিতে কী কী রয়েছে?

ইস্তেহারে উল্লেখযোগ্য প্রতিশ্রুতির মধ্যে রয়েছে ক্লাবের পরিকাঠামোগত উন্নয়ন, সদস্য পরিষেবা আধুনিকীকরণ, প্রবীণ সদস্যদের জন্য বিশেষ সুবিধা, ক্লাবের বিপণন কৌশল উন্নয়ন এবং বিশ্বব্যাপী সমর্থকদের সঙ্গে সংযোগ স্থাপন।

প্রথমেই সৃঞ্জয় জানিয়েছেন, ক্লাবের পরিবেশ আরও উন্মুক্ত ও স্বচ্ছ করতে চান তিনি। ক্লাব প্রাঙ্গণ বর্তমানে সেনা নিয়ন্ত্রিত এলাকায় থাকায় বহু সীমাবদ্ধতার মুখে পড়তে হয়। সেই কারণে নতুন ক্যাম্পাস খোঁজার প্রক্রিয়া শুরু করা হবে বলে জানানো হয়েছে।

সদস্যদের টিকিট প্রাপ্তি প্রক্রিয়ায় আধুনিকীকরণ আনা হবে। ডিজিটাল টিকিটিং চালু করে সদস্যদের সহজে প্রবেশাধিকার নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে। ক্লাবের কাফেটেরিয়া, সদস্য গ্যালারির মতো জায়গাগুলির মানোন্নয়নও করা হবে।

বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে প্রবীণ সদস্যদের। যাঁরা ৫০ বছর বা তার বেশি সময় ধরে ক্লাবের সদস্য, তাঁদের বার্ষিক চাঁদা মকুবের পরিকল্পনা রয়েছে। প্রয়াত সদস্যদের পরিবারের হাতে সদস্যপদ হস্তান্তরের ব্যবস্থাও থাকবে।

বিশ্বব্যাপী সমর্থকদের জন্য লয়ালটি প্রোগ্রাম

মোহনবাগানের বিশ্বব্যাপী সমর্থকদের কথা মাথায় রেখে ‘ক্লাব লয়ালটি প্রোগ্রাম’ চালু করা হবে। এই প্রোগ্রামের মাধ্যমে বিদেশ বা অন্য রাজ্যে থাকা সমর্থকেরাও ক্লাবের সঙ্গে সরাসরি যুক্ত থাকতে পারবেন। তাঁদের জন্য অনলাইন সদস্যপদ, ক্লাব মার্চেন্ডাইজ, ও ডিজিটাল ইভেন্টের ব্যবস্থা থাকবে।

একই সঙ্গে ক্লাবের অতীতের কৃতী খেলোয়াড়দের সম্মান জানাতে ও তাদের অভিজ্ঞতাকে কাজে লাগাতে এক্সিকিউটিভ কমিটিতে অন্তত দুটি আসন প্রাক্তনদের জন্য সংরক্ষণের কথা ঘোষণা করা হয়েছে।

মহিলাদের জন্য আলাদা পদক্ষেপ

সৃঞ্জয়ের ইস্তেহারে ক্লাবে মহিলাদের অংশগ্রহণ বাড়ানোর প্রতিশ্রুতিও রয়েছে। ক্লাব কমিটিতে মহিলা প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা, মহিলা ক্রীড়াবিদদের জন্য আলাদা সুযোগ সুবিধা তৈরির মতো পদক্ষেপের পরিকল্পনা করা হয়েছে।

সংস্কৃতি ও ক্রীড়া—দুই দিকেই নজর

টেনিস কার্নিভাল পুনরুজ্জীবনের পাশাপাশি ক্লাবে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে মোহনবাগানের ঐতিহ্যকে আরও বিস্তৃতভাবে তুলে ধরার কথা ভাবা হয়েছে। সামাজিক মাধ্যমে ক্লাবের উপস্থিতি আরও জোরদার করে বিশ্বব্যাপী ব্র্যান্ডিংয়ের পরিকল্পনাও রয়েছে।

সৃঞ্জয়ের দাবি, তাঁর লক্ষ্য শুধুমাত্র নির্বাচনে জেতা নয়, বরং মোহনবাগানকে এক নতুন দিশা দেখানো। তাঁর কথায়, “এটা সময়ের দাবি। আমাদের ক্লাবকে এগিয়ে নিতে হলে সাহসী পদক্ষেপ প্রয়োজন। আমি সেই দায়িত্ব নিতে প্রস্তুত।”

মোহনবাগান ক্লাবের নির্বাচনের নির্দিষ্ট দিন এখনও ঘোষণা হয়নি, তবে প্রচার ইতিমধ্যেই তুঙ্গে। সৃঞ্জয়ের ১৪ দফা ইস্তেহার ক্লাব সমর্থকদের কতটা আকৃষ্ট করে, সেটাই এখন দেখার বিষয়।

Advertisements